আজারবাইজান মান সময়

আজারবাইজান মান সময় (AZT), আজারবাইজানে ব্যবহৃত সময়। এই মান সময় ইউটিসি থেকে ৮ ঘণ্টা এগিয়ে (ইউটিসি+০৪:০০). গ্রীষ্মকালীন সময় এখন ব্যবহৃত হয় না, কিন্তু ২০১৬ সাল পর্যন্ত এখানে সময় এক ঘণ্টা এগিয়ে ইউটিসি+০৫:০০ গ্রীষ্মকালীন সময় চালু ছিল।.[1]

তথ্যসূত্র

  1. Nautical Almanac Office (U S ) (১৭ মে ২০১৩)। The Nautical Almanac for the Year 2014। Government Printing Office। পৃষ্ঠা 262। আইএসবিএন 978-0-16-091756-1।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.