২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৫তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়নস লীগে নামে পরিবর্তন করার পর ২৮তম আসর ছিল।

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুস্থিত হবে
টুর্নামেন্টের বিবরণ
তারিখসমূহবাছাইপর্ব:
২৫ জুন – ২৮ আগস্ট ২০১৯
চূড়ান্ত পর্ব:
১৭ সেপ্টেম্বর ২০১৯ – ৩০ সে ২০২০
দলসমূহচূড়ান্ত পর্ব: ৩২
মোট: ৭৯ (৫৪টি এসোসিয়েশন থেকে)

এই আসরের ফাইনাল তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[1] ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের বিজয়ী দল ২০২০ উয়েফা সুপার কাপে ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগ বিজয়ীর বিরুদ্ধে খেলার অধিকার অর্জন করবে; উক্ত খেলায় বিজয়ী দল কাতারে অনুষ্ঠিত ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের জন্যও উত্তীর্ণ হয়ে যাবে এবং যদি তারা ইতিমধ্যে তাদের লীগ খেলার মধ্য দিয়ে যোগ্যতা উত্তীর্ণ হয়, তবে সংরক্ষিত আসনটি ২০১৯–২০ এরেডিভিসির চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে, যারা বর্তমানে পরবর্তী মৌসুমের প্রবেশ তালিকায় ১১তম স্থানে রয়েছে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের প্লে-পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[2]

লিভারপুল হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে সর্বমোট ৬ বার এবং বর্তমান চ্যাম্পিয়ন।[3]

এসোসিয়েশন দল বণ্টন

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লীগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[4]

  • এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লীগের মাধ্যমে ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লীগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লীগের বিজয়ী এবং ইউরোপা লীগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লীগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লীগ শেষ করে তবে উক্ত লীগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লীগে প্রবেশ করবে।

এসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের জন্য, ২০১৮ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৩–১৪ হতে ২০১৭–১৮ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[5]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লীগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:

  • (ইউসিএল) – ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের জন্য এসোসিয়েশন র‍্যাঙ্কিং
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
স্পেন১০৬.৯৯৮
ইংল্যান্ড৭৯.৬০৫
ইতালি৭৬.২৪৯
জার্মানি৭১.৪২৭
ফ্রান্স৫৬.৪১৫
রাশিয়া৫৩.৩৮২
পর্তুগাল৪৭.২৪৮
ইউক্রেন৪১.১৩৩
বেলজিয়াম৩৮.৫০০
১০ তুরস্ক৩৫.৮০০
১১ অস্ট্রিয়া৩২.৮৫০
১২ সুইজারল্যান্ড৩০.২০০
১৩ চেক প্রজাতন্ত্র৩০.১৭৫
১৪ নেদারল্যান্ডস২৯.৭৪৯
১৫ গ্রিস২৮.৬০০
১৬ ক্রোয়েশিয়া২৬.০০০
১৭ ডেনমার্ক২৫.৯৫০
১৮ ইসরায়েল২১.৭৫০
১৯ সাইপ্রাস২১.৫৫০
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
২০ রোমানিয়া২০.৪৫০
২১ পোল্যান্ড২০.১২৫
২২ সুইডেন১৯.৯৭৫
২৩ আজারবাইজান১৯.১২৫
২৪ বুলগেরিয়া১৯.১২৫
২৫ সার্বিয়া১৮.৭৫০
২৬ স্কটল্যান্ড১৮.৬২৫
২৭ বেলারুশ১৮.৬২৫
২৮ কাজাখস্তান১৮.১২৫
২৯ নরওয়ে১৭.৪২৫
৩০ স্লোভেনিয়া১৪.৫০০
৩১ লিশটেনস্টাইন১৩.০০০
৩২ স্লোভাকিয়া১২.১২৫
৩৩ মলদোভা১০.০০০
৩৪ আলবেনিয়া৮.৫০০
৩৫ আইসল্যান্ড৮.২৫০
৩৬ হাঙ্গেরি৮.১২৫
৩৭ উত্তর ম্যাসেডোনিয়া৭.৫০০
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
৩৮ ফিনল্যান্ড৬.৯০০
৩৯ আয়ারল্যান্ড প্রজাতন্ত্র৬.৭০০
৪০ বসনিয়া  হার্জেগোভিনা৬.৬২৫
৪১ লাটভিয়া৫.৬২৫
৪২ এস্তোনিয়া৫.৫০০
৪৩ লিথুনিয়া৫.৩৭৫
৪৪ মন্টিনিগ্রো৫.০০০
৪৫ জর্জিয়া৫.০০০
৪৬ আর্মেনিয়া৪.৮৭৫
৪৭ মালটা৪.৫০০
৪৮ লুক্সেমবুর্গ৪.৩৭৫
৪৯ উত্তর আয়ারল্যান্ড৪.২৫০
৫০ ওয়েলস৩.৮৭৫
৫১ ফারো দ্বীপপুঞ্জ৩.৭৫০
৫২ জিব্রালটার৩.০০০
৫৩ অ্যান্ডোরা১.৩৩১
৫৪ সান মারিনো০.৪৯৯
৫৫ কসোভো০.০০০

বিন্যাস

নিম্নে এই মৌসুমের প্রবেশ তালিকা উল্লেখ করা হয়েছে।[6]

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রবেশাধিকার তালিকা
পর্বসমূহ যেসকল দল এই পর্বে প্রবেশ করে যেসকল দল পূর্ববর্তী পর্ব হতে প্রবেশ করে
প্রাথমিক পর্ব
(৪টি দল)
  • এসোসিয়েশন ৫২–৫৫ থেকে ৪টি চ্যাম্পিয়ন
প্রথম বাছাইপর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ২০–৫১ থেকে ৩১টি চ্যাম্পিয়ন (ব্যতিক্রম লিশটেনস্টাইন)
  • প্রাথমিক পর্ব থেকে ১টি বিজয়ী
দ্বিতীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নস পথ
(২০টি দল)
  • এসোসিয়েশন ১৬–১৯ থেকে ৪টি চ্যাম্পিয়ন
  • প্রথম বাছাইপর্ব থেকে ১৬টি বিজয়ী
লীগ পথ
(৪টি দল)
  • এসোসিয়েশন ১২–১৫ থেকে ৪টি রানার-আপ
তৃতীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নস পথ
(১২টি দল)
  • এসোসিয়েশন ১৪–১৫ থেকে ২টি চ্যাম্পিয়ন
  • দ্বিতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ১০টি বিজয়ী
লীগ পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ৭–১১ থেকে ৫টি রানার-আপ
  • এসোসিয়েশন ৬ থেকে ১টি ৩য় স্থান অধিকারী
  • দ্বিতীয় বাছাইপর্ব (লীগ পথ) থেকে ২টি বিজয়ী
প্লে-অফ পর্ব চ্যাম্পিয়নস পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ১২–১৩ থেকে ২টি বিজয়ী
  • তৃতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ৬টি বিজয়ী
লীগ পথ
(৪টি দল)
  • তৃতীয় বাছাইপর্ব (লীগ পথ) থেকে ৪টি বিজয়ী
গ্রুপ পর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ১–১১ থেকে ১১টি বিজয়ী
  • এসোসিয়েশন ১–৬ থেকে ৬টি রানার-আপ
  • এসোসিয়েশন ১–৫ থেকে ৫টি তৃতীয় স্থান অধিকারী
  • এসোসিয়েশন ১–৪ থেকে ৪টি চতুর্থ স্থান অধিকারী
  • প্লে-অফ পর্ব থেকে ৪টি বিজয়ী (চ্যাম্পিয়নস পথ)
  • প্লে-অফ পর্ব থেকে ২টি বিজয়ী (লীগ পথ)
নকআউট পর্ব
(১৬টি দল)
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ বিজয়ী
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ রানার-আপ

