এএফসি আয়াক্স

আমস্টারডাম্‌শ ফুটবল ক্লাব আয়াক্স (ওলন্দাজ: [ˈaːjɑks]), এএফসি আয়াক্স, আয়াক্স আমস্টারডাম, বা শুধু আয়াক্স নামেও পরিচিত, হল নেদারল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব। পৌরাণিক গ্রিক বীর আয়াক্সের নামানুসারে এই ক্লাবের নামকরণ করা হয়। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে এটি নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের একটি যারা ডাচ ফুটবল লীগে সাফল্য পেয়ে আসছে। ক্লাবটি ৩৩টি এরেদিভাইস শিরোপা ও ১৮টি কেএনভিবি কাপ জয় করেছে।

আয়াক্স
পূর্ণ নামআমস্টারডাম্‌শ ফুটবল ক্লাব আয়াক্স
ডাকনামদে গডেনযোনেন (ঈশ্বরের পুত্র)
প্রতিষ্ঠিতমার্চ ১৮, ১৯০০
মাঠআমস্টারডাম অ্যারেনা
ধারণক্ষমতা৫৩,৫০২
চেয়ারম্যানহেনিয়ে হেনরিকস
ম্যানেজারপিটার বস
লীগএরেদিভাইস
২০১৭-১৮এরেদিভাইস, দ্বিতীয়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ইতিহাস

আয়াক্স ক্লাবটি ১৯০০ সালের ১৮ মার্চ আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়। ১৯১১ সালে ক্লাবটি ওলন্দাজ ফুটবলের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ হয় এবং ১৯১৭ সালে নেদারল্যান্ডের জাতীয় কাপ কেএনভিবি বেকার জয় করে প্রথম বড় সফলতা লাভ করে। পরের মৌসুমে, আয়াক্স প্রথমবারের মত জাতীয় চ্যাম্পিয়ন হয়। ১৯১৮-১৯ মৌসুমে পুনরায় এই শিরোপা লাভ করে এবং নেদারল্যান্ডের ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের একমাত্র দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[1]

র‍্যাঙ্কিং

র‍্যাঙ্ক দেশ দল পয়েন্ট
২৪  ইতালি এসিএফ ফিওরেন্তিনা ৬৮.৬৬
২৫  ইউক্রেন ডায়নামো কিয়েভ ৬৭.৫২
২৬  নেদারল্যান্ডস আয়াক্স ৬৭.২১
২৭  স্পেন ভিয়ারিয়েল সি.এফ. ৬৪.৯৪
২৮  গ্রিস অলিম্পিয়াক্স ফুটবল ক্লাব ৬৪.৫৮

২৫ মে, ২০১৭ পর্যন্ত।[2]

তথ্যসূত্র

বহি:সংযোগ

অফিসিয়াল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.