টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব

টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এরা প্রিমিয়ার লীগে খেলে থাকে। ক্লাবটি টটেনহাম বা স্পার্স নামেও পরিচিত। এছাড়া সমর্থকেরা একে লিলিহোয়াইটস নামেও ডাকে কারণ তাদের পোশাক সাদা। তাদের নিজস্ব মাঠ হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম যা লন্ডনের ওয়েম্বলি এলাকায় অবস্থিত।

টটেনহাম হটস্পার
পূর্ণ নামটটেনহাম হটস্পার ফুটবল ক্লাব
ডাকনামস্পার্স, লিলিহোয়াইটস
প্রতিষ্ঠিত১৮৮২ সালে হটস্পার এফ.সি. নামে
মাঠওয়েম্বলি স্টেডিয়াম
লন্ডন
ইংল্যান্ড
ধারণক্ষমতা৯০,০০০
চেয়ারম্যান ড্যানিয়েল লেভি
ম্যানেজারটেমপ্লেট:🇵🇹 আইকন হোসে মরিনহো
লীগপ্রিমিয়ার লীগ
২০১৮-১৯প্রিমিয়ার লীগ, ৪র্থ

২০শতাব্দীর প্রথম ডাব্‌লস জেতা দল হচ্ছে টটেনহাম। ১৯৬০-৬১ মৌসুমে তারা লীগএফএ কাপ জিতে এই কৃতিত্ব অর্জন করে। ১৯৬৩ সালে স্পার্স প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে কোন ইউরোপীয় ট্রফি জেতে। তারা ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতেছিল।

ক্লাবের প্রতীক হচ্ছে একটি টার্কি ফুটবলের ওপর দাঁড়িয়ে। ক্লাবটির নগর প্রতিদ্বন্দ্বী হচ্ছে আর্সেনাল

ইতিহাস

স্টেডিয়াম

ম্যানেজার

খেলোয়াড়

বর্তমান দল

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো হুগো লরিস (অধিনায়ক)
ড্যানি রোজ
টোবি অ্যাল্ডারওয়াইরেল্ড
ইয়ান ভার্তোনহেন (তৃতীয় অধিনায়ক)
ডেভিনসন সানচেজ
সন হিউং-মিন
হ্যারি উইংক্স
১০ হ্যারি কেন (সহ-অধিনায়ক)
১১ এরিক লামেলা
১২ ভিক্টর ওয়ানিয়ামা
১৩ গো মিচেল ভর্ম
১৫ এরিক ডায়ার
১৬ কাইল ওয়াকার-পিটার্স
নং অবস্থান খেলোয়াড়
১৭ মুসা সিসোকো
১৮ জিওভানি লো চেলসো (রিয়াল বেতিস থেকে ধারে)
১৯ রায়ান সেসেনিওন
২০ ডেলে অ্যালি
২১ হুয়ান ফয়থ
২২ গো পাওলো গাজ্জানিগা
২৩ ক্রিস্টিয়ান এরিকসেন
২৪ সার্জ অরিয়ের
২৭ লুকাস মৌরা
২৮ টাংগুই এনডম্বেলে
২৯ অলিভার স্কিপ
৩৩ বেন ডেভিস

ধারে অন্য দলে

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
৩৮ ক্যামেরন কার্টার-ভিকার্স (স্টোক সিটিতে ৩০ জুন ২০২০ পর্যন্ত)
নং অবস্থান খেলোয়াড়
- জ্যাক ক্লার্ক (লিডস ইউনাইটেডে ৩০ জুন ২০২০ পর্যন্ত)

সমর্থক

মালিকানা এবং আর্থিক অবস্থা

পরিসংখ্যান এবং রেকর্ড

সম্মাননা/অর্জন

ঘরোয়া শিরোপা

বিজয়ী (২ বার): ১৯৫০–৫১, ১৯৬০–৬১

বিজয়ী (২ বার): ১৯১৯-২০, ১৯৪৯–৫০

বিজয়ী (৮ বার): ১৯০০–০১, ১৯২০–২১, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৬–৬৭, ১৯৮০–৮১, ১৯৮১–৮২, ১৯৯০–৯১

বিজয়ী (৪ বার): ১৯৭০–৭১, ১৯৭২–৭৩, ১৯৯৮–৯৯, ২০০৭–০৮

বিজয়ী(৭ বার): ১৯২১, ১৯৫১, ১৯৬১, ১৯৬২, ১৯৬৭*, ১৯৮১*, ১৯৯১* (*যুগ্মভাবে)

মহাদেশীয় শিরোপা

বিজয়ী (১ বার): ১৯৬২–৬৩

  • উয়েফা কাপ

বিজয়ী (২ বার): ১৯৭১–৭২ ১৯৮৩–৮৪

বহিঃসংযোগ

খবর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.