পূর্বনির্ধারিত প্রবেশ তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়, যেহেতু চ্যাম্পিয়নস লীগ এবং / অথবা ইউরোপা লীগের শিরোপাধারী তাদের ঘরোয়া লীগের মাধ্যমে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। যদি চ্যাম্পিয়নস লীগের কোনও জায়গা ফাঁকা থাকে, উপযুক্ত পথে আগের রাউন্ডে সর্বোচ্চ পদযুক্ত সংস্থার দলকে সেই অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়।

  • সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লীগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু লিভারপুল ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লীগে ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ১১-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৩-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৫-এর (গ্রিস) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ইসরায়েল এবং সাইপ্রাস) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
  • এছাড়াও, ইউরোপা লীগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু চেলসি ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লীগে ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং অস্ট্রিয়া) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল

গত মৌসুমে লীগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লীগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লীগে শিরোপাধারী দল)।[6]

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে)
গ্রুপ পর্ব
লিভারপুলচ্যা (২য়) টটেনহ্যাম হটস্পার (৪র্থ) আরবি লাইপৎসিশ (৩য়) বেঁফিকা (১ম)
চেলসিইউ (৩য়) ইয়ুভেন্তুস (১ম) বায়ার লেভারকুজেন (৪র্থ) শাখতার দোনেৎস্ক (১ম)
বার্সেলোনা (১ম) নাপোলি (২য়) পারি সাঁ-জেরমাঁ (১ম) খেংক (১ম)
আতলেতিকো মাদ্রিদ (২য়) আতালান্তা (৩য়) লিল (২য়) গালাতাসারায় (১ম)
রিয়াল মাদ্রিদ (৩য়) ইন্টার মিলান (৪র্থ) লিঁও (৩য়) রেড বুল জালৎস্‌বুর্গ (১ম)
ভ্যালেন্সিয়া (৪র্থ) বায়ার্ন মিউনিখ (১ম) জিনিত সেন্ট পিটার্সবার্গ (১ম)
ম্যানচেস্টার সিটি (১ম) বরুসিয়া ডর্টমুন্ড (২য়) লকোতিভ মস্কো (২য়)
প্লে-অফ পর্ব
চ্যাম্পিয়নস পথ লীগ পথ
ইয়াং বয়েস (১ম) স্লাভিয়া প্রাহা (১ম)
তৃতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথ লীগ পথ
আয়াক্স (১ম) পিএওকে (১ম) ক্রাস্নোদার (৩য়) ক্লাব ব্রুজ (২য়)
পোর্তো (২য়) ইস্তানবুল বাশাকশেহির (২য়)
দিনামো কিয়েভ (২য়) এলএএসকে (২য়)
দ্বিতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথ লীগ পথ
দিনামো জাগরেব (১ম) ম্যাকাবি তেল আবিব (১ম) বাজেল (২য়) পিএসভি আইন্দোভেন (২য়)
কোপেনহেগেন (১ম) এপিওইএল (১ম) ভিক্তোরিয়া প্লজেন (২য়) অলিম্পিয়াকোস (২য়)
প্রথম বাছাইপর্ব
ক্লুজ (১ম) আস্তানা (১ম) স্কেন্দিয়া (১ম) সাবুর্তালো তিবি‌লিসি (১ম)
পিয়াস্ত গ্লিভিৎস (১ম) রুসনবর্গ (১ম) এইচজেকে (১ম) আরারাত-আর্মেনিয়া (১ম)
এআইকে (১ম) মারিবর (১ম) ডানডক (১ম) ভালেটা (১ম)
কারাবাখ (১ম) স্লোভান ব্রাতিস্লাভা (১ম) সারায়েভো (১ম) এফ৯১ দুদলঁজ (১ম)
লুডোগোরেটস রাজগ্রাড (১ম) শেরিফ তিরাস্পোল (১ম) রিগা (১ম) লিনফিল্ড (১ম)
রেড স্টার বেলগ্রেড (১ম) পার্তিজানি (১ম) নোম্মে কাইয়ু (১ম) দ্য নিউ সেইন্টস (১ম)
সেল্টিক (১ম) ভালুর (১ম) সুদুভা (১ম) এইচবি থওশাওন (১ম)
বাতে বরিসভ (১ম) ফেরেনৎসভারোশি (১ম) সুৎজেস্কা নিকশিচ (১ম)
প্রাথমিক পর্ব
লিঙ্কন রেড ইম্পস (১ম) এফসি স্যান্টা কুলোমা (১ম) ত্রে পেন্নে (১ম) ফেরোনিকেয়ি (১ম)

পর্ব ও ড্রয়ের তারিখ

এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[7]

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের সময়সূচী
ধাপ পর্ব ড্রয়ের তারিখ প্রথম লেগ দ্বিতীয় লেগ
বাছাইপর্ব প্রাথমিক পর্ব ১১ জুন ২০১৯ ২৫ জুন ২০১৯ (সেমি-ফাইনাল পর্ব) ২৮ জুন ২০১৯ (ফাইনাল পর্ব)
প্রথম বাছাইপর্ব ১৮ জুন ২০১৯ ৯–১০ জুলাই ২০১৯ ১৬–১৭ জুলাই ২০১৯
দ্বিতীয় বাছাইপর্ব ১৯ জুলাই ২০১৯ ২৩–২৪ জুলাই ২০১৯ ৩০–৩১ জুলাই ২০১৯
তৃতীয় বাছাইপর্ব ২২ জুলাই ২০১৯ ৬–৭ আগস্ট ২০১৯ ১৩ আগস্ট ২০১৯
প্লে-অফ প্লে-অফ পর্ব ৫ আগস্ট ২০১৯ ২০–২১ আগস্ট ২০১৯ ২৭–২৮ আগস্ট ২০১৯
গ্রুপ পর্ব ম্যাচদিন ১ ২৯ আগস্ট ২০১৯
(মোনাকো)
১৭–১৮ সেপ্টেম্বর ২০১৯
ম্যাচদিন ২ ১–২ অক্টোবর ২০১৯
ম্যাচদিন ৩ ২২–২৩ অক্টোবর ২০১৯
ম্যাচদিন ৪ ৫–৬ নভেম্বর ২০১৯
ম্যাচদিন ৫ ২৬–২৭ নভেম্বর ২০১৯
ম্যাচদিন ৬ ১০–১১ ডিসেম্বর ২০১৯
নকআউট পর্ব ১৬ দলের পর্ব ১৬ ডিসেম্বর ২০১৯ ১৮–১৯ ও ২৫–২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০–১১ ও ১৭–১৮ মার্চ ২০২০
কোয়ার্টার-ফাইনাল ২০ মার্চ ২০২০ ৭–৮ এপ্রিল ২০২০ ১৪–১৫ এপ্রিল ২০২০
সেমি-ফাইনাল ২৮–২৯ এপ্রিল ২০২০ ৫–৬ মে ২০২০
ফাইনাল ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ৩০ মে ২০২০

