দানি আলভেস
দানিয়েল আলভেস দা সিলভা (জন্ম ৬ মে ১৯৮৩), সাধারনত দানি আলভেস নামে পরিচিত, একজন ব্রাজিলীয় ফুটবলার। তিনি একজন ফুল-ব্যাক হিসেবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেন।
![]() ২০১৫ সালে বার্সেলোনার হয়ে আলভেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দানিয়েল আলভেস দা সিলভা[1] | ||
জন্ম | ৬ মে ১৯৮৩ | ||
জন্ম স্থান | জুযাজেরিও, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | রাইট ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | প্যারিস সেন্ট জার্মেই | ||
জার্সি নম্বর | ৩২ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৬–১৯৯৮ | জুয়াজেরিও | ||
১৯৯৮–২০০১ | বাহিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০১–২০০২ | বাহিয়া | ২৫ | (২) |
২০০২–২০০৮ | সেভিয়া | ১৭৫ | (১১) |
২০০৮–২০১৬ | বার্সেলোনা | ২৪৭ | (১৪) |
২০১৬–২০১৭ | জুভেন্টাস | ১৯ | (২) |
২০১৭– | প্যারিস সেন্ট জার্মেই | ২২ | (১) |
জাতীয় দল‡ | |||
২০০৩ | ব্রাজিল অনুর্ধ্ব-২০ | ৭ | (০) |
২০০৬– | ব্রাজিল | ১০৭ | (৭) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি সফলতার সাথে সেভিয়াতে ছয় বছর কাটিয়েছেন। সেখানে তিনি দুইবার উয়েফা কাপ এবং কোপা দেল রে জয়ের স্বাদ গ্রহণ করেছেন। ২০০৮ সালে ৩ কোটি ২৫ লক্ষ ইউরোর বিনিময়ে তিনি বার্সেলোনায় যোগ দেন।[3] বার্সেলোনায় যোগদানের প্রথম মৌসুমেই তিনি ক্লাবের হয়ে ট্রেবল জেতেন। ২০১৫-১৬ মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে দ্বিতীয়বারের মত ট্রেবল জেতেন। ২০১৬ সালে তিনি ইতালিয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন।
তথ্যসূত্র
- "FIFA Club World Cup UAE 2009 presented by Toyota: List of Players" (PDF)। FIFA। ১ ডিসেম্বর ২০০৯। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৪।
- "22 Dani Alves"। FC Barcelona। ৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫।
- "Memoria Club 09-10 Caste Baixa" (PDF)। ফুটবল ক্লাব বার্সেলোনা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.