উরুগুয়ে জাতীয় ফুটবল দল

উরুগুয়ে জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের প্রতিনিধি। এখন পর্যন্ত দলটি দুইবার ফিফা বিশ্বকাপ জয় করেছে। বিশ্বকাপের ইতিহাসের প্রথম শিরোপাটি উরুগুয়ের দখলে। ১৯৩০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের এই ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে। দলটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে ১৯৩০ সালে। সেবার তারা স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে ২-১ গোলে পরাজিত করে। এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিকেও উরুগুয়ে সফল একটি দল। তারা দুইবার (১৯২৪ ও ১৯২৮) গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে। ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা এ দুটি স্বর্ণপদক জয় করে। উরুগুয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি দল। এখন পর্যন্ত দলটি ১৮টি প্রাতিষ্ঠানিকভাবে উঁচু মর্যাদা বিশিষ্ট টাইটেল অর্জন করেছে। এর মধ্যে আছে ২ বার ফিফা বিশ্বকাপ, ২ বার অলিম্পিক গেমস, ও ১৪টি কোপা আমেরিকা শিরোপা।

 উরুগুয়ে
ডাকনাম(সমূহ)Charrúas
La Celeste Olímpica
La Celeste
অ্যাসোসিয়েশনঅ্যাসোসিয়াসিওন উরুগুয়ে দে ফুতবল
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচঅস্কার টাবারেজ
অধিনায়কদিয়েগো লুগানো
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়রোদোলফু রড্রিগেজ (৭৯)
শীর্ষ গোলদাতাহেক্টর স্কারনে (৩১)
স্বাগতিক স্টেডিয়ামসেন্তেনারিও স্টেডিয়াম
ফিফা কোডURU
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান১৬
সর্বোচ্চ১২ (মে ১৯৯৪)
সর্বনিম্ন৫৬ (ডিসেম্বর ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান১৫
সর্বোচ্চ(১৯২০-৩১ পর্যন্ত বিভিন্ন তারিখে)
সর্বনিম্ন৪৬ (মার্চ ১৯৮০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 উরুগুয়ে ২ - ৩  আর্জেন্টিনা
(মোন্তেবিদেও, উরুগুয়ে; ১৬ মে, ১৯০১)
বৃহত্তম জয়
 উরুগুয়ে ৯ - ০  বলিভিয়া
(লিমা, পেরু; ৯ নভেম্বর, ১৯২৭)
বৃহত্তম হার
 উরুগুয়ে ০ - ৬  আর্জেন্টিনা
(মোন্তেবিদেও, উরুগুয়ে; ২০ জুলাই, ১৯০২)
বিশ্বকাপ
উপস্থিতি১০ (প্রথম ১৯৩০)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৩০, ১৯৫০
কোপা আমেরিকা
উপস্থিতি৪০ (প্রথম ১৯১৬)
সেরা সাফল্যবিজয়ী, ১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৫
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি১ (প্রথম ১৯৯৭)
সেরা সাফল্য৪র্থ, ১৯৯৭

তারকা খেলোয়াড়

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.