ভূমধ্যসাগর

ভূমধ্যসাগর (ইংরেজি: Mediterranean Sea) ইউরোপআফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত। এর উত্তরে ইউরোপ, দক্ষিণে আফ্রিকা, এবং পূর্বে এশিয়া। ভূমধ্যসাগরের আয়তন প্রায় ২৫ লক্ষ বর্গকিলোমিটার (৯,৬৫,০০০ বর্গমাইল)। কিন্তু জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিকের প্রধান জলভাগের সঙ্গে সংযুক্ত স্থানে এটি মাত্র ১৪ কিলোমিটার (৯ মাইল) প্রশস্ত।ভূমধ্যসাগরের তীরে দুটি বন্দরের নাম হল কায়রো ও আলেক্সান্দ্রিয়া।ref>"Microsoft Word — ext_abstr_East_sea_workshop_TLM.doc" (PDF)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১০</ref>[1]

ভূমধ্যসাগরের অন্যান্য তথ্যসহ উপগ্রহ চিত্র
ভূমধ্যসাগরের মানচিত্র

তথ্যসূত্র

  1. "Researchers predict Mediterranean Sea level rise — Headlines — Research – European Commission"। Europa। ১৯ মার্চ ২০০৯। ১১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.