ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ফুটবল ক্লাব

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন /ˈbrɒmɪ/, যা ওয়েস্ট ব্রম, দ্য ব্যাগিস, দ্য থ্রস্টল, অ্যালবিয়ন অথবা WBA নামে পরিচিত পশ্চিম মধ্যপ্রদেশের ওয়েস্ট ব্রমউইচ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল দল যারা প্রিমিয়ার লীগে খেলে থাকে। এই ক্লাবটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত করা হয় এবং ১৯০০ খ্রিস্টাব্দ থেকে ক্লাবটি দ্য হথ্রনে খেলে আসছে।

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন
পূর্ণ নামওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ব্যাগিস, দ্য থ্রস্টল, অ্যালবিয়ন
সংক্ষিপ্ত নামWBA
প্রতিষ্ঠিত১৮৭৮ (1878)
(ওয়েস্ট ব্রমউইচ স্ট্রলারস হিসেবে)
মাঠদ্য হথ্রন,
ওয়েস্ট ব্রমউইচ
ধারণক্ষমতা২৬,৪৪৫[1]
চেয়ারম্যানজেরেমি পিস
প্রধান কোচঅ্যালান ইরভাইন
লীগপ্রিমিয়ার লীগ
২০১৩-১৪প্রিমিয়ার লীগ, ১৭তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

অ্যালবিয়ন ১৮৮৮ সালে দ্য ফুটবল লীগের একটি প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবটির ইতাহাসের বেশিরভাগ সময় তারা ১ম স্তরে খেলেছে। ক্লাবটি ১৯১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে তথাপিও ক্লাবটির সর্বোচ্চ সাফল্য ৫ বার এফএ কাপ জয়। এছাড়া তারা ১৯৬৬ সালে ফুটবল লীগ কাপ জেতে।

ক্লাবটির ঐতিহ্যবাহী জার্সি নীল সাদা স্ট্রাইপ বিশিষ্ট। ক্লাবটির পশ্চিম মধ্যপ্রদেশের অন্যান্য দল যেমন অ্যাস্টন ভিলা, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাথে দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বীতা রয়েছে এবং তাদের সাথে ওয়েস্ট ব্রমের খেলাগুলো ব্ল্যাক কাউন্টি ডার্বি নামে পরিচিত।

১৪ জুন ২০১৪ সালে, ক্লাবটি অ্যালান ইরভাইনকে ম্যানেজারের শুন্যপদে নিয়োগ দেয়।

তথ্যসূত্র

  1. "Premier League Handbook Season 2013/14" (PDF)Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.