জিওভানি লো সেলসো

জিওভানি লো সেলসো (জন্ম: ৯ এপ্রিল ১৯৯৬) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই হতে আর্জেন্টিনীয় ক্লাব রোসারিও সেন্ট্রালে ধারে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]

জিওভানি লো সেলসো
২০১৭ সালে জিওভানি লো সেলসো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জিওভানি লো সেলসো
জন্ম (1996-04-09) ৯ এপ্রিল ১৯৯৬
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০১০–২০১৫ রোসারিও সেন্ট্রাল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৬ রোসারিও সেন্ট্রাল ২৭ (২)
২০১৬– প্যারিস সেন্ট জার্মেই ৩৬ (৪)
২০১৬রোসারিও সেন্ট্রাল (ধার) (১)
জাতীয় দল
২০১৬ আর্জেন্টিনা অলিম্পিক (০)
২০১৭– আর্জেন্টিনা (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
জাতীয় দলসালউপস্থিতিগোল
আর্জেন্টিনা ২০১৭
২০১৮
মোট

সম্মাননা

প্যারিস সেন্ট জার্মেই
  • লীগ ১: ২০১৭–১৮[3]
  • কুপে দে ফ্রান্স: ২০১৬–১৭, ২০১৭–১৮[4]
  • কুপে দে লা লীগ: ২০১৭–১৮
  • ত্রফি দেস চ্যাম্পিয়ন্স: ২০১৭

তথ্যসূত্র

  1. "Argentina - G. Lo Celso - Profile with news, career statistics and history - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০২
  2. National-Football-Teams.com-এ জিওভানি লো সেলসো (ইংরেজি)
  3. "PSG clinch Ligue 1 title by thrashing Monaco"
  4. "Paris Saint-Germain set record with fourth straight Coupe De France crown"Goal। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:Argentina men's football squad 2016 Summer Olympics

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.