প্রাথমিক পর্ব

প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে[8] এবং পরবর্তীতে এক লেগের ভাগে ভাগ করা হয়েছে।

২০১৯ সালে ১১ই জুন দুপুর ১২:০০টায় (সিইএসটি) উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৫শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৮শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই কসোভোর ফাদিল ভোকরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল ১  স্কোর  দল ২
সেমি-ফাইনাল পর্ব
ত্রে পেন্নে ০–১ স্যান্টা কুলোমা
ফেরোনিকেয়ি ১–০ লিঙ্কন রেড ইম্পস
দল ১  স্কোর  দল ২
ফাইনাল পর্ব
ফেরোনিকেয়ি ২–১ স্যান্টা কুলোমা

সেমি-ফাইনাল পর্ব


ফাইনাল পর্ব

বাছাইপর্ব

বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[8] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।

প্রথম বাছাইপর্ব

২০১৯ সালের ১৮ই জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৯ এবং ১০ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৬ এবং ১৭ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
নোম্মে কাইয়ু ২–২ (অ্যা) স্কেন্দিয়া ০–১ ২–১
সুদুভা ১–২ রেড স্টার বেলগ্রেড ০–০ ১–২
আরারাত-আর্মেনিয়া ৩–৪ এআইকে ২–১ ১–৩
আস্তানা ২–৩ ক্লুজ ১–০ ১–৩
ফেরেনৎসভারোশি ৫–৩ লুডোগোরেটস রাজগ্রাড ২–১ ৩–২
পার্তিজানি ০–২ কারাবাখ ০–০ ০–২
স্লোভান ব্রাতিস্লাভা ২–২
(২–৩ পেনাল্টি)
সুৎজেস্কা নিকশিচ ১–১ ১–১
(অ.স.প.)
সারায়েভো ২–৫ সেল্টিক ১–৩ ১–২
শেরিফ তিরাস্পোল ৩–৪ সাবুর্তালো তিবি‌লিসি ০–৩ ৩–১
এফ৯১ দুদলঁজ ৩–৩ (অ্যা) ভালেটা ২–২ ১–১
লিনফিল্ড ০–৬ রুসনবর্গ ০–২ ০–৪
ভালুর ০–৫ মারিবর ০–৩ ০–২
ডানডক ০–০
(৫–৪ পেনাল্টি)
রিগা ০–০ ০–০
(অ.স.প.)
দ্য নিউ সেইন্টস ৩–২ ফেরোনিকেয়ি ২–২ ১–০
এইচজেকে ৫–২ এইচবি থওশাওন ৩–০ ২–২
বাতে বরিসভ ৩–২ পিয়াস্ত গ্লিভিৎস ১–১ ২–১

ম্যাচ

নোম্মে কাইয়ু ০–১ স্কেন্দিয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,৬৪০[10]
রেফারি: ডোনাল্ড রবার্টসন (স্কটল্যান্ড)
স্কেন্দিয়া ১–২ নোম্মে কাইয়ু
প্রতিবেদন
টোসে প্রোয়েস্কি এরিনা, স্কোপিয়ে[নোট 2]
দর্শক সংখ্যা: ২,৫৪৬[10]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, নোম্মে কাইয়ু অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


সুদুভা ০–০ রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
সুদুভা স্টেডিয়াম, মারিয়াম্পোল
দর্শক সংখ্যা: ৩,২০০[10]
রেফারি: ইয়ুর্গেন দাউবেয়ার বুরখাট (ডেনমার্ক)
রেড স্টার বেলগ্রেড ২–১ সুদুভা
  • বোয়াকিয়ে  ৪'
  • মারিন  ২৯'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ২৩,৭৫১[10]
রেফারি: আদাম ফারকাশ (হাঙ্গেরি)

রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ২–১ গোলে জয়ী


আরারাত-আর্মেনিয়া ২–১ এআইকে
প্রতিবেদন
  • ওবাসি  ৩৯'
দর্শক সংখ্যা: ১,৪৯৭[10]
রেফারি: ডুয়ে স্ট্রুকান (ক্রোয়েশীয়)
এআইকে ৩–১ আরারাত-আর্মেনিয়া
প্রতিবেদন
  • কোবায়লকো  ৭৭'
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১১,৩৮২[10]
রেফারি: রবার্ট হেনেসি (প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড)

এআইকে সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


আস্তানা ১–০ ক্লুজ
প্রতিবেদন
আস্তানা এরিনা, নুর-সুলতান
দর্শক সংখ্যা: ১৮,৫৮৭[10]
রেফারি: লরেন্স ভিসার (বেলজিয়াম)
ক্লুজ ৩–১ আস্তানা
  • অমরানি  ১০', ২৬', ৭৩'
প্রতিবেদন
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ৮,০৯২[10]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)

সিএফআর ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


ফেরেনৎসভারোশি ২–১ লুডোগোরেটস রাজগ্রাড
  • এনগুয়েন  ৬'
  • জুবকভ  ৬৫'
প্রতিবেদন
  • শেয়ারচক  ৩১'
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,১১৫[10]
রেফারি: আইটান শেমেউলেভিচ (ইসরায়েল)
লুডোগোরেটস রাজগ্রাড ২–৩ ফেরেনৎসভারোশি
  • তেরজিভ  ২৪'
  • হায়িস্টার  ৬৯' (আ.গো.)
প্রতিবেদন
  • খারাতিন  ১৭'
  • স্কভারকা  ২১'
  • এনগুয়েন  ৪৮'
হুভেফার্মা এরিনা, রাজগ্রাড
দর্শক সংখ্যা: ৭,৩৬৫[10]
রেফারি: দোনাতাস রুমশাস (লিথুয়ানিয়া)

ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৫–৩ গোলে জয়ী


পার্তিজানি ০–০ কারাবাখ
প্রতিবেদন
সেলমান স্টেরমাসি স্টেডিয়াম, তিরানা
দর্শক সংখ্যা: ২,১২০[10]
রেফারি: থরভালদুর আরনাসন (আইসল্যান্ড)
কারাবাখ ২–০ পার্তিজানি
  • অজোবিচ  ৫১'
  • কিন্তানা  ৯০+৪'
প্রতিবেদন
ডালখা এরিনা, বাকু[নোট 3]
দর্শক সংখ্যা: ৫,৯৩২[10]
রেফারি: দুমিত্রু মুন্তেন (মলদোভা)

কারাবাখ সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী


স্লোভান ব্রাতিস্লাভা ১–১ সুৎজেস্কা নিকশিচ
  • শপোরার  ৮২'
প্রতিবেদন
  • কোয়াশেভিচ  ৯০+৫'
তেহেলনে পোলে, ব্রাতিস্লাভা
দর্শক সংখ্যা: ১১,২৫০[10]
রেফারি: ভিতালি মেশকভ (রাশিয়া)
সুৎজেস্কা নিকশিচ ১–১ (অ.স.প.) স্লোভান ব্রাতিস্লাভা
  • শোফ্রানাক  ৯০+৩'
প্রতিবেদন
পেনাল্টি
  • নিকোলিচ
  • কোয়াশেভিচ
  • ভ্লাইসাভলেভিচ
  • বুবানিয়া
  • বুলাতোভিচ
৩–২
  • দ্রাজিচ
  • বজিকভ
  • রাতাও
  • আবেনা
  • স্পোরার
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৪,৭৬৪[10]
রেফারি: হোরাৎসিউ ফেশনিক (রোমানিয়া)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, সুৎজেস্কা নিকশিচ পেনাল্টিতে ৩–২ গোলে জয়ী


সারায়েভো ১–৩ সেল্টিক
  • অরেমুশ  ২৯'
প্রতিবেদন
  • জনস্টন  ৩৫'
  • এদুয়ার  ৫১'
  • সিনক্লেয়ার  ৮৫'
কশেভো সিটি স্টেডিয়াম, সারায়েভো
দর্শক সংখ্যা: ২৪,৭২৩[10]
রেফারি: গ্লেন নিবার্গ (সুইডেন)
সেল্টিক ২–১ সারায়েভো
  • ক্রিস্টি  ২৬'
  • ম্যাকগ্রেগর  ৭৫'
প্রতিবেদন
  • তাতার  ৬২'
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৫৮,৬৬২[10]
রেফারি: আল্যাঁ দুরিওজ (লুক্সেমবুর্গ)

সেল্টিক সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


শেরিফ তিরাস্পোল ০–৩ সাবুর্তালো তিবি‌লিসি
প্রতিবেদন
  • রলোভিচ  ৩০'
  • কখরেইদজে  ৬৭'
  • কাকুবাভা  ৭১'
শেরিফ স্টেডিয়াম, তিরাস্পোল
দর্শক সংখ্যা: ৫,৭০৬[10]
রেফারি: ইভান আওল গ্রিফিথ (ওয়েলস)
সাবুর্তালো তিবি‌লিসি ১–৩ শেরিফ তিরাস্পোল
  • রলোভিচ  ৫৯'
প্রতিবেদন
  • লাটিফি  ৩'
  • মার্গভেলাশভিলি  ৮' (আ.গো.)
  • তাম্বে  ১১'
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ৭,৫৬০[10]
রেফারি: পাবেল ওরেল (চেক প্রজাতন্ত্র)

সাবুর্তালো তিবি‌লিসি সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


এফ৯১ দুদলঁজ ২–২ ভালেটা
  • বেত্তায়েব  ২৬'
  • স্টোলৎস  ৪৫+২'
প্রতিবেদন
  • পেকের  ৬৪'
  • জে. বোর্গ  ৭০'
স্তাদ জসি বার্থেল, লুক্সেমবুর্গ[নোট 4]
দর্শক সংখ্যা: ১,১৫২[10]
রেফারি: আর্নল্ড হান্টার (উত্তর আয়ারল্যান্ড)
ভালেটা ১–১ এফ৯১ দুদলঁজ
  • ফোন্তানেল্লা  ৩৫'
প্রতিবেদন
  • পোকার  ৫৯'
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,৫১২[10]
রেফারি: জুরি ফিশার (এস্তোনিয়া)

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ভালেটা অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


লিনফিল্ড ০–২ রুসনবর্গ
প্রতিবেদন
  • জেনসেন  ২২'
  • সোদারলান্দ  ৬৯'
উইন্ডসর পার্ক, বেলফাস্ট
দর্শক সংখ্যা: ২,৭১০[10]
রেফারি: আইভায়লো স্টোয়ানভ (বুলগেরিয়া)
রুসনবর্গ ৪–০ লিনফিল্ড
  • কোনরাদসেন  ২০', ৫১'
  • আকিনতোলা  ৬৯'
  • হেলান্দ  ৮৫'
প্রতিবেদন
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১১,৯০৪[10]
রেফারি: এনেয়া ইয়র্জি (আলবেনিয়া)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–০ গোলে জয়ী


ভালুর ০–৩ মারিবর
প্রতিবেদন
  • পেরিচিচ  ৪৩'
  • হোতিচ  ৬০'
  • ক্রনাভেতার  ৮৬' (পেনাল্টি)
হিদারেন্দি, রেইকিয়াভিক
দর্শক সংখ্যা: ১,২০১[10]
রেফারি: শিসতফ ইয়াকুবিক (পোল্যান্ড)
মারিবর ২–০ ভালুর
  • ক্রনাভেতার  ১১'
  • তাভারেস  ৩২'
প্রতিবেদন
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৬,৭১৬[10]
রেফারি: জোয়াও পিনেইরো (পর্তুগাল)

মারিবর সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী


ডানডক ০–০ রিগা
প্রতিবেদন
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[10]
রেফারি: পিটার ক্রালোভিচ (স্লোভাকিয়া)
রিগা ০–০ (অ.স.প.) ডানডক
প্রতিবেদন
পেনাল্টি
  • দেবেলকো
  • শারিচ
  • গাবোভস
  • ব্রিসোলা
  • পানিচ
  • রাকেলস
  • পেটেরসন্স
৪–৫
  • হোবান
  • মারে
  • জারভিস
  • মাসি
  • জি. কেলি
  • ম্যাকগ্রা
  • হোয়ারে
স্কন্টো স্টেডিয়াম, রিগা
দর্শক সংখ্যা: ৬,০৫০[10]
রেফারি: দিমিতার মেকারভস্কি (উত্তর ম্যাসেডোনিয়া)

সামগ্রিকভাবে ০–০ গোলে ড্র, ডানডক পেনাল্টিতে ৫–৪ গোলে জয়ী


দ্য নিউ সেইন্টস ২–২ ফেরোনিকেয়ি
প্রতিবেদন
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,১৪০[10]
রেফারি: ত্রুস্তিন ফাররুগিয়া কান (মাল্টা)
ফেরোনিকেয়ি ০–১ দ্য নিউ সেইন্টস
প্রতিবেদন
  • এবে  ৬৭'
দর্শক সংখ্যা: ৭,৮০০[10]
রেফারি: এস্পেন এস্কস (নরওয়ে)

