দানি আলভেস

দানিয়েল আলভেস দা সিলভা (জন্ম ৬ মে ১৯৮৩), সাধারনত দানি আলভেস নামে পরিচিত, একজন ব্রাজিলীয় ফুটবলার। তিনি একজন ফুল-ব্যাক হিসেবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেন।

দানি আলভেস
২০১৫ সালে বার্সেলোনার হয়ে আলভেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দানিয়েল আলভেস দা সিলভা[1]
জন্ম (1983-05-06) ৬ মে ১৯৮৩
জন্ম স্থান জুযাজেরিও, ব্রাজিল
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট   ইঞ্চি)[2]
মাঠে অবস্থান রাইট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই
জার্সি নম্বর ৩২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৬–১৯৯৮ জুয়াজেরিও
১৯৯৮–২০০১ বাহিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০১–২০০২ বাহিয়া ২৫ (২)
২০০২–২০০৮ সেভিয়া ১৭৫ (১১)
২০০৮–২০১৬ বার্সেলোনা ২৪৭ (১৪)
২০১৬–২০১৭ জুভেন্টাস ১৯ (২)
২০১৭– প্যারিস সেন্ট জার্মেই ২২ (১)
জাতীয় দল
২০০৩ ব্রাজিল অনুর্ধ্ব-২০ (০)
২০০৬– ব্রাজিল ১০৭ (৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি সফলতার সাথে সেভিয়াতে ছয় বছর কাটিয়েছেন। সেখানে তিনি দুইবার উয়েফা কাপ এবং কোপা দেল রে জয়ের স্বাদ গ্রহণ করেছেন। ২০০৮ সালে ৩ কোটি ২৫ লক্ষ ইউরোর বিনিময়ে তিনি বার্সেলোনায় যোগ দেন।[3] বার্সেলোনায় যোগদানের প্রথম মৌসুমেই তিনি ক্লাবের হয়ে ট্রেবল জেতেন। ২০১৫-১৬ মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে দ্বিতীয়বারের মত ট্রেবল জেতেন। ২০১৬ সালে তিনি ইতালিয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন।

তথ্যসূত্র

  1. "FIFA Club World Cup UAE 2009 presented by Toyota: List of Players" (PDF)। FIFA। ১ ডিসেম্বর ২০০৯। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৪
  2. "22 Dani Alves"FC Barcelona। ৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  3. "Memoria Club 09-10 Caste Baixa" (PDF)ফুটবল ক্লাব বার্সেলোনা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.