আতলেতিকো মাদ্রিদ
ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ, সাধারণভাবে যা আতলেতিকো দে মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ, একটি মাদ্রিদ ভিত্তিক স্পেনীয় ফুটবল দল, যা লা লিগায় খেলে।[3] আতলেতিকো মাদ্রিদ ১০বার লা লিগা এবং ৯বার কোপা দেল রে শিরোপা জিতেছে। ইউরোপীয় পর্যায়ে, ১৯৬২ সালে তারা উয়েফা কাপ উইনার্স কাপ, ১৯৭৫ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ, ২০১০ ও ২০১২ সালে ইউরোপা লীগ[4] এবং ২০১০ ও ২০১২ সালে উয়েফা সুপার কাপ শিরোপা জেতে। এছাড়া ১৯৭৪ সালে তারা ইউরোপীয় কাপে (বর্তমান চ্যাম্পিয়ন্স লীগ) রানার-আপ হয়।[5] তারা সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লীগে রানারস-আপ হয়।
![]() | |||
পূর্ণ নাম | ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ | ||
---|---|---|---|
ডাকনাম |
| ||
প্রতিষ্ঠিত | ২৬ এপ্রিল ১৯০৩ অ্যাথলেটিক ক্লাব দি মাদ্রিদ নামে | ||
মাঠ | ওয়ান্দা মেট্রোপলিটিয়ানো, মাদ্রিদ | ||
ধারণক্ষমতা | ৬৭,৭০৩[1] | ||
মালিক | মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন (৫২%) এনরিক কেরেজো (২০%) ওয়াং জিয়ানলিন (ওয়ান্ডা গ্রুপ) (২০%)[2] | ||
প্রেসিডেন্ট | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লীগ | লা লিগা | ||
২০১৬–১৭ | লা লিগা, ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
খেলোয়াড়
বর্তমান দল
- ১২ আগস্ট ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[6]
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
সংরক্ষিত দল
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
অর্জনসমূহ
ঘরোয়াঃ
- লা লিগা
- বিজয়ী (১০): ১৯৩৯-৪০, ১৯৪০-৪১, ১৯৪৯-৫০, ১৯৫০-৫১,১৯৬৫-৬৬, ১৯৬৯-৭০, ১৯৭২-৭৩,১৯৭৬-৭৭,১৯৯৫-৯৬, ২০১৩-১৪
- রানার্স আপ (৮):১৯৪৩-৪৪,১৯৫৭-৫৮,১৯৬০-৬১, ১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫, ১৯৭৩-৭৪, ১৯৮৪-৮৫,১৯৯০-৯১
- কোপা দেল রে
- বিজয়ী (১০):১৯৫৯-৬০, ১৯৬০-৬১,১৯৬৪-৬৫, ১৯৭১-৭২,১৯৭৫-৭৬,১৯৮৪-৮৫,১৯৯০-৯১,১৯৯১-৯২, ১৯৯৫-৯৬, ২০১২-১৩
- রানার্স আপ (৯):১৯২১, ১৯২৬,১৯৫৬,১৯৬৩-৬৪, ১৯৭৪-৭৫, ১৯৮৬-৮৭, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০৯-১০
- সুপারকোপা ডি এসপানা
- বিজয়ী (২): ১৯৮৫, ২০১৪
- রানার্স আপ (৪): ১৯৯১, ১৯৯২, ১৯৯৬, ২০১৩
- কোপা ডি চ্যাম্পিওনেস ডি এসপানা
- বিজয়ী (১): ১৯৪০
- কোপা এভা দুয়ার্তে
- বিজয়ী (১): ১৯৫১
- রানার্স আপ (১): ১৯৫০
- কোপা প্রেসিদেন্তে এফইএফ
- বিজয়ী (১): ১৯৪৭
- সেঙ্গুয়া ডিভিশন
- বিজয়ী (১): ২০০১-০২
- রানার্স আপ (২):১৯৩২-৩৩, ১৯৩৩-৩৪
- কোপা ডি লা লিগা
- রানার্স আপ (২): ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫
ইউরোপিয়ঃ
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ
- রানার্স আপ (২): ১৯৭৩-৭৪, ২০১৩-১৪
- উয়েফা ইউরোপা লিগ
- বিজয়ী (২):২০০৯-১০, ২০১১-১২
- উয়েফা কাপ উইনারস কাপ
- বিজয়ী (১): ১৯৬১-৬২
- রানার্স আপ (২): ১৯৬২-৬৩, ১৯৮৫-৮৬
- উয়েফা সুপার কাপ
- বিজয়ী (২): ২০১০, ২০১২
- উয়েফা ইন্টা্যাটোটো কাপ
- বিজয়ী (১):২০০৭
- রানার্স আপ (১): ২০০৪
বিশ্বঃ
- ইন্টার কন্টিনেন্টাল কাপ
- বিজয়ী (১): ১৯৪৭
আঞ্চলিকঃ
- ক্যাম্পেওনাতো রিজিওনাল সেন্ট্রো
- বিজয়ী (৪): ১৯২০-২১, ১৯২৪-২৫, ১৯২৭-২৮, ১৯৩৯-৪০
- কোপা ফেডারেশন সেন্ট্রো
- বিজয়ী (১): ১৯৪১
তথ্যসূত্র
- http://stadiumdb.com/constructions/esp/estadio_la_peineta
- "Wanda Group is now the owner of 20% of the Club's shareholding"। clubatleticodemadrid.com। Atlético de Madrid। মার্চ ৩১, ২০১৫। সংগ্রহের তারিখ নভেম্বর ৭, ২০১৫।
- "Tienda Club Atlético de Madrid" (স্পেনীয় ভাষায়)। Atlético Madrid। ১৩ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১০।
- "New format provides fresh impetus on"। UEFA। ২৫ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১০।
- "1973/74: Müller ends Bayern wait"। UEFA। ১১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৩।
- "Primer Equipo" [First team] (Spanish ভাষায়)। Atlético Madrid। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- (স্পেনীয়) আতলেতিকো দি মাদ্রিদ অফিসিয়াল ওয়েবসাইট
- (রুশ) আতলেতিকো দি মাদ্রিদ রুশ ফ্যান সাইট
- (স্পেনীয়) লা লিগায় আতলেতিকো দি মাদ্রিদ
- (ইংরেজি) উয়েফা-তে আতলেতিকো দি মাদ্রিদ
- (ইংরেজি) বিডিফুটবল-এ আতলেতিকো দি মাদ্রিদ