দ্য নিউ সেইন্টস সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


এইচজেকে ৩–০ এইচবি থওশাওন
  • লাপ্পালাইনেন  ২১', ৬৬'
  • ও'শনেসি  ৪২'
প্রতিবেদন
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৪,৭১৯[10]
রেফারি: জর্জি ক্রুয়াশভিলি (জর্জিয়া)
এইচবি থওশাওন ২–২ এইচজেকে
  • পিঙ্গেল  ১৭'
  • আন্দারসন  ৫৬'
প্রতিবেদন
  • রিস্কি  ৬০', ৭৭'
গুন্দাদালুর, তরশাভন
দর্শক সংখ্যা: ৬২০[10]

এইচজেকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


বাতে বরিসভ ১–১ পিয়াস্ত গ্লিভিৎস
  • দ্রাহুন  ৬৪'
প্রতিবেদন
  • পারজিশেক  ৩৬'
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১১,৫২৯[10]
পিয়াস্ত গ্লিভিৎস ১–২ বাতে বরিসভ
  • চেরউইনস্কি  ২১'
প্রতিবেদন
স্তাদিওন পিয়াস্ত, গ্লিভিৎস
দর্শক সংখ্যা: ৯,৩১২[10]

বাতে বরিসভ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী

দ্বিতীয় বাছাইপর্ব

দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লীগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লীগ পথ (নন-লীগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২৩ এবং ২৪শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ৩০ এবং ৩১শে জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লীগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
ক্লুজ ৩–২ ম্যাকাবি তেল আবিব ১–০ ২–২
বাতে বরিসভ ২–৩ রুসনবর্গ ২–১ ০–২
দ্য নিউ সেইন্টস ০–৩ কোপেনহেগেন ০–২ ০–১
ফেরেনৎসভারোশি ৪–২ ভালেটা ৩–১ ১–১
ডানডক ১–৪ কারাবাখ ১–১ ০–৩
সাবুর্তালো তিবি‌লিসি ০–৫ দিনামো জাগরেব ০–২ ০–৩
সেল্টিক ৭–০ নোম্মে কাইয়ু ৫–০ ২–০
রেড স্টার বেলগ্রেড ৩–২ এইচজেকে ২–০ ১–২
সুৎজেস্কা নিকশিচ ০–৪ এপিওইএল ০–১ ০–৩
মারিবর ৪–৪ (অ্যা) এআইকে ২–১ ২–৩
(অ.স.প.)
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
লীগ পথ
ভিক্তোরিয়া প্লজেন ০–৪ অলিম্পিয়াকোস ০–০ ০–৪
পিএসভি আইন্দোভেন ৪–৪ (অ্যা) বাজেল ৩–২ ১–২

ম্যাচ (২য়)

চ্যাম্পিয়নস পথ
ক্লুজ ১–০ ম্যাকাবি তেল আবিব
  • অমরানি  ২২'
প্রতিবেদন
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১১,১৫০[11]
রেফারি: হোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (স্পেন)
ম্যাকাবি তেল আবিব ২–২ ক্লুজ
  • ব্ল্যাকম্যান  ১৫'
  • কোহেন  ৪৮'
প্রতিবেদন
নেটানিয়া স্টেডিয়াম, নেটানিয়া[নোট 6]
দর্শক সংখ্যা: ১১,৯৪৭[11]
রেফারি: মার্কো ফ্রিৎস (জার্মানি)

ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


বাতে বরিসভ ২–১ রুসনবর্গ
প্রতিবেদন
  • Konradsen  ২৫'
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১২,৬৯৬[11]
রুসনবর্গ ২–০ বাতে বরিসভ
প্রতিবেদন
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৪,৮৭৫[11]
রেফারি: মার্কো দি বেল্লো (ইতালি)

Rosenborg won 3–২ on aggregate.


দ্য নিউ সেইন্টস ০–২ কোপেনহেগেন
প্রতিবেদন
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,২৩০[11]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)
কোপেনহেগেন ১–০ দ্য নিউ সেইন্টস
  • Zeca  ৫২'
প্রতিবেদন
পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন
দর্শক সংখ্যা: ১২,৫২৩[11]
রেফারি: করিম আবেদ (ফ্রান্স)

Copenhagen won 3–০ on aggregate.


ফেরেনৎসভারোশি ৩–১ ভালেটা
প্রতিবেদন
  • Yuri  ৮৫'
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,৬০৩[11]
রেফারি: রাদু পেত্রেস্কু (রোমানিয়া)
ভালেটা ১–১ ফেরেনৎসভারোশি
প্রতিবেদন
  • Nguen  ৬০'
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,১০৮[11]

Ferencváros won 4–২ on aggregate.


ডানডক ১–১ কারাবাখ
  • Hoban  ৭৮'
প্রতিবেদন
  • Emreli  ৪'
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[11]
রেফারি: বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
কারাবাখ ৩–০ ডানডক
  • Jaime Romero  ১২', ৮৭'
  • Ailton  ৭৬'
প্রতিবেদন
ডালখা এরিনা, বাকু[নোট 3]
দর্শক সংখ্যা: ৫,৮৩২[11]
রেফারি: সভেন ওদ্ভার মোন (নরওয়ে)

Qarabağ won 4–১ on aggregate.


সাবুর্তালো তিবি‌লিসি ০–২ দিনামো জাগরেব
প্রতিবেদন
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ১৫,১৬৫[11]
রেফারি: পেত্র আরদেলেয়ানু (চেক প্রজাতন্ত্র)
দিনামো জাগরেব ৩–০ সাবুর্তালো তিবি‌লিসি
  • Oršić  ৭৭'
  • Petković  ৮৮'
  • Dani Olmo  ৯০+৪'
প্রতিবেদন
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ০[11] (দর্শকহীন ম্যাচ)
রেফারি: দানিয়েলে দোভেরি (ইতালি)

Dinamo Zagreb won 5–০ on aggregate.


সেল্টিক ৫–০ নোম্মে কাইয়ু
প্রতিবেদন
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৪১,৮৭২[11]
রেফারি: ইয়াকব কেহলেট (ডেনমার্ক)
নোম্মে কাইয়ু ০–২ সেল্টিক
প্রতিবেদন
এ. এল লে কক এরিনা, তাল্লিন[নোট 1]
দর্শক সংখ্যা: ৪,০১৪[11]
রেফারি: বেনোয়া মিয়ো (ফ্রান্স)

Celtic won 7–০ on aggregate.


