সান্ডারল্যান্ড এসোসিয়েশন ফুটবল ক্লাব

সান্ডারল্যান্ড এসোসিয়েশন ফুটবল ক্লাব ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অঞ্চলের একটি ফুটবল ক্লাব। এদের নিজস্ব মাঠ স্টেডিয়াম অব লাইট। বর্তমানে তারা প্রিমিয়ার লীগে খেলে থাকে। ৯৯ বছর রকার পার্ক স্টেডিয়ামে খেলার পর ১৯৯৭ সালে তারা স্টেডিয়াম অব লাইটে খেলা শুরু করে। সান্ডারল্যান্ডের সমর্থকদের সম্প্রতি সবচেয়ে কোলাহলপূর্ণ প্রিমিয়ার লীগের সমর্থক বলে ঘোষণা করা হয়েছে।

সান্ডারল্যান্ড
পূর্ণ নামসান্ডারল্যান্ড এসোসিয়েশন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ব্লাক ক্যাটস
প্রতিষ্ঠিত১৮৭৯
মাঠস্টেডিয়াম অব লাইট
সান্ডারল্যান্ড
ধারণক্ষমতা৪৯,০০০
চেয়ারম্যান নিয়াল কুইন
ম্যানেজার রয় কিন
লীগপ্রিমিয়ার লীগ
২০০৬-০৭ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপ, প্রথম
(প্রোমোটেড)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সান্ডারল্যান্ড ছয়বার লীগ শিরোপা জিতেছিল - ১৮৯২, ১৮৯৩, ১৮৯৫, ১৯০২, ১৯১৩ ও সর্বশেষ ১৯৩৬ সালে। তারাই স্ট্রিপ জার্সি পরিহিত সর্বশেষ দল যারা লীগ জিতেছে। ১৮৯০ সালে তারা ফুটবল লীগে প্রবেশ করে এবং ১৮৮৮ সালে লীগ প্রতিষ্ঠিত হবার পর ইতিহাসের প্রথম দল হিসেবে এতে যোগ দেয়। ১৯৫৮ সাল পর্যন্ত তারা একটানা শীর্ষ বিভাগে খেলেছিল। কেবলমাত্র আর্সেনালেরই এর থেকে বেশি মৌসুম একটানা শীর্ষ বিভাগে খেলার রেকর্ড আছে। ১৯৩৭ সালে প্রেস্টন নর্থ এন্ড দলকে ৩-১ গোলে হারিয়ে তারা তাদের প্রথম এফএ কাপ জিতে।[1]

সান্ডারল্যান্ডের আবার প্রধান শিরোপা জিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবারও তারা এফএ কাপ জেতে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে।[1]

অর্জন

বিজয়ী(৬ বার):১৮৯১–৯২, ১৮৯২–৯৩, ১৮৯৪–৯৫, ১৯০১–০২, ১৯১২–১৩, ১৯৩৫-৩৬

বিজয়ী (৫ বার):১৯৭৫–৭৬, ১৯৯৫–৯৬, ১৯৯৮–৯৯, ২০০৪–০৫, ২০০৬-০৭

  • থার্ড ডিভিশন:

বিজয়ী(১ বার): ১৯৮৭-৮৮

বিজয়ী (২ বার): ১৯৩৭, ১৯৭৩

বিজয়ী (১ বার): ১৯৩৬

  • শেরিফ অব লন্ডন চ্যারিটি শিল্ড:

বিজয়ী (১ বার): ১৯০৩

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১২

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.