ফুটবল এসোসিয়েশন অফ স্লোভেনিয়া
ফুটবল এসোসিয়েশন অফ স্লোভেনিয়া (স্লোভেনীয়: Nogometna zveza Slovenije বা এনজেডএস) স্লোভেনিয়ার ফুটবল পরিচালনা কমিটি। এটি প্রথম বিভাগ (১. এসএনএল), দ্বিতীয় বিভাগ (২. এসএনএল), তৃতীয় বিভাগ (পূর্ব ও পশ্চিম), স্লোভেনীয় কাপ, স্লোভেনীয় মহিলা লীগ, এবং অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এটি স্লোভেনিয়া জাতীয় ফুটবল দল এবং স্লোভেনিয়া মহিলা জাতীয় ফুটবল দলের সকল দায়িত্ব পালন করে। এটি ২৩শে এপ্রিল ১৯২০ সালে লিউবলিয়ানা ফুটবল সাবসোসিয়েশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ২৩ এপ্রিল ১৯২০ |
সদর দফতর | প্রেদোসলিয়ে |
ফিফা কর্তৃক অনুমোদন | ২ জুলাই ১৯৯২ |
উয়েফা অনুমোদন | ২৪ জুন ১৯৯২ |
সভাপতি | রাদোস্কো মিয়াতোভিচ[1] |
সভাপতি
- দানিয়েল লেপিন (১৯৪৮–১৯৫০)
- মার্তিন গ্রায়ফ (১৯৫০–১৯৫২)
- ফ্রানৎ সিতার (১৯৫২–১৯৫৪)
- হোসে গ্রবেৎ (১৯৫৪–১৯৫৮)
- স্তান লাভরিচ (১৯৫৮–১৯৬২)
- স্তান ভ্রয়োভনিক (১৯৬২–১৯৬৮)
- রোমান ভবিচ (১৯৬৮–১৯৭০)
- হোসে স্নয় (১৯৭০–১৯৭৩, ১৯৭৬–১৯৭৮)
- তোন ফ্লোরিয়ানচিচ (১৯৭৩–১৯৭৬)
- মিরো সামান্দজিজিয়া (১৯৭৮–১৯৮১)
- বরিস গোদিনা (১৯৮১)
- ব্রাঙ্কো ইলসনার (১৯৮২–১৯৮৫)
- মার্কো ইলেশিচ (১৯৮৫–১৯৮৯)
- রুদি জাভরল (১৯৮৯–২০০৯)
- ইভান সিমিচ (২০০৯–২০১১)
- আলেকসান্দার চেফেরিন (২০১১–২০১৬)
- রাদেঙ্কো মিয়াতোভিচ (২০১৬–বর্তমান)
তথ্যসূত্র
- "Predsednik NZS" [Football Association president] (স্লোভেনীয় ভাষায়)। Football Association of Slovenia official website। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্লোভেনীয়)
- ফিফায় স্লোভেনিয়া
- উয়েফায় স্লোভেনিয়া
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.