কেভিন ট্র্যাপ

কেভিন ট্র্যাপ (জন্ম: ৮ জুলাই ১৯৯০) হলে জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি লিগ ১-এর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং জার্মানি জাতীয় দলে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

কেভিন ট্র্যাপ
২০১৮ সালে কেভিন ট্র্যাপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেভিন ট্র্যাপ[1]
জন্ম (1990-07-08) ৮ জুলাই ১৯৯০[1]
জন্ম স্থান মেরজিগ, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৭–২০০০ এফসি ব্রটডর্ফ
২০০০–২০০৩ এসএসভি বাশেম
২০০৩–২০০৫ এসভি মেটল্যাচ
২০০৫–২০০৮ ১. এফসি কাইসারস্লাউটের্ন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮–২০১১ ১. এফসি কাইসারস্লাউটের্ন ২ ৩৯ (০)
২০১১–২০১২ ১. এফসি কাইসারস্লাউটের্ন ৩২ (০)
২০১২–২০১৫ এইন্টাখট ফ্রাঙ্কফুর্ট ৮২ (০)
২০১৫– প্যারিস সেন্ট জার্মেই ৬২ (০)
জাতীয় দল
২০০৭–২০০৮ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-২০ (০)
২০১০–২০১৩ জার্মানি অনূর্ধ্ব-২১ ১১ (০)
২০১৭– জার্মানি (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ট্র্যাপ ১. এফসি কাইসারস্লাউটের্নের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি বুন্দেসলিগার দুই মৌসুম অতিবাহিত করেছেন। ২০১২ সালে, তিনি মাত্র ১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বুদেসলিগার অন্য এক ক্লাব এইন্টাখট ফ্রাঙ্কফুর্টে যোগদান করেন, যেখানে তিনি ৩ মৌসুম নিয়মিতভাবে খেলেন। তিনি উক্ত ক্লাবের হয়ে উয়েফা ইউরোপা লীগে খেলেছেন। অতঃপর ২০১৫ সালে, তিনি ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লীগ ১-এর ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগদান করেন, যেখানে তিনি বেশ কয়েকটি ঘরোয়া ট্রফি জয়লাভ করেছেন।

ট্র্যাপ জার্মানির যুব পর্যায়ে প্রায় ২৬-এর অধিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১১টি খেলেছেন জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে। ২০১৭ সালে জুন মাসে, তিনি আন্তর্জাতিক পর্যায়ে জার্মানির হয়ে অভিষেক করেন। তিনি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী জার্মান দলের একজন সদস্য ছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

ট্র্যাপ জার্মানির বেশ কয়েকটি যুব পর্যায়ের দলের সদস্য ছিলেন, যার মধ্যে রয়েছে: জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবন জার্মানি অনূর্ধ্ব-২১। তিনি সর্বপ্রথম ২০১৫ সালের ১৩ই জুন তারিখে, জিব্রাল্টারের বিরুদ্ধে ২০১৬ উয়েফা ইউরোর বাছাইপর্বের এক ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পান।[2]

২০১৭ সালের ৬ই জুন তারিখে, ট্র্যাপ ডেনমার্কের বিরুদ্ধে অভিষেক করেন, উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। উক্ত ম্যাচে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন।[3] পরের মাসে, তিনি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য দলে অন্তর্ভুক্ত হন। তার দল উক্ত প্রতিযোগিতাটি জয়লাভ করতে সক্ষম হলেও, তিনি একটি ম্যাচ খেলারও সুযোগ পাননি।[4]

সম্মাননা

ক্লাব

প্যারিস সেন্ট জার্মেই
  • লীগ ১: ২০১৫–১৬, ২০১৭–১৮[5]
  • কুপ দে ফ্রান্স: ২০১৬–১৭
  • কুপ দে লা লীগ: ২০১৬–১৭, ২০১৭–১৮
  • ট্রফি দি চ্যাম্পিয়ন্স: ২০১৫, ২০১৬, ২০১৭

আন্তর্জাতিক

জার্মানি

ব্যক্তিগত

  • উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের সেরা দল: ২০১৫[6]

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "Das Team" (জার্মান ভাষায়)। DFB। ২১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫
  3. "Kimmich equaliser in Germany-Denmark draw"ESPN FC। ৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  4. "Kevin TRAPP"। FIFA। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭
  5. "PSG clinch Ligue 1 title by thrashing Monaco"
  6. "Champions League team of the group stage"। UEFA। ১৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.