এরিক ডিয়ার

এরিক জেরেমি এডগার ডিয়ার (/ˈdaɪər/ DIRE;[3] জন্ম: ১৫ জানুয়ারি ১৯৯৪) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় অথবা মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন রক্ষণভাগের খেলোয়াড় হলেও, তিনি রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়, সেন্টার-ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে খেলে থাকেন।

এরিক ডিয়ার
২০১৫ সালে এরিক ডিয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এরিক জেরেমি এডগার ডিয়ার[1]
জন্ম (1994-01-15) ১৫ জানুয়ারি ১৯৯৪[1]
জন্ম স্থান চেলটেনহ্যাম, ইংল্যান্ড
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)[2]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড় /
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৩–২০১২ স্পোর্তিং সিপি
২০১১–২০১২এভার্টন (ধার)
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১২–২০১৪ স্পোর্তিং সিপি বি ১৬ (২)
২০১২–২০১৪ স্পোর্তিং সিপি ২৭ (১)
২০১৪– টটেনহ্যাম হটস্পার ১৩৫ (৭)
জাতীয় দল
২০১১ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১২–২০১৩ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০১৩–২০১৪ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৩–২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৫– England ২৫ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ডিয়ার পর্তুগালে তার শৈশব অতিবাহিত করেছেন, যেখানে তিনি পর্তুগিজ ক্লাব স্পোর্তিং সিপির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে পদার্পণ করেন। প্রথমে তিনি একজন বদল খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকতেন, পরবর্তীতে ২০১২ সালে তিনি ক্লাবটির জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে অভিষেক করেন। এরপূর্বে তিনি এক মৌসুমের জন্য এভার্টনের যুব পর্যায়ে ধারে খেলেছেন। ২০১৪ সালে, তিনি টটেনহ্যাম হটস্পারের সাথে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেন।

পর্তুগাল হতে ডাক পাওয়া সত্ত্বেও, ডিয়ার আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, এবং তিনি ২০১৬ উয়েফা ইউরোর ইংল্যান্ড দলের একজন সদস্য ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ইংল্যান্ড ২০১৫
২০১৬১৩
২০১৭
২০১৮
মোট২৫

সম্মাননা

টটেনহ্যাম হটস্পার

  • ইএফএল কাপ রানার-আপ: ২০১৪–১৫[5]

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Hugman
  2. "Eric Dier: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭
  3. Tottenham Hotspur (৯ ফেব্রুয়ারি ২০১৬), Dizzy Baseball Challenge FT Eric Dier + Daniel Murphy, সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭
  4. National-Football-Teams.com-এ "Dier, Eric" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:England squad UEFA Euro 2016 টেমপ্লেট:Tottenham Hotspur F.C. squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.