আন্দালুসিয়া

আন্দালুসিয়া বা আন্দালুথিয়া (স্পেনীয়: Andalucía [andaluˈθi.a] বা [andaluˈsi.a]) স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্য সবচেয়ে জনবহুল এবং দ্বিতীয় বৃহত্তম। এর রাজধানী সেভিয়া।

আন্দালুসিয়া উত্তরে রয়েছে এসত্রেমাদুরা এবং কাস্তিয়া-লা মাঞ্চা; পূর্বে মুর্থিয়া এবং ভূমধ্যসাগর; পশ্চিমে পর্তুগাল এবং আটলান্টিক মহাসাগর (দক্ষিণ-পশ্চিম); দক্ষিণে ভূমধ্যসাগর (দক্ষিণ-পূর্ব) এবং আটলান্টিক মহাসাগর (দক্ষিণ-পশ্চিম) এবং একেবারে দক্ষিণ অংশে জিব্রাল্টার প্রণালী যা স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে। দক্ষিণে ইংরেজ উপনিবেশ জিব্রাল্টার অবস্থিত যার প্রায় সোয়া তিন মাইল সীমান্ত রেখা আন্দালুসিয়ার প্রদেশ কাদিথের সাথে অবস্থিত।

প্রশাসনিক বিভাগসমূহ

আন্দালুসিয়া আটটি প্রদেশে বিভক্ত। প্রদেশগুলোর নাম তাদের রাজধানী শহরের নামে রাখা হয়েছে:

আন্দালুসিয়ার মানচিত্র
  • আলমেরিয়া
  • কাদিথ
  • কোরদোবা
  • গ্রানাদা
  • উয়েলবা
  • হায়েন
  • মালাগা
  • সেভিয়া

মুসলিম শাসনাধীনে নাম টেমপ্লেট:যখন স্পেন এ মুসলমানরা শাষন করতো তখন স্পেন এর নাম ছীলো আন্দালুসিয়া

বহিঃসংযোগ

টেমপ্লেট:আন্দালুসিয়ার প্রদেশ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.