ফুটবল ফেডারেশন অফ কাজাখস্তান

ফুটবল ফেডারেশন অফ কাজাখস্তান (টেমপ্লেট:Lang-kz; রুশ: Федерация Футбола Казахстана, উচ্চারণ: Federatsiya Futbola Kazakhstana) হচ্ছে কাজাখস্তানের ফুটবল পরিচালনা কমিটি। এটি ফুটবল লীগ, কাজাখস্তান প্রিমিয়ার লীগ এবং কাজাখস্তান জাতীয় ফুটবল দলকে সংগঠিত করে। এটির সদর দপ্তর আলমাটিতে ভিত্তিক।

ফুটবল ফেডারেশন অফ কাজাখস্তান
উয়েফা
প্রতিষ্ঠাকাল১৯১৪[1]/১৯৯২
ফিফা কর্তৃক অনুমোদন১৯৯৪
উয়েফা অনুমোদন২০০২
সভাপতিএরলান কজাগাপানভ

পূর্ব নাম

  • ফুটবল এসোসিয়েশন অফ দ্য রিপাবলিক অফ কাজাখস্তান (১৯৯২–২০০০)
  • ফুটবল ইউনিয়ন অফ কাজাখস্তান (২০০০–২০০৭)
  • ফুটবল ফেডারেশন অফ কাজাখস্তান (২০০৭–বর্তমান)

ইতিহাস

ফুটবল ফেডারেশন কাজাখস্তান ১৯৯২ সালে কাজাখ এসএসআরের সোভিয়েত রিপাবলিকান ফুটবল এসোসিয়েশন পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল (১৯৮৯ সালে তৈরি হয়েছিল)।[2] একই বছর (১৯৯২) কাজাখস্তানের ফুটবল এসোসিয়েশন ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) (বা ১৯৯৩ সালে[3]) সহযোগী সদস্য হয়ে ওঠে। এর ভিত্তিটি আন্তর্জাতিক মান অনুযায়ী কাজাখ ফুটবলে আয়োজনের সূচনা করে। এফএফকে দেশের বৃহত্তম ক্রীড়া ফেডারেশন হিসাবে বিকশিত হয়েছে, কাজাখস্তানের ফুটবলকে "ক্রীড়া রাজা" হিসাবে বিবেচনা করা হয়, ক্রীড়া ভক্তদের পছন্দগুলোতে প্রথম স্থান অধিকার করে।

আরও দেখুন

  • কাজাখস্তানে ফুটবল

তথ্যসূত্র

  1. "ОСНОВНЫЕ ВЕХИ ИСТОРИИ КАЗАХСТАНСКОГО ФУТБОЛА, 1991-1995"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯
  2. "ОСНОВНЫЕ ВЕХИ ИСТОРИИ КАЗАХСТАНСКОГО ФУТБОЛА, 1971-1989"। ৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯
  3. "AFC membership reaches 44"New Straits Times (Google News Archive)। ৩০ এপ্রিল ১৯৯৩।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.