দক্ষিণ চীন সাগর
দক্ষিণ চীন সাগর (ইংরেজি: South China Sea) হল প্রশান্ত মহাসাগর এর অংশ।এই সাগরের চারি পাশে অবস্থিত দেশ গুলি হল - চীন, তাইওয়ান, ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের মোট ক্ষেত্রফল হল ৩৫,০০,০০০ বর্গকিলোমিটার। এই সাগরে বিশ্বের এক-তৃতীয়াংশ পণ্য বাহী জাহাজ চলাচল করে ফলে এই সাগর ভূ-রাজনীতির ক্ষেত্রে গূরুত্ব পূর্ণ।
দক্ষিণ চীন সাগর | |
---|---|
![]() দক্ষিণ চিন সাগরের উত্তর-পূর্ব অংশের মানচিত্র | |
ধরন | সাগর |
অববাহিকার দেশসমূহ | ভিয়েতনাম, গণপ্রজাতন্ত্রী চীন (চীন), প্রজাতান্ত্রীক চীন (তাইওয়ান), ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর |
পৃষ্ঠতল অঞ্চল | ৩৫,০০,০০০ কিমি২ (১৩,৫১,৪০০ মা২) |
ভূগোল
সাগরের দক্ষিণ প্রান্ত হল সিঙ্গাপুর ও মালাক্কা প্রনালি এবং উত্তর প্রন্ত হল চীন ও তাইওয়ান এর পূর্ব দিকে ফিলিপিন্স,ব্রুনাই ও পশ্চিমে ভিয়তনাম।অনুমান করা হয় এই সাগরটি ৪৫ মিলিওন বছর আগে সৃষ্টি হয়েছিল।এই সাগের পার্ল,মিন,জিউলেং,রেড,মেকোং,রাজাং প্রভৃতি নদী মিলিত হয়েছে।
সম্পদ
দক্ষিণ চীন সাগর সম্পদে পরিপূর্ন। এখানে প্রচুর পরিমানে সামুদ্রিক মৎস আরহন করা হয়। এছাড়া এখানে মজুত রয়েছে প্রচুর খনিজ তেল ও প্রকৃতিক গ্যাস। এই খনিজ তেল ও প্রাকৃতি গ্যাস সাগরটিকে সম্পদে পরিপূর্ন করে তুলেছে।
ভূরাজনীতি
সাগরটিতে মজুত প্রাকৃতিক গ্যাস ,খনিজ তেল ও বিশ্বের এক-তৃতীয়াংশ জাহাজ চলাচলের কারনে সাগরটি ভূরাজনীরির কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।এছাড়া চীনের সঙ্গে বিভিন্ন দেশের জল সীমার বিরধ বর্তমান এই সাগরকে কেন্দ্র করে।
তথ্যসূত্র
- ১. India - China face-off in South China Sea:Report. dna. 2 September 2011. Retrieved 16-06-2016.