এলিন্তন আন্তোনিও কোস্তা মোরাইস

এলিন্তন আন্তোনিও কোস্তা মোরাইস (জন্ম: ৩০শে মার্চ ১৯৯০; লিলিউ নামেও পরিচিত) হলেন একজন ব্রাজিলীয় ফুটবলার, যিনি সুয়েডীয় সুপেরেত্তান ক্লাব ব্রোম্মাপইকায়নার হয়ে খেলেন।[1]

লিলিউ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এলিন্তন আন্তোনিও কোস্তা মোরাইস
জন্ম (1990-03-30) ৩০ মার্চ ১৯৯০
জন্ম স্থান বাউরু, ব্রাজিল
উচ্চতা ১.৮১ মি (৫ ফু ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ব্রোম্মাপইকায়না
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১২ কেভিসি ওয়েস্টারলো ৩৫ (৯)
২০১২ আল নাসের
২০১৩ সিআরবি (১)
২০১৩ ইসি রিও ভের্দে (০)
২০১৩ এথনিকোস আখনা ১৫ (৫)
২০১৪ হাপোয়েল রা'আনানা (০)
২০১৪–২০১৫ বিরকিরকারা ৩৬ (১৭)
২০১৬ নিয়া সালামিস ১৪ (০)
২০১৬ জিরা ইউনাইটেড (২)
২০১৭–২০১৯ নোম্মে কাইয়ু ৬৮ (৫৬)
২০১৯– ব্রোম্মাপইকায়না (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৭ নভেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ক্লাব ক্যারিয়ার

নোম্মে কাইয়ু

২০১৭ সালের ৩রা জুলাই তারিখে, লিলিউ এস্তোনীয় ক্লাব নোম্মে কাইয়ুর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।[2] তিনি কাইয়ুর হয়ে ২০১৮ মেইস্ত্রিলিগায় ৩১টি গোল করে ক্লাবটির লীগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।[3]

ব্রোম্মাপইকায়না

২০১৯ সালের ৭ই আগস্ট তারিখে, লিলিউ সুয়েডীয় ক্লাব ব্রোম্মাপইকায়নার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।[4]

তথ্যসূত্র

  1. "Liliu"Soccerway
  2. "Ametlik: Kalju sai omale lõpuks ründejõudu juurde"। soccernet.ee। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯
  3. "Ametlik! Kalju väravakütt siirdus Rootsi esiliigasse"। soccernet.ee। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯
  4. "BP värvar Liliu"ifbp.se। IF Brommapojkarna।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.