রেড স্টার বেলগ্রেড ২–০ এইচজেকে
  • Boakye  ২৭'
  • Pavkov  ৯০'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৩৬,২৮৯[11]
রেফারি: পাবেল গিল (পোল্যান্ড)
এইচজেকে ২–১ রেড স্টার বেলগ্রেড
  • Dahlström  ৪৬'
  • Riski  ৯০+২'
প্রতিবেদন
  • Jovančić  ৫৬'
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৯,১০৭[11]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

রেড স্টার বেলগ্রেড won ৩–২ on aggregate.


সুৎজেস্কা নিকশিচ ০–১ এপিওইএল
প্রতিবেদন
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৫,৫০০[11]
রেফারি: ইশ্তভান ভাদ (হাঙ্গেরি)
এপিওইএল ৩–০ সুৎজেস্কা নিকশিচ
  • Pavlović  ১৩', ২৫', ৬৬'
প্রতিবেদন
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ৮,২৯৭[11]
রেফারি: রয় রেইনশ্রেইবার (ইসরায়েল)

APOEL won 4–০ on aggregate.


মারিবর ২–১ এআইকে
  • Kronaveter  ৬'
  • Ivković  ৩৮'
প্রতিবেদন
  • Goitom  ২৮'
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৭,৮১৬[11]
রেফারি: জাশা স্টেগেমান (জার্মানি)
এআইকে ৩–২ (অ.স.প.) মারিবর
  • Karlsson  ৪'
  • Larsson  ৬১'
  • Elyounoussi  ৯৩'
প্রতিবেদন
  • Kotnik  ৪৮'
  • Crețu  ১১৭'
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১৯,১৭৯[11]
রেফারি: আদ্রিয়েঁ জাকোতেত (সুইজারল্যান্ড)

4–৪ on aggregate. Maribor won on away goals.

লীগ পথ
ভিক্তোরিয়া প্লজেন ০–০ অলিম্পিয়াকোস
প্রতিবেদন
দুসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১০,৬৩২[11]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)
অলিম্পিয়াকোস ৪–০ ভিক্তোরিয়া প্লজেন
  • Guilherme  ৫১', ৭৩'
  • Guerrero  ৭০'
  • Semedo  ৮২'
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩০,১২৩[11]
রেফারি: হুয়ান মার্তিনেজ মুনুয়েরা (স্পেন)

Olympiacos won 4–০ on aggregate.


পিএসভি আইন্দোভেন ৩–২ বাজেল
  • Bruma  ১৪'
  • Lammers  ৮৯'
  • Malen  ৯০+২'
প্রতিবেদন
  • Ajeti  ৪৫+১'
  • Alderete  ৭৯'
ফিলিপ্স স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩১,০০০[11]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)
বাজেল ২–১ পিএসভি আইন্দোভেন
  • Cömert  ৮'
  • Van Wolfswinkel  ৬৮'
প্রতিবেদন
  • Bruma  ২৩'
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: ২৯,২১৬[11]
রেফারি: ফাবিও ভেরিসিমো (পর্তুগাল)

4–৪ on aggregate. Basel won on away goals.

তৃতীয় বাছাইপর্ব

The third qualifying round was split into two separate sections: Champions Path (for league champions) and League Path (for league non-champions). The losers from the Champions Path entered the 2019–20 UEFA Europa League play-off round, while the losers from the League Path entered the 2019–20 UEFA Europa League group stage.

The first legs were played on 6 and 7 August, and the second legs on 13 August 2019.

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
Champions Path
ক্লুজ 5–4 সেল্টিক 1–1 4–3
এপিওইএল 3–2 কারাবাখ 1–2 2–0
পিএওকে 4–5 আয়াক্স 2–2 2–3
দিনামো জাগরেব 5–1 ফেরেনৎসভারোশি 1–1 4–0
রেড স্টার বেলগ্রেড 2–2 (7–6 পেনাল্টি) কোপেনহেগেন 1–1 1–1 (অ.স.প.)
মারিবর 2–6 রুসনবর্গ 1–3 1–3
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
League Path
ইস্তানবুল বাশাকশেহির 0–3 অলিম্পিয়াকোস 0–1 0–2
ক্রাস্নোদার 3–3 (a) পোর্তো 0–1 3–2
ক্লাব ব্রুজ 4–3 দিনামো কিয়েভ 1–0 3–3
বাজেল 2–5 এলএএসকে 1–2 1–3

ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
ক্লুজ 1–1 সেল্টিক
  • Rondón  ২৮'
প্রতিবেদন
  • Forrest  ৩৭'
Stadionul Dr. Constantin Rădulescu, Cluj-Napoca
দর্শক সংখ্যা: 13,055[12]
রেফারি: Srđan Jovanović (সার্বিয়া)
সেল্টিক 3–4 ক্লুজ
  • Forrest  51'
  • Édouard  61'
  • Christie  76'
প্রতিবেদন
Celtic Park, Glasgow
দর্শক সংখ্যা: 50,964[12]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)

সিএফআর ক্লুজ|ক্লুজ won 5–4 on aggregate.


এপিওইএল 1–2 কারাবাখ
  • Merkis  90+5'
প্রতিবেদন
  • Emreli  54'
  • Gueye  69'
GSP Stadium, Nicosia
দর্শক সংখ্যা: 9,481[12]
রেফারি: Davide Massa (ইতালি)
কারাবাখ 0–2 এপিওইএল
প্রতিবেদন
Tofiq Bahramov Republican Stadium, Baku[নোট 3]
দর্শক সংখ্যা: 31,531[12]
রেফারি: Daniel Siebert (জার্মানি)

APOEL won 3–2 on aggregate.


পিএওকে 2–2 আয়াক্স
  • Akpom  32'
  • Matos  39'
প্রতিবেদন
Toumba Stadium, Thessaloniki
দর্শক সংখ্যা: 23,418[12]
রেফারি: Slavko Vinčić (স্লোভেনিয়া)
আয়াক্স 3–2 পিএওকে
প্রতিবেদন
  • Biseswar  23', 90+4'
Johan Cruyff Arena, Amsterdam
দর্শক সংখ্যা: 53,942[12]
রেফারি: Craig Pawson (ইংল্যান্ড)

Ajax won 5–4 on aggregate.


দিনামো জাগরেব 1–1 ফেরেনৎসভারোশি
  • Olmo  7'
প্রতিবেদন
  • Sigér  59'
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: 14,283[12]
রেফারি: Paweł Raczkowski (পোল্যান্ড)
ফেরেনৎসভারোশি 0–4 দিনামো জাগরেব
প্রতিবেদন
  • Ademi  16'
  • Petković  47'
  • Olmo  55'
  • Gojak  79'
Groupama Arena, Budapest
দর্শক সংখ্যা: 20,321[12]
রেফারি: Ruddy Buquet (ফ্রান্স)

Dinamo Zagreb won 5–1 on aggregate.


