ভ্যালেন্সিয়া সিএফ
ভ্যালেন্সিয়া ক্লাব দি ফুটবল (স্পেনীয়: [baˈlenθja kluβ ðe ˈfuðβol], কাতালান: vaˈlensia ˈklub de fubˈbɔɫ;[1] ভ্যালেন্সিয়া সিএফ, ভ্যালেন্সিয়া বা ‘‘লস চে’’ নামেও পরিচিত) একটি স্পেনীয় পেশাদার ফুটবল দল, যা লা লিগায় খেলে থাকে।
![]() | ||||
পূর্ণ নাম | ভ্যালেন্সিয়া ক্লাব দি ফুটবল | |||
---|---|---|---|---|
ডাকনাম | লস চে চোটোস | |||
প্রতিষ্ঠিত | মার্চ ১৮, ১৯১৯ | |||
মাঠ | মেস্তালা, ভ্যালেন্সিয়া, স্পেন | |||
ধারণক্ষমতা | ৫৫,০০০ | |||
প্রেসিডেন্ট | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লীগ | লা লিগা | |||
২০১১–১২ | লা লিগা, ৩য় | |||
|
ভ্যালেন্সিয়া স্পেনীয় এবং ইউরোপীয় পর্যায়ে সবচেয়ে সফল ও বড় দলগুলোর মধ্যে একটি। তারা ছয়টি লা লিগা, সাতটি কোপা দেল রে, দুইটি ফেয়ারস কাপ, একটি উয়েফা কাপ, একটি উয়েফা কাপ উইনার্স কাপ এবং দুইটি উয়েফা সুপার কাপ শিরোপা জিতেছে। তারা ২০০০ ও ২০০১ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পৌছালেও প্রথমবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং দ্বিতীয়বার বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেনাল্টিতে পরাজিত হয়। এছাড়া ভ্যালেন্সিয়া জি-১৪ গ্রুপেরও অন্তর্ভুক্ত ছিল, যা ছিল ইউরোপের ১৮টি বড় দলের একটি সংগঠন।
তথ্যসূত্র
- "Valencia CF history in Valencian (named València CF in article"। ২৭ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ভ্যালেন্সিয়া সিএফ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Official website (কাতালান) (ইংরেজি) (ফরাসি) (জাপানি) (স্পেনীয়)
- Futbolme team profile (স্পেনীয়)
- BDFutbol team profile
- Valencia at La Liga (ইংরেজি) (স্পেনীয়)
- Training Centre Foundation Valencia CF (ইংরেজি) (স্পেনীয়) (ফরাসি) (ইতালীয়)
- ইউটিউবে Valencia CF চ্যানেল
- Valencia CF at UEFA
- The New Stadium