উয়েফা চ্যাম্পিয়নস লীগ
ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাবস' কাপের উত্তরসূরী উয়েফা চ্যাম্পিয়নস লীগ ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ দলগুলোকে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা, ১৯৫৫ সাল থেকে যেটির আয়োজন করে আসছে ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)।[1] এই প্রতিযোগিতার পুরস্কার ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাব'স কাপ (ইউরোপীয়ান কাপ নামে সমধিক পরিচিত) ক্লাব ফুটবলে জগতে সবচেয়ে গৌরবজনক হিসেবে বিবেচিত হয়। উয়েফা চ্যাম্পিয়নস লীগ উয়েফা কাপ ও উয়েফা কাপ উইনার্স কাপ থেকে আলাদা প্রতিযোগিতা।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৫৫ (১৯৯২ সালে পুনঃচিহ্নিত) |
---|---|
অঞ্চল | ইউরোপ (উয়েফা) |
দলের সংখ্যা | ৩২ (গ্রুপ পর্ব) ৭৯, ৮০ অথবা ৮১ (সর্বমোট) |
উন্নীত | উয়েফা ইউরোপা লীগ উয়েফা সুপার কাপ ফিফা ক্লাব বিশ্বকাপ |
সম্পর্কিত প্রতিযোগিতা | উয়েফা ইউরোপা লীগ |
বর্তমান চ্যাম্পিয়ন | লিভারপুল (৬ষ্ঠ শিরোপা) |
সর্বাধিক সফল দল | রিয়াল মাদ্রিদ (১৩তম শিরোপা) |
টেলিভিশন সম্প্রচারক | সম্প্রচারকের তালিকা |
ওয়েবসাইট | uefa.com |
![]() |
প্রতিযোগিতাটি কয়েকটি স্তরে বিভক্ত। বর্তমান ফরম্যাট অনুযায়ী মধ্য-জুলাই মাসে তিনটি প্রাথমিক নকআউট বাছাইপর্ব রয়েছে। বাছাই পর্ব থেকে উন্নীত ১৬টি দল আগে থেকে বাছাই করা ১৬টি দলের সাথে গ্রুপ পর্যায়ে প্রবেশ করে। গ্রুপ পর্যায়ের আটটি গ্রুপের বিজয়ী ও রানার্স-আপ নিয়ে ১৬টি দল মূল নকআউট স্তরে প্রবেশ করে। এই রাউন্ড ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় এবং মে মাসে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আগে কেবল বিভিন্ন লীগের চ্যাম্পিয়নদেরকেই প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হত। ১৯৯৭ সাল থেকে বড় লীগের চ্যাম্পিয়নদের পাশাপাশি রানার্স-আপদেরও অংশ নিতে দেয়া হয়।
বিভিন্ন দল এই শিরোপা জিতেছে এবং অনেক দল একাধিক বার এই শিরোপা লাভ করেছে। এপর্যন্ত অনুষ্ঠিত আসর গুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ রেকর্ড ১৩ বার এই শিরোপা জিতেছে। এসি মিলান জিতেছে ৭ বার, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং লিভারপুল ৬ বার, আয়াক্স আমস্টারডাম ৪ বার এবং ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৩ বার।
এই প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী লিভারপুল।
ইতিহাস
যোগ্যতা নির্ধারন
প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়
চ্যাম্পিয়নস লীগের ফাইনাল


ওয়ান্ডা মেট্রোপলিটিয়ানো স্টেডিয়াম







রেকর্ড ও পরিসংখ্যান
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা
বাছাই পর্বের খেলা বাদে
ক্রম | খেলোয়াড় | দেশ | গোল | উপস্থিতি | অনুপাত | বছর | ক্লাব |
---|---|---|---|---|---|---|---|
1 | ক্রিস্তিয়ানো রোনালদো | ![]() |
১২০ | ১৫৩ | ০.৭৯ | ২০০৩–বর্তমান | ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ |
২ | লিওনেল মেসি | ![]() |
১০৫ | ১২৭ | ০.৮ | ২০০৫–বর্তমান | বার্সেলোনা |
৩ | রাউল | ![]() |
৭১ | ১৪২ | ০.৫ | ১৯৯৫–২০১১ | রিয়াল মাদ্রিদ, শালকে ০৪ |
৪ | রুড ফন নিস্টেলরয় | ![]() |
৫৬ | ৭৩ | ০.৭৭ | ১৯৯৮–২০০৯ | পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ |
করিম বেনজেমা | ![]() |
৫৬ | ১০৪ | ০.৫৩ | ২০০৬–বর্তমান | লিয়োঁ, রিয়াল মাদ্রিদ | |
৫ | থিয়েরি অঁরি | ![]() |
৫০ | ১১২ | ০.৪৫ | ১৯৯৭–২০১০ | মোনাকো, আর্সেনাল, বার্সেলোনা |
৬ | আলফ্রেদো দি স্তিফানো | ![]() ![]() ![]() |
৪৯ | ৫৮ | ০.৮৪ | ১৯৫৫–১৯৬৪ | রিয়াল মাদ্রিদ |
৮ | আন্দ্রেই শেভচেঙ্কো | ![]() |
৪৮ | ১০০ | ০.৪৮ | ১৯৯৪–২০১২ | ডায়নামো কিয়েভ, মিলান, চেলসি |
জ্লাতান ইব্রাহিমোভিচ | ![]() |
৪৮ | ১২০ | ০.৪ | ২০০১-২০১৮ | এএফসি আয়াক্স,ইন্টার মিলান,বার্সেলোনা,পারি সাঁ-জেরমাঁ,ম্যানচেস্টার ইউনাইটেড | |
১০ | ইউসেবিও | ![]() |
৪৬ | ৬৫ | ০.৭১ | ১৯৬১–১৯৭৪ | বেনফিকা |
গাঢ় অক্ষরের খেলোয়াড়রা এখনো ইউরোপে সক্রিয়
তথ্যসূত্র
- "Football's premier club competition"। Union of European Football Associations। ৩১ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১০।
- "Champions League"। World Football। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৩।
- "UEFA Champions League All time leading scorers"। Stat Bunker। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে উয়েফা চ্যাম্পিয়নস লীগ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- UEFA Official website
- 50 years of the European Cup UEFA October 2004