উয়েফা সুপার কাপ

ইউরোপীয়ান সুপার কাপ (উয়েফা সুপার কাপ) একটি বার্ষিক ফুটবল খেলা যেটি উয়েফা কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী দলদুটির মধ্যে অনুষ্ঠিত হয়। ঘরোয়া লীগ শুরু হওয়ার সময় এই খেলা অনুষ্ঠিত হয়। সাধারণত আগস্ট মাসে এটি অনুষ্ঠিত হয়। ইউরোপে খেলাটিকে অবশ্য উয়েফা কাপ বা চ্যাম্পিয়নস লীগের সমান মর্যাদা দিয়ে কাপটিকে দেখা হয় না। গ্রীষ্মকালীন দলবদলের পর এটি অনুষ্ঠিত হয় বলে দলে নানা পরিবর্তন আসে।

উয়েফা সুপার কাপ
প্রতিষ্ঠিত১৯৭২
(১৯৭৩ সাল থেকে উয়েফা কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত)
অঞ্চলইউরোপ (উয়েফা)
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ (৩য় শিরোপা)
সর্বাধিক সফল দল এ.সি. মিলান
বার্সেলোনা
(৫টি শিরোপা)
ওয়েবসাইটOfficial Website
২০১৮ উয়েফা সুপার কাপ

সবচেয়ে সফল সুপার কাপ বিজয়ী দল হচ্ছে বার্সেলোনা আর এ.সি. মিলান, যারা পাঁচবার এই ট্রফি জিতেছে।

বিজয়ী

বিজয়ী

উয়েফা সুপার কাপে ক্লাবগুলোর সফলতা
ক্লান বিজয়ী রানার্স-আপ বিজয়ী বছর রানার্স-আপ বছর
বার্সেলোনা১৯৯২, ১৯৯৭, ২০০৯, ২০১১, ২০১৫১৯৭৯, ১৯৮২, ১৯৮৯, ২০০৬
মিলান১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩, ২০০৭১৯৭৩, ১৯৯৩
রিয়াল মাদ্রিদ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭১৯৯৮, ২০০০, ২০১৮
লিভারপুল১৯৭৭, ২০০১, ২০০৫১৯৭৮, ১৯৮৪
আতলেতিকো মাদ্রিদ২০১০, ২০১২, ২০১৮
আয়াক্স১৯৭৩, ১৯৯৫১৯৮৭
এন্ডারলেখট১৯৭৬, ১৯৭৮
ভ্যালেন্সিয়া১৯৮০, ২০০৪
জুভেন্টাস১৯৮৪, ১৯৯৬
সেভিয়া২০০৬২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬
পোর্তো১৯৮৭২০০৩, ২০০৪, ২০১১
ম্যানচেস্টার ইউনাইটেড১৯৯১১৯৯৯, ২০০৮, ২০১৭
বায়ার্ন মিউনিখ২০১৩১৯৭৫, ১৯৭৬, ২০০১
চেলসি১৯৯৮২০১২, ২০১৩
ডায়নামো কিয়েব১৯৭৫১৯৮৬
নটিংহাম ফরেস্ট১৯৭৯১৯৮০
এস্টন ভিলা১৯৮২
আবেরদীন১৯৮৩
স্তেয়াউয়া বুকুরেস্তি১৯৮৬
ম্যাচেলেন১৯৮৮
পারমা১৯৯৩
লাজিও১৯৯৯
গ্যালাতাসারে২০০০
জেনিত সেন্ট পিটার্সবার্গ২০০৮
হামবার্গ১৯৭৭, ১৯৮৩
ইন্ডহোভেন১৯৮৮
সাম্পডোরিয়া১৯৯০
সেড স্টার বেলগ্রেড১৯৯১
ওয়ের্ডার ব্রেমেন১৯৯২
আর্সেনাল১৯৯৪
রিয়াল জারাগোজা১৯৯৫
প্যারিস সেন্ট-জার্মেই১৯৯৬
বরুশিয়া ডর্টমুন্ড১৯৯৭
ফেইনোর্ড২০০২
সিএসকেএ মস্কো২০০৫
শাখতার দানেস্ক২০০৯
ইন্টার মিলান২০১০

বিভিন্ন দেশের সফলতা

দেশ বিজয়ী রানার্স-আপ মোট
 স্পেন ১৫ ১২ ২৭
 ইতালি ১৩
 ইংল্যান্ড ১৬
 বেলজিয়াম
 নেদারল্যান্ডস
 জার্মানি
 পর্তুগাল
 রাশিয়া
 সোভিয়েত ইউনিয়ন
রোমানিয়া
 স্কটল্যান্ড
 তুরস্ক
 ফ্রান্স
 ইউক্রেন
 যুগোস্লাভিয়া
সর্বমোট৪২৪২৮৪

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.