এফসি স্যান্টা কুলোমা

এফসি স্যান্টা কুলোমা হচ্ছে একটি অ্যান্ডোরীয় ফুটবল ক্লাব, যেটির সদর দপ্তর অ্যান্ডোরা লা ভেলার পার্শ্বে স্যান্টা কুলোমা গ্রামে অবস্থিত। এই ক্লাবটি বর্তমানে প্রিমেরা দিভিসিও লীগে খেলছে এবং উক্ত লীগের বর্তমান চ্যাম্পিয়ন। ক্লাবটি সর্বমোট ১৩টি লীগ শিরোপা জয়লাভ করার মাধ্যমে লীগের সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে। এই ক্লাবটি ১০ বার শিরোপা জয়লাভ করার মাধ্যমে কোপা কন্সটিটুসুোর সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে।

এফসি স্যান্টা কুলোমা
পূর্ণ নামফুটবল ক্লাব স্যান্টা কুলোমা
ডাকনামএফসিএসসি
কুলোমেঙ্কস
কুলোমা (ঘুঘু)
এল ডন (প্রভু অথবা স্যার)
প্রতিষ্ঠিত১৯৮৬ (1986)
মাঠঅ্যান্ডোরা ফুটবল ফেডারেশন স্টেডিয়াম
চেয়ারম্যানআলাইন মোলনে কিরিক
ম্যানেজারমার্ক রদ্রিগেজ
লীগপ্রিমেরা দিভিসিও
২০১৮–১৯প্রিমেরা দিভিসিও, ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ইতিহাস

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি স্যান্টা কুলোমা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রিমেরা দিভিসিও-এর প্রতিষ্ঠাতা সদস্য।[1] ২০০১ সাল থেকে ক্লাবটি প্রিমিয়ার অ্যান্ডোরীয় লীগ (১৩)[1] এবং অ্যান্ডোরীয় কাপের (১০) সকল রেকর্ড ধারণ করে সকল অ্যান্ডোরীয় প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য উপভোগ করেছে।[2]

সম্মাননা ও অর্জনসমূহ

  • প্রিমেরা দিভিসিও:
    • বিজয়ী (১৩): ১৯৯৪–৯৫, ২০০০–০১, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৭–০৮, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮, ২০১৮–১৯
    • রানার-আপ (৭): ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ১৯৯৯–০০, ২০০৬–০৭, ২০০৮–০৯, ২০১১–১২, ২০১২–১৩
  • কোপা কন্সটিটুসিউ:
    • বিজয়ী (১০): ১৯৯১, ২০০১, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৮
    • রানার-আপ (৬): ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০১৫, ২০১৭, ২০১৯
  • সুপারকাপ অ্যান্ডোরানা:
    • বিজয়ী (৬): ২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৮, ২০১৫, ২০১৭
    • রানার-আপ (৯): ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮

লীগ ইতিহাস

মৌসুম বিভাগ অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
২০১১–১২ প্রিমেরা দিভিসিও ২০১১ ৫৬১৭৩৮
২০১২–১৩ প্রিমেরা দিভিসিও ২০১০ ৩০১৫৩৯
২০১৩–১৪ প্রিমেরা দিভিসিও ২০১৩ ৫০১২৪২
২০১৪–১৫ প্রিমেরা দিভিসিও ২০১৩ ৬৪১৪৪২
২০১৫–১৬ প্রিমেরা দিভিসিও ২০১৪ ৪৪৪৭
২০১৬–১৭ প্রিমেরা দিভিসিও ২৭১৮ ৫৭২১৬০
২০১৭–১৮ প্রিমেরা দিভিসিও ২৭১৮ ৬২২০৫৮
২০১৮–১৯ প্রিমেরা দিভিসিও ২৭১৫ ৪১১৮৫৪

ম্যানেজার

এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন।

তথ্যসূত্র

  1. "Competicions : Lliga Nacional de Futbol (1ª divisió)"Faf.ad। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮
  2. "Competicions : Copa Constitució (futbol)"Faf.ad। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.