অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব
অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব (দ্য ভিলা বা দ্য ভিলানস নামেও পরিচিত) একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটির ভিত্তি বার্মিংহামের অ্যাস্টন এলাকায়। অ্যাস্টন ভিলা বর্তমানে প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় অংশ নেয়। ১৮৭৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় এবং ১৮৯৭ সাল থেকে তারা তাদের বর্তমান মাঠ ভিলা পার্কে খেলছে। তার ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত দ্য ফুটবল লীগ এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রিমিয়ার লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল।
![]() | |||
পূর্ণ নাম | অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য ভিলান্স, দ্য লায়ন্স | ||
প্রতিষ্ঠিত | ১৮৭৪[1] | ||
মাঠ | ভিলা পার্ক অ্যাস্টন বার্মিংহাম B6 6HE ইংল্যান্ড | ||
ধারণক্ষমতা | ৪২,৫৭৩[2] | ||
চেয়ারম্যান | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লীগ | প্রিমিয়ার লীগ | ||
২০০৬-০৭ | প্রিমিয়ার লীগ, ১১তম | ||
|
অ্যাস্টন ভিলা ইংল্যান্ডের অন্যতম পুরোনো এবং সফল দল,[3] তারা প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপ জিতেছে ৭ বার এবং এফ.এ. কাপ জিতেছে ৭ বার।[4] ইউরোপীয়ান কাপ জেতা চারটি ইংরেজ দলের একটি অ্যাস্টন ভিলা। ১৯৮২ সালে তার এই কাপ জিতেছে।[5] ইংরেজ দলগুলোর মধ্যে অ্যাস্টন ভিলা সফলতার দিক দিয়ে চতুর্থ। তারা ২১টি প্রধান সম্মাননা জিতেছে।[3] এস্টন ভিলার চির প্রতিদ্বন্দ্ব্ব্বী হচ্ছে প্রতিবেশী দল বার্মিংহাম সিটি।[6]
অর্জন
চ্যাম্পিয়ন (৭ বার): ১৮৯৩–৯৪, ১৮৯৫-৯৬, ১৮৯৬-৯৭, ১৮৯৮–৯৯, ১৮৯৯–১৯০০, ১৯০৯–১০, ১৯৮০–৮১
চ্যাম্পিয়ন (২ বার): ১৯৩৭–৩৮, ১৯৫৯–৬০
- থার্ড ডিভিশন
চ্যাম্পিয়ন (১ বার): ১৯৭১–৭২
তথ্যসূত্র
- "Aston Villa Football Club information"। BBC। ১৫ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৭।
- "Villa Park information"। Internet Football Ground Guide। ১৭ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৭।
- All-time English League Table
- "Aston Villa Club Honours"। AVFC.co.uk। ৪ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৭।
- "European Cup Win"। AVFC.co.uk। ১১ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৭।
- "Aston Villa V Birmingham City"। Football Derbies। ৭ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৭।