বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব

বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব (দ্য ট্রটার্স নামেও পরিচিত) একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। বল্টন ওয়ান্ডারার্স উত্তর পশ্চিম ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টন বোরো এলাকার দল। বর্তমানে তারা প্রিমিয়ার লীগে খেলে থাকে।

বোল্টন ওয়ান্ডারার্স
পূর্ণ নামবোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব
ডাকনামদ্য ট্রটার্স
প্রতিষ্ঠিত১৮৭৪ সালে
ক্রাইস্ট চার্চ এফসি নামে
মাঠরিবক স্টেডিয়াম
বোল্টন
ইংল্যান্ড
ধারণক্ষমতা২৮,৭২৩[1]
চেয়ারম্যান ফিল গার্টসাইড
ম্যানেজার স্যামি লি
লীগপ্রিমিয়ার লীগ
২০০৬-০৭প্রিমিয়ার লীগ, ৭ম

ফুটবল লীগের প্রতিষ্ঠাতা সদস্য বোল্টন ছিল ১৯২০ দশকের সফল ক্লাব। এসময় তারা তিনবার এফএ কাপ জিতেছে। ন্যাট লফটহাউজের দেয়া একমাত্র গোলে ১৯৫৮ সালে তারা চতুর্থ বারের মত কাপটি জেতে। ১৯৮৭ সালে ক্লাবটি সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। এসময় ক্লাবটি চতুর্থ বিভাগে নেমে গিয়েছিল। শীর্ষ বিভাগে ৩১ বছর অনুপস্থিতির পর ১৯৯৫ সালে তারা আবার প্রিমিয়ার লীগে ফেরৎ আসে। বর্তমানে তারা ২০০০ সাল থেকে অবিচ্ছিন্নভাবে প্রিমিয়ার লীগে খেলছে। ২০০৫–০৬ মৌসুমে তারা প্রথমবারের মত ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয়, তারা উয়েফা কাপের শীর্ষ ৩২ ক্লাবে স্থান পায়। প্রিমিয়ার লীগের ২০০৬-০৭ মৌসুমে ৭ম অবস্থানের কারনে ২০০৭-০৮ মৌসুমেও বোল্টন উয়েফা কাপে খেলার সুযোগ পাচ্ছে।

১৯৯৭ সালে বোল্টন ওয়ান্ডারার্স তাদের বর্তমান মাঠ রিবক স্টেডিয়ামে স্থানান্তরিত হয়। তাদের পূর্বের মাঠ ছিল বার্নডেন পার্ক। ক্লাবের চেয়ারম্যান হচ্ছেন ফিল গার্টসাইড এবং ম্যানেজার স্যামি লি।[2]

সম্মাননা

  • সেকেন্ড ডিভিশন:

চ্যাম্পিয়ন(৩ বার): ১৯০৮–০৯, ১৯৭৭–৭৮, ১৯৯৬–৯৭

  • থার্ড ডিভিশন

চ্যাম্পিয়ন(১ বার): ১৯৭২–৭৩

তথ্যসূত্র

  1. BWFC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মে ২০০৯ তারিখে - About:World Soccer Profile
  2. Sammy Lee Named New Bolton Boss ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুন ২০০৭ তারিখে - Sky Sports

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অন্যান্য সাইট

টেমপ্লেট:Original Football League clubs

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.