রেড স্টার বেলগ্রেড 1–1 কোপেনহেগেন
  • Pavkov  44'
প্রতিবেদন
Red Star Stadium, Belgrade
দর্শক সংখ্যা: 40,812[12]
রেফারি: Tiago Martins (পর্তুগাল)
কোপেনহেগেন 1–1 (অ.স.প.) রেড স্টার বেলগ্রেড
  • N'Doye  45'
প্রতিবেদন
  • Boakye  17'
পেনাল্টি
  • Wind
  • Fischer
  • Sotiriou
  • Bengtsson
  • Zeca
  • N'Doye
  • Bartolec
  • Nelsson
  • Papagiannopoulos
  • Grytebust
  • Wind
6–7
  • Marin
  • Ivanić
  • Jevtović
  • Jander
  • Pankov
  • Jovančić
  • Simić
  • Degenek
  • Gobeljić
  • Borjan
  • Pankov
Parken Stadium, Copenhagen
দর্শক সংখ্যা: 29,872[12]
রেফারি: Gediminas Mažeika (লিথুয়ানিয়া)

2–2 on aggregate. রেড স্টার বেলগ্রেড won 7–6 on penalties.


মারিবর 1–3 রুসনবর্গ
  • Tavares  70'
প্রতিবেদন
  • Søderlund  50', 64'
  • Jensen  71'
Ljudski vrt, Maribor
দর্শক সংখ্যা: 10,316[12]
রেফারি: François Letexier (ফ্রান্স)
রুসনবর্গ 3–1 মারিবর
  • Søderlund  53'
  • Konradsen  61', 81'
প্রতিবেদন
  • Požeg Vancaš  45+2'
Lerkendal Stadion, Trondheim
দর্শক সংখ্যা: 18,564[12]
রেফারি: Serdar Gözübüyük (নেদারল্যান্ডস)

Rosenborg won 6–2 on aggregate.

লীগ পথ
ইস্তানবুল বাশাকশেহির 0–1 অলিম্পিয়াকোস
প্রতিবেদন
  • Gio. Masouras  53'
Başakşehir Fatih Terim Stadium, Istanbul
দর্শক সংখ্যা: 4,301[12]
রেফারি: Orel Grinfeld (ইসরায়েল)
অলিম্পিয়াকোস 2–0 ইস্তানবুল বাশাকশেহির
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: 28,521[12]
রেফারি: Bobby Madden (স্কটল্যান্ড)

Olympiacos won 3–0 on aggregate.


ক্রাস্নোদার 0–1 পোর্তো
প্রতিবেদন
  • Sérgio Oliveira  89'
Krasnodar Stadium, Krasnodar
দর্শক সংখ্যা: 34,874[12]
রেফারি: Tobias Stieler (জার্মানি)
পোর্তো 2–3 ক্রাস্নোদার
  • Zé Luís  57'
  • Luis Díaz  76'
প্রতিবেদন
  • Vilhena  3'
  • Suleymanov  13', 34'
Estádio do Dragão, Porto
দর্শক সংখ্যা: 48,520[12]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)

3–3 on aggregate. Krasnodar won on away goals.


ক্লাব ব্রুজ 1–0 দিনামো কিয়েভ
প্রতিবেদন
Jan Breydel Stadium, Bruges
দর্শক সংখ্যা: 27,018[12]
রেফারি: Xavier Estrada Fernández (স্পেন)
দিনামো কিয়েভ 3–3 ক্লাব ব্রুজ
  • Buyalskyi  6'
  • Shepelyev  50'
  • Mechele  90+3' (আ.গো.)
প্রতিবেদন
  • Deli  38'
  • Vormer  88'
  • Openda  90+5'
NSC Olimpiyskiy, Kiev
দর্শক সংখ্যা: 42,152[12]
রেফারি: Ivan Bebek (ক্রোয়েশিয়া)

Club Brugge won 4–3 on aggregate.


বাজেল 1–2 এলএএসকে
  • Zuffi  87'
প্রতিবেদন
  • Trauner  51'
  • Klauss  82'
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: 20,470[12]
রেফারি: Andreas Ekberg (সুইডেন)
এলএএসকে 3–1 বাজেল
  • Ranftl  59'
  • Goiginger  89'
  • Raguž  90+4'
প্রতিবেদন
  • Ademi  80'
Linzer Stadion, Linz
দর্শক সংখ্যা: 12,966[12]
রেফারি: Aliyar Aghayev (আজারবাইজান)

এলএএসকে won 5–2 on aggregate.

প্লে-অফ পর্ব

The play-off round was split into two separate sections: Champions Path (for league champions) and League Path (for league non-champions). The losers from both Champions Path and League Path entered the 2019–20 UEFA Europa League group stage. From this stage, the video assistant referee will be used.

The first legs were played on 20 and 21 August, and the second legs on 27 and 28 August 2019.

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
Champions Path
দিনামো জাগরেব 3–1 রুসনবর্গ 2–0 1–1
ক্লুজ 0–2 ভিক্তোরিয়া প্লজেন 0–1 0–1
ইয়াং বয়েস 3–3 (a) রেড স্টার বেলগ্রেড 2–2 1–1
এপিওইএল 0–2 আয়াক্স 0–0 0–2
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
League Path
এলএএসকে 1–3 ক্লাব ব্রুজ 0–1 1–2
অলিম্পিয়াকোস 6–1 ক্রাস্নোদার 4–0 2–1

ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
দিনামো জাগরেব 2–0 রুসনবর্গ
প্রতিবেদন
Stadion Maksimir, Zagreb
দর্শক সংখ্যা: 23,859[13]
রেফারি: Daniele Orsato (Italy)
রুসনবর্গ 1–1 দিনামো জাগরেব
  • David  11'
প্রতিবেদন
  • Gojak  71'
Lerkendal Stadion, Trondheim
দর্শক সংখ্যা: 18,173[14]
রেফারি: Ovidiu Hațegan (Romania)

Dinamo Zagreb won 3–1 on aggregate.


ক্লুজ 0–1 ভিক্তোরিয়া প্লজেন
প্রতিবেদন
  • Masopust  28'
Stadionul Dr. Constantin Rădulescu, Cluj-Napoca
দর্শক সংখ্যা: 15,196[15]
রেফারি: Cüneyt Çakır (Turkey)
ভিক্তোরিয়া প্লজেন 1–0 ক্লুজ
  • Bořil  66'
প্রতিবেদন
Sinobo Stadium, Prague
দর্শক সংখ্যা: 18,562[16]
রেফারি: Gianluca Rocchi (Italy)

Slavia Prague won 2–0 on aggregate.


ইয়াং বয়েস 2–2 রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
  • Degenek  18'
  • García  46'
Stade de Suisse, Bern
দর্শক সংখ্যা: 26,375[17]
রেফারি: Danny Makkelie (Netherlands)
রেড স্টার বেলগ্রেড 1–1 ইয়াং বয়েস
  • Vukanović  59'
প্রতিবেদন
Red Star Stadium, Belgrade
দর্শক সংখ্যা: 47,487[18]
রেফারি: Anthony Taylor (England)

3–3 on aggregate. রেড স্টার বেলগ্রেড won on away goals.


