ডেলে আলী

বামিডেলে জার্মেইন আলী (জন্ম: বামিডেলে জার্মেইন আলী), ডেমে আলী (/ˈdɛli ˈæli/ DEL-ee-_-AL-ee নামে অধিক পরিচিত;[5]), হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ডেলে আলী
২০১৮ সালে ডেলে আলী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বামিডেলে জার্মেইন আলী[1]
জন্ম (1996-04-11) ১১ এপ্রিল ১৯৯৬[2]
জন্ম স্থান মিল্টন কিনস, ইংল্যান্ড
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)[3]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর ২০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
0000–২০০৭ সিটি কোল্টস[4]
২০০৭–২০১১ মিল্টন কিনস ডন্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১–২০১৫ মিল্টন কিনস ডন্স ৬২ (১৮)
২০১৫– টটেনহ্যাম হটস্পার ১০৭ (৩৮)
২০১৫মিল্টন কিনস ডন্স (ধার) ১২ (৪)
জাতীয় দল
২০১২–২০১৩ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ (০)
২০১৪ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৪ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০১৫– ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৫– ইংল্যান্ড ২৩ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আলী ইংল্যান্ডের মিল্টন কিনসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি মাত্র ১১ বছর বয়সে স্থানীয় ক্লাব মিল্টন কিনসের যুব পর্যায়ে যোগদান করেন এবং এর ৫ বছর পর ২০১২–১৩ মৌসুমে, ক্লাবটির জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে খেলেন। এর পরবর্তী আড়াই বছরে তিনি ক্লাবটির হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন এবং ২৪টি গোল করেছেন। তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে, টটেনহ্যাম হটস্পারের সাথে ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। অতঃপর তিনি সেই মৌসুমের জন্য মিল্টন কিনসে ধারে খেলেন। ওয়াইট হার্ট লেনে তার প্রথম পূর্ণ মৌসুমে, তিনি পিএফএ বছরের সেরা যুব খেলোয়াড়-এর পুরষ্কার জয়লাভ করেন। তিনি এর পরবর্তী আবার এই পুরস্কারটি জয়লাভ করতে সক্ষম হন।

আলী ইংল্যান্ডের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৫ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোয় ইংল্যান্ড দলের একজন সদস্য ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[6]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ইংল্যান্ড ২০১৫
২০১৬১১
২০১৭
২০১৮
মোট২৩

সম্মাননা

মিল্টন কিনস ডন্স

  • ইএফএল লীগ ওয়ান রানার-আপ: ২০১৪–১৫[7][8]

ব্যক্তিগত

  • ইএফএল মাসের সেরা যুব খেলোয়াড়: আগস্ট ২০১৪[4][9]
  • ইএফএল লীগ ওয়ান মাসের সেরা খেলোয়াড়: জানুয়ারি ২০১৫[10]
  • ইএফএল বছরের সেরা যুব খেলোয়াড়: ২০১৪–১৫[11]
  • বিবিসি মৌসুমের সেরা গোল: ২০১৫–১৬[12]
  • পিএফএ বছরের সেরা যুব খেলোয়াড়: ২০১৫–১৬,[13] ২০১৬–১৭[14]
  • প্রিমিয়ার লীগ মাসের সেরা খেলোয়াড়: জানুয়ারি ২০১৭[15]
  • পিএফএ বছরের সেরা দল: ২০১৪–১৫,[16] ২০১৫–১৬,[17] ২০১৬–১৭[18]

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Hugman
  2. "D. Alli: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  3. "Dele Alli: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭
  4. FATV (২০ জুন ২০১৬), FATV Exclusive: Dele Alli Q & A with fans | #ask..., সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭
  5. National-Football-Teams.com-এ "Alli, Dele" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮
  6. "League One: 2014/15: Latest table"Soccerbase। Centurycomm। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭
  7. "Latest Sky Bet League 1 News"। The Football League। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৫
  8. "England U19s and MK Dons youngster Dele Alli lands League One prize"। The Football Association।
  9. "Dele wins Match of the Day's Goal of the Season"। Tottenham Hotspur F.C.। ১৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:England squad UEFA Euro 2016 টেমপ্লেট:Tottenham Hotspur F.C. squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.