প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল

প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে প্যারাগুয়ের প্রতিনিধি। প্যারাগুয়ের ফুটবল সংস্থা অ্যাসোসিয়েসিওন প্যারাগুয়া দে ফুতবল দলটি নিয়ন্ত্রণ করে। দলটি এখন পর্যন্ত তিনবার (১৯৮৬, ১৯৯৮, ২০০২) ফিফা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও কখনো এর থেকে বেশি যেতে পারেনি। কোনো বড় ধরনের প্রতিযোগিতায় প্যারাগুয়ের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে দুইবার (১৯৫৩, ১৯৭৯) দক্ষিণ আমেরিকার আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা জয়। এছাড়া ২০০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্যরাগুয়ে রৌপ্য পদক অর্জন করে। সেবার তারা ফাইনালে আর্জেন্টিনার কাছে ১ – ০ গোলে পরাজিত হয়।[1]

 প্যারাগুয়ে
ডাকনাম(সমূহ)গুয়ানারেজ
লা আলবিওরোজা (সাদা ও লাল)
অ্যাসোসিয়েশনঅ্যাসোসিয়েসিওন প্যারাগুয়া দে ফুতবল
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচজেরার্ডো মার্টিনো
অধিনায়কডেনিস কানিজা
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়কার্লোস গামারা (১১০)
শীর্ষ গোলদাতাহোসে সাটুরনিনো কার্ডোজো (২৫)
স্বাগতিক স্টেডিয়ামএস্টাডিও ডিফেন্সোরেস দেল চাকো
ফিফা কোডPAR
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান৩১
সর্বোচ্চ(মার্চ ২০০১)
সর্বনিম্ন১০৩ (মে ১৯৯৫)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান২২
সর্বোচ্চ(১৯৫৪)
সর্বনিম্ন৪৪ (আগস্ট ১৯৬২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 প্যারাগুয়ে ১ - ৫  আর্জেন্টিনা
(আসুনসিওন, প্যারাগুয়ে; ১১ মার্চ, ১৯১৯)
বৃহত্তম জয়
 প্যারাগুয়ে ৭ - ০  বলিভিয়া
(রিও দি জানেইরু, ব্রাজিল; ৩০ এপ্রিল, ১৯৪৯)
বৃহত্তম হার
 আর্জেন্টিনা ৮ - ০  প্যারাগুয়ে
(সান্তিয়াগো, চিলি; ২০ অক্টোবর, ১৯২৬
বিশ্বকাপ
উপস্থিতি৭ (প্রথম ১৯৩০)
সেরা সাফল্যকোয়ার্টার ফাইনাল, ২০১০
কোপা আমেরিকা
উপস্থিতি৩৩ (প্রথম ১৯২১)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৫৩, ১৯৭৯

তথ্যসূত্র

  1. Since 1992, squads for Football at the Summer Olympics have been restricted to three players over the age of 23. The achievements of such teams are not usually included in the statistics of the international team.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.