এপিওইএল 0–0 আয়াক্স
প্রতিবেদন
GSP Stadium, Nicosia
দর্শক সংখ্যা: 14,549[19]
রেফারি: Antonio Mateu Lahoz (Spain)
আয়াক্স 2–0 এপিওইএল
  • Álvarez  43'
  • Tadić  80'
প্রতিবেদন
Johan Cruyff Arena, Amsterdam
দর্শক সংখ্যা: 51,645[20]
রেফারি: Felix Zwayer (Germany)

Ajax won 2–0 on aggregate.

লীগ পথ
এলএএসকে 0–1 ক্লাব ব্রুজ
প্রতিবেদন
Linzer Stadion, Linz
দর্শক সংখ্যা: 12,637[21]
রেফারি: Szymon Marciniak (Poland)
ক্লাব ব্রুজ 2–1 এলএএসকে
  • Vanaken  70'
  • Dennis  89'
প্রতিবেদন
Jan Breydel Stadium, Bruges
দর্শক সংখ্যা: 25,319[22]
রেফারি: Felix Brych (Germany)

Club Brugge won 3–1 on aggregate.


অলিম্পিয়াকোস 4–0 ক্রাস্নোদার
  • Guerrero  30'
  • Ranđelović  78', 85'
  • Podence  89'
প্রতিবেদন
Karaiskakis Stadium, Piraeus
দর্শক সংখ্যা: 29,132[23]
রেফারি: Carlos del Cerro Grande (Spain)
ক্রাস্নোদার 1–2 অলিম্পিয়াকোস
  • Utkin  10'
প্রতিবেদন
  • El-Arabi  11', 48'
Krasnodar Stadium, Krasnodar
দর্শক সংখ্যা: 34,627[24]
রেফারি: Damir Skomina (Slovenia)

Olympiacos won 6–1 on aggregate.

নোট

  1. প্রথম বাছাইপর্বে নোম্মে কাইয়ু তাল্লিনে অবস্থিত তাদের নিয়মিত স্টেডিয়াম হিউ স্টেডিয়ামে হোম ম্যাচটি খেলার পরিবর্তে তাল্লিনের কাদ্রিওর্গ স্টেডিয়ামে খেলেছে; কারণ উক্ত স্টেডিয়ামটি উয়েফা প্রদত্ত সকল শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। এবং দ্বিতীয় বাছাইপর্বে হোম ম্যাচটি তাল্লিনের এ. এল লে কক এরিনায় খেলেছিল।
  2. স্কেন্দিয়া তাদের হোম ম্যাচটি টেটোভোর একোলগ এরিনার পরিবর্তে স্কোপিয়ের টোসে প্রোয়েস্কি এরিনায় খেলেছে; কারণ একোলগ এরিনার সংস্কার চলছে।
  3. কারাবাখ বাকুর আজারসুন স্টেডিয়ামের পরিবর্তে তাদের প্রথম এবং দ্বিতীয় বাছাইপর্বের হোম ম্যাচ বাকুর ডালখা এরিনায় খেলেছে এবং তৃতীয় বাছাইপর্বের হোম ম্যাচটি বাকুর তোফিক বাহরামভ রিপাবলিকান স্টেডিয়ামে খেলেছে।
  4. এফ৯১ দুদলঁজ দুদলঁজে অবস্থিত তাদের নিয়মিত স্টেডিয়াম স্তাদ জোস নসবাউমের পরিবর্তে লুক্সেমবুর্গের স্তাদ জসি বার্থেলে তাদের হোম ম্যাচটি খেলেছে।
  5. ফেরোনিকেয়ি তাদের হোম ম্যাচটি তাদের নিয়মিত স্টেডিয়াম ড্রেনাসের রেজাপ রেজাপি স্টেডিয়ামের পরিবর্তে প্রিস্টিনার ফাদিল ভোকরি স্টেডিয়ামে খেলেছে।
  6. ম্যাকাবি তেল আবিব তাদের নিয়মিত স্টেডিয়াম তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামের পরিবর্তে নেটানিয়ার নেটানিয়া স্টেডিয়ামে খেলেছে; কারণ একোলগ এরিনার সংস্কার চলছে।

তথ্যসূত্র

  1. "Istanbul to host 2020 UEFA Champions League Final"UEFA.com। Union of European Football Associations। ২৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮
  2. "VAR to be introduced in 2019/20 UEFA Champions League"UEFA.com। Union of European Football Associations। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮
  3. Das, Andrew; Smith, Rory (১ জুন ২০১৯)। "Scoring Early and Late, Liverpool Beats Tottenham to Win Sixth Champions League Title"The New York Times। ১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯
  4. "Regulations of the UEFA Champions League 2019/20" (PDF)। UEFA.com।
  5. "Country coefficients 2017/18"UEFA.com। Union of European Football Associations। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮
  6. "Champions League and Europa League changes next season"UEFA.com। Union of European Football Associations। ২৭ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  7. "2019/20 Champions League match and draw calendar"। UEFA.com। ১৪ জানুয়ারি ২০১৯।
  8. "Club coefficients 2018/19"UEFA.com। Union of European Football Associations। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮
  9. "Summary UEFA Champions League – Preliminary Round"। Soccerway। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  10. "Summary UEFA Champions League – Round 1"। Soccerway। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  11. "Summary UEFA Champions League – Round 2"। Soccerway। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  12. "Summary UEFA Champions League – Round 3"। Soccerway। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯
  13. "Full Time Summary Play-Offs 1st Leg – Dinamo Zagreb v Rosenborg" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯
  14. "Full Time Summary Play-Offs 2nd Leg – Rosenborg v Dinamo Zagreb" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯
  15. "Full Time Summary Play-Offs 1st Leg – সিএফআর ক্লুজ" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  16. "Full Time Summary Play-Offs 2nd Leg – Slavia Prague v সিএফআর ক্লুজ" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯ অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  17. "Full Time Summary Play-Offs 1st Leg – Young Boys v রেড স্টার বেলগ্রেড" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯
  18. "Full Time Summary Play-Offs 2nd Leg – রেড স্টার বেলগ্রেড v Young Boys" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯
  19. "Full Time Summary Play-Offs 1st Leg – APOEL v Ajax" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯
  20. "Full Time Summary Play-Offs 2nd Leg – Ajax v APOEL" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯
  21. "Full Time Summary Play-Offs 1st Leg – এলএএসকে v Club Brugge" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯
  22. "Full Time Summary Play-Offs 2nd Leg – Club Brugge v এলএএসকে" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯
  23. "Full Time Summary Play-Offs 1st Leg – Olympiacos v Krasnodar" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯
  24. "Full Time Summary Play-Offs 2nd Leg – Krasnodar v Olympiacos" (PDF)UEFA.com। Union of European Football Associations। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:২০১৯–২০-এ ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.