এএফসি আয়াক্স
আমস্টারডাম্শ ফুটবল ক্লাব আয়াক্স (ওলন্দাজ: [ˈaːjɑks]), এএফসি আয়াক্স, আয়াক্স আমস্টারডাম, বা শুধু আয়াক্স নামেও পরিচিত, হল নেদারল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব। পৌরাণিক গ্রিক বীর আয়াক্সের নামানুসারে এই ক্লাবের নামকরণ করা হয়। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে এটি নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের একটি যারা ডাচ ফুটবল লীগে সাফল্য পেয়ে আসছে। ক্লাবটি ৩৩টি এরেদিভাইস শিরোপা ও ১৮টি কেএনভিবি কাপ জয় করেছে।
![]() | |||
পূর্ণ নাম | আমস্টারডাম্শ ফুটবল ক্লাব আয়াক্স | ||
---|---|---|---|
ডাকনাম | দে গডেনযোনেন (ঈশ্বরের পুত্র) | ||
প্রতিষ্ঠিত | মার্চ ১৮, ১৯০০ | ||
মাঠ | আমস্টারডাম অ্যারেনা | ||
ধারণক্ষমতা | ৫৩,৫০২ | ||
চেয়ারম্যান | হেনিয়ে হেনরিকস | ||
ম্যানেজার | পিটার বস | ||
লীগ | এরেদিভাইস | ||
২০১৭-১৮ | এরেদিভাইস, দ্বিতীয় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ইতিহাস
আয়াক্স ক্লাবটি ১৯০০ সালের ১৮ মার্চ আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়। ১৯১১ সালে ক্লাবটি ওলন্দাজ ফুটবলের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ হয় এবং ১৯১৭ সালে নেদারল্যান্ডের জাতীয় কাপ কেএনভিবি বেকার জয় করে প্রথম বড় সফলতা লাভ করে। পরের মৌসুমে, আয়াক্স প্রথমবারের মত জাতীয় চ্যাম্পিয়ন হয়। ১৯১৮-১৯ মৌসুমে পুনরায় এই শিরোপা লাভ করে এবং নেদারল্যান্ডের ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের একমাত্র দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[1]
তথ্যসূত্র
- "Unbeaten during a League Season"। RSSSF।
- "UEFA rankings for club competitions"। UEFA.com।