২০১৬ কোপা আমেরিকা

২০১৬ কোপা আমেরিকা (English: Centennial Copa America)[2] হল একটি পূর্বনির্ধারিত পুরুষদের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা ৩ - ২৬ জুন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হয়। এটি কনমেবল ও কোপা আমেরিকা এর যৌথভাবে আয়োজিত মহাদেশীয় প্রতিযোগিতা। ২০১৬ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম আসর, এর পূর্বের সকল আসর দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যে আয়োজিত হয়েছে।[3] ১৯১৬ সাল থেকে প্রচলিত হওয়ার পর থেকে এটি হচ্ছে ৪৫ তম আসর। চিলি এই আসরে বিজয়ী হয়, আর্জেন্টিনা রার্নাস-আপ এবং উরুগুয়ে ৩য় স্থান অর্জন করে।

Copa América Centenario
Centennial Cup America[1]
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশমার্কিন যুক্তরাষ্ট্র
তারিখসমূহ৩–২৬ জুন ২০১৬
দলসমূহ১৬ (২টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ)১০ (১০টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন চিলি (২য় শিরোপা)
রানার-আপ আর্জেন্টিনা
তৃতীয় স্থান কলম্বিয়া
চতুর্থ স্থান মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে৩২
গোল সংখ্যা৯১ (ম্যাচ প্রতি ২.৮৪টি)
উপস্থিতি১৪,৮৩,৮৫৫ (ম্যাচ প্রতি ৪৬,৩৭০ জন)
শীর্ষ গোলদাতা এডুয়াড্রো ভার্গাস
(৬ গোল)
সেরা খেলোয়াড় আলেক্সিস সানচেজ
সেরা গোলরক্ষক ক্লাওডিও ভ্রাবো
ফেয়ার প্লে পুরষ্কার আর্জেন্টিনা

পরিকল্পনা

ভেন্যু

Seattle, Washington Chicago, Illinois Foxborough, Massachusetts
(Boston area)
East Rutherford, New Jersey
(New York City area)
CenturyLink Field Soldier Field Gillette Stadium MetLife Stadium
Capacity: 67,000 Capacity: 63,500 Capacity: 68,756 Capacity: 82,566
Santa Clara, ক্যালিফোর্নিয়া
(San Francisco Bay area)
Pasadena
Glendale
Orlando
Seattle
Santa Clara
Philadelphia
East Rutherford
Foxborough
Philadelphia, Pennsylvania
Levi's Stadium Lincoln Financial Field
Capacity: 68,500 Capacity: 69,176
Pasadena, ক্যালিফোর্নিয়া
(লস এঞ্জেলেস area)
গ্লেনডেল,আরিজোনা
(Phoenix area)
Houston, Texas Orlando, Florida
Rose Bowl University of Phoenix Stadium NRG Stadium Camping World Stadium
Capacity: 92,542 Capacity: 63,400 Capacity: 71,795 Capacity: 60,219

অংশগ্রহণকারী দল

CONMEBOL (10 teams) CONCACAF (6 teams)
  •  মার্কিন যুক্তরাষ্ট্র (Hosts and automatic qualifier)
  •  মেক্সিকো (Automatic qualifier)
  •  কোস্টা রিকা (Winners of 2014 Copa Centroamericana)
  •  জ্যামাইকা (Winners of 2014 Caribbean Cup)
  •  হাইতি (Winners of Copa América Centenario qualifying play-offs)
  •  পানামা (Winners of Copa América Centenario qualifying play-offs)

গ্রুপ

Pot 1 Pot 2 Pot 3 Pot 4

 আর্জেন্টিনা (1)
 ব্রাজিল (6)
 মেক্সিকো (22)
 মার্কিন যুক্তরাষ্ট্র (32) (hosts)

 চিলি (3)
 কলম্বিয়া (8)
 উরুগুয়ে (11)
 ইকুয়েডর (13)

 কোস্টা রিকা (37)
 জ্যামাইকা (54)
 পানামা (64)
 হাইতি (77)

 প্যারাগুয়ে (46)
 পেরু (47)
 বলিভিয়া (68)
 ভেনেজুয়েলা (83)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.