লিডস ইউনাইটেড এসোসিয়েশন ফুটবল ক্লাব

লিডস ইউনাইটেড এসোসিয়েশন ফুটবল ক্লাব একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। লিডস ইউনাইটেড ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডস এলাকার দল। ২০০৭-০৮ মৌসুমে তারা লীগ ওয়ানে খেলবে। ১৯১৯ সালে লিডস সিটি ফুটবল ক্লাব ভেঙ্গে লিডস ইউনাইটেড প্রতিষ্ঠিত হয়। তাদের নিজস্ব স্টেডিয়াম হচ্ছে এলান্ড রোড স্টেডিয়াম

লিডস ইউনাইটেড
পূর্ণ নামলিডস ইউনাইটেড এসোসিয়েশন ফুটবল ক্লাব
ডাকনামদ্য হোয়াইটস,
ইউনাইটেড,
দ্য পিককস (ময়ুর)
প্রতিষ্ঠিত১৯১৯
মাঠএলান্ড রোড
বিস্টন
লিডস
ইংল্যান্ড
ধারণক্ষমতা৪০,২৪২ [1]
চেয়ারম্যান কেন বেটস
ম্যানেজার ডেনিস ওয়াইজ
লীগলীগ ওয়ান
২০০৬-০৭দ্য চ্যাম্পিয়নশিপ, ২৪তম
(অবনমন)

ডন রেভির ব্যবস্থাপনায় ১৯৬০ ও ১৯৭০ দশকে লিডস কয়েকটি ঘরোয়া ও ইউরোপীয় ট্রফি জেতে। ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে রেভির প্রস্থানের পর ১৯৮১-৮২ মৌসুমে লিডস দ্বিতীয় বিভাগে নেমে যায়। এর পর হোওয়ার্ড উইলকিনসন এর অধীনে ১৯৮৯-৯০ মৌসুমে তারা প্রথম বিভাগে ফেরৎ আসে। ১৯৯১-৯২ মৌসুমে তারা লীগ জিতে নেয়।

ক্লাবের ডাক নাম হচ্ছে "লিডস", "ইউনাইটেড" অথবা "দ্য হোয়াইটস"। আরেকটি ডাক নাম যা কদাচিৎ ব্যবহৃত হয় হচ্ছে "দ্য পিককস"। এর নামকরণের কারণ হচ্ছে এলান্ড রোড স্টেডিয়ামের পূর্ব নাম ছিল ওল্ড পিকক গ্রাউন্ড, যার নামকরণ হয়েছিল সাবেক ওল্ড পিকক পাব থেকে।[2]

যদিও ক্লাবের নামে "এএফসি (AFC)" লেজুড় রয়েছে,[3] বর্তমান ক্লাব ব্যাজে "এলইউএফসি (LUFC)" প্রদর্শিত হচ্ছে। অবশ্য আগের ব্যাচে ক্লাবের পূর্ব লেজুড় ব্যবহৃত হত।[4]

তথ্যসূত্র

  1. "General Facts"। LeedsUnited.com (via web.archive.org)। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৬
  2. "Football League FC"। Football League FC। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪
  3. "History of the Club - the birth of Leeds United"। mightyleeds.co.uk। ২০১৬-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২৬
  4. "Leeds United Fan Club - Club Badges"Leeds United Fan Club। LeedsUnitedFanClub.com। 2000। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2006-09-11 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.