মার্কো ভেররাত্তি
মার্কো ভেররাত্তি (ইতালীয় উচ্চারণ: [ˈmarko verˈratti]; জন্ম ৫ নভেম্বর ১৯৯২) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবলার। তিনি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও ইতালি জাতীয় দলের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
![]() ২০১৫ সালে ইতালি জাতীয় দলের হয়ে খেলছেন ভেররাত্তি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মার্কো ভেররাত্তি | ||
জন্ম | ৫ নভেম্বর ১৯৯২ | ||
জন্ম স্থান | পেসচারা, ইতালি | ||
উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)[1] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | প্যারিস সেন্ট জার্মেই | ||
জার্সি নম্বর | ৬ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০০–২০০১ | মানোপ্পেল্লো | ||
২০০১–২০০৬ | মানোপ্পেল্লো আরাবোনা | ||
২০০৬–২০০৯ | পেসচারা | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৯–২০১২ | পেসচারা | ৬৬ | (২) |
২০১২– | প্যারিস সেন্ট জার্মেই | ১৫৬ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১১ | ইতালি অনুর্ধ্ব-১৯ | ৪ | (০) |
২০১১–২০১২ | ইতালি অনুর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০১২–২০১৩ | ইতালি অনুর্ধ্ব-২১ | ৭ | (০) |
২০১২– | ইতালি | ২৫ | (১) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
আন্তর্জাতিক পর্যায়ে ভেররাত্তি ইতালি অনুর্ধ্ব-২১ দলের হয়ে ২০১৩ উয়েফা ইউরোপীয় অনুর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে খেলেছেন এবং রানার-আপ মেডেল লাভ করেন। ২০১২ সালে তার ইতালি জাতীয় দলে অভিষেক হয় এবং তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপের ইতালির প্রতিনিধিত্ব করেন।
কর্মজীবন পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৩শে মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ইতালি জাতীয় দল | ||||
---|---|---|---|---|
বছর | উপস্থিতি | গোল | ||
২০১২ | ২ | ০ | ||
২০১৩ | ২ | ১ | ||
২০১৪ | ৬ | ০ | ||
২০১৫ | ৫ | ০ | ||
২০১৬ | ৪ | ০ | ||
২০১৭ | ৫ | ০ | ||
২০১৮ | ১ | ০ | ||
সর্বমোট | ২৫ | ১ |
আন্তর্জাতিক গোল
- স্কোর ও গোল তালিকা, ইতালির গোল প্রথমে
নং | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ৬ ফেব্রুয়ারি ২০১৩ | আমস্টারডাম এরিনা, আমস্টারডাম, নেদারল্যান্ডস | ![]() | ১–১ | ১–১ | প্রীতি |
তথ্যসূত্র
- "Marco Verratti" (French ভাষায়)। psg.fr।
- National-Football-Teams.com-এ মার্কো ভেররাত্তি (ইংরেজি)
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মার্কো ভেররাত্তি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
টেমপ্লেট:ইতালি দল ২০১৪ ফিফা বিশ্বকাপ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.