স্টোক সিটি ফুটবল ক্লাব
স্টোক সিটি ফুটবল ক্লাব স্ট্যাটাফোর্ডশায়ারের স্টোক-অন-ট্রেন্টে অবস্থিত একটি প্রিমিয়ার লীগ ভিত্তিক ইংরেজ ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৮৬৩ সালে স্টোক রাম্বেলার হিসবেে প্রতিষ্ঠিত হয়। ১৯২৫ সালে স্টোক-অন-ট্রেন্টকে নগরীর মর্যাদা দেয়া হলে ক্লাবটির নাম পরিবর্তন করে স্টোক সিটি রাখা হয়। নট্স কাউন্টির পর, ক্লাবটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ফুটবল ক্লাব। এছাড়া তারা দ্যা ফুটবল লীগেরও প্রতিষ্ঠাতা সদস্য।
![]() | |||
পূর্ণ নাম | স্টোক সিটি ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্যা পটারস | ||
প্রতিষ্ঠিত | ১৮৬৩ | স্টোক রাম্বেলার ফুটবল ক্লাব হিসেবে||
মাঠ | ব্রিটানিয়া স্টেডিয়াম, স্টোক-অন-ট্রেন্ট | ||
ধারণক্ষমতা | ২৭,৭৪০[1] | ||
চেয়ারম্যান | পিটার কয়াটেস | ||
ম্যানেজার | মার্ক হিউজ | ||
লীগ | প্রিমিয়ার লীগ | ||
২০১৩-১৪ | প্রিমিয়ার লীগ, ৯ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
২০০৮ সালে দীর্ঘ ২৩ বছর প্রিমিয়ার লীগে অনুপস্থিত থাকার পর ২০০৮ সালে স্টোক সিটি পুনরায় প্রিমিয়ার লীগে উন্নীত হতে সক্ষম হয়। এই পর্যন্ত তাদের প্রধান সাফল্য হচ্ছে ১৯৭২ সালের ফুটবল লীগ কাপে চেলসিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হওয়া। এছাড়া তারা ২ বার ফুটবল লীগ ট্রফি জিতেছে। লীগে তাদের সর্বোচ্চ অর্জন হচ্ছে চতুর্থ স্থান লাভ, যা তারা ১৯৩৫-৩৬ এবং ১৯৪৬-৪৭ মৌসুমে অর্জন করে। স্টোক ১৯৭২-৭৩, ১৯৭৪-৭৫ এবং অতি সম্প্রতি ২০১১-১২ মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। স্টোক সিটি ২০১১ সালে এফএ কাপের ফাইনালে খেলে যেখানে তারা ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়। এছাড়া তারা তিনবার, ১৮৯৯, ১৯৭১ এবং ১৯৭২ সালে এফএ কাপের সেমিফাইনালে পৌছায়।
অর্জন
বিজয়ী (২ বার): ১৯৩২-৩৩, ১৯৬২-৬৩
- থার্ড ডিভিশন
বিজয়ী (২ বার): ১৯২৬-২৭, ১৯৯২-৯৩
- ফুটবল অ্যালায়েন্স
বিজয়ী (১ বার): ১৮৯০-৯১
- বার্মিংহাম অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ
বিজয়ী (১ বার): ১৯১০-১১
- সাউর্দার্ন লিগ ডিভিশন টু
বিজয়ী (২ বার): ১৯০৯-১০, ১৯১৪-১৫
বিজয়ী (১ বার): ১৯৭১-৭২
- ফুটবল লিগ ট্রফি
বিজয়ী (২ বার): ১৯৯১-৯১, ১৯৯৯-০০
- ওয়াটনি কাপ
বিজয়ী (১ বার): ১৯৭৩
- স্ট্যাফোর্ডশায়ার সিনিয়র কাপ
বিজয়ী(১৫ বার): ১৮৭৭-৭৮, ১৮৭৮-৭৯, ১৯০৩-০৪ (যুগ্মভাবে), ১৯১৩-১৪, ১৯৩৩-৩৪, ১৯৬৪-৬৫, ১৯৬৮-৬৯ (যুগ্মভাবে), ১৯৭০-৭১, ১৯৭৪-৭৫, ১৯৭৫-৭৬, ১৯৮১-৮২, ১৯৯২-৯৩, ১৯৯৪-৯৫, ১৯৯৮-৯৯, ২০১৬-১৭
- বার্মিংহাম সিনিয়র কাপ
বিজয়ী (২ বার): ১৯০১, ১৯১৪
- আইজল অব ম্যান ট্রফি
বিজয়ী (৩ বার): ১৯৮৭, ১৯৯১, ১৯৯২
তথ্যসূত্র
- "Premier League Handbook Season 2013/14" (PDF)। Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- স্টোক সিটি ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- Stoke City at Sky Sports
- Stoke City at Premier League