আন্টোনিও রুডিগার

আন্টোনিও রুডিগার ( জার্মান উচ্চারণ: [anˈto:nio ˈʁy:diˌgɐ] , জন্ম: ৩ মার্চ ১৯৯৩) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগের ক্লাব চেলসি এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন থাকেন।

আন্টোনিও রুডিগার
২০১৮ সালে জার্মানির হয়ে রুডিগার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্টোনিও রুডিগার[1]
জন্ম (1993-03-03) ৩ মার্চ ১৯৯৩[2]
জন্ম স্থান বার্লিন, জার্মানি
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব চেলসি
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০০–২০০২ ভিএফবি স্পের্বার নেউকোলন
২০০২–২০০৫ এসভি টাসম্যানিয়া বার্লিন
২০০৫–২০০৬ নেউকোলনার স্পোর্টফ্রেউন্ডে ১৯০৭
২০০৬–২০০৮ হের্থা জিলেন্ডর্ফ
২০০৮–২০১১ বরুসিয়া ডর্টমুন্ড
২০১১–২০১২ ভিএফবি স্টাটগার্ট
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১–২০১২ ভিএফবি স্টাটগার্ট ২ ২২ (৩)
২০১২–২০১৬ ভিএফবি স্টাটগার্ট ৬৬ (২)
২০১৫–২০১৬রোমা (ধার) ৩০ (২)
২০১৬–২০১৭ রোমা ২৬ (০)
২০১৭– চেলসি ২৪ (২)
জাতীয় দল
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব-১৮ (৪)
২০১১–২০১২ জার্মানি অনূর্ধ্ব-১৯ ১৪ (১)
২০১২ জার্মানি অনূর্ধ্ব-২০ (০)
২০১২–২০১৪ জার্মানি অনূর্ধ্ব-২১ ১০ (১)
২০১৪– জার্মানি ২৩ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২০ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

রুডিগার ভিএফবি স্টাটগার্টের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি ৩. লিগায় উক্ত দলের সংরক্ষিত খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত ছিলেন। ২০১৫ সালে, তিনি রোমায় ধারে চলে যান। রোমায় এক মৌসুম অতিবাহিত হওয়ার পর তিনি প্রায় ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমায় যোগদান করেন। পরবর্তীতে, তিনি ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৭ সালে, প্রিমিয়ার লীগের ক্লাব চেলসিতে যোগদান করেন।

২০১৪ সালের মার্চ মাসে, রুডিগার জার্মানি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ইনজুরির কারণে ২০১৬ উয়েফা ইউরো মিস করলেও ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী দলে ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৮ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
জার্মানি
সালউপস্থিতিগোল
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১১
২০১৮
সর্বমোট২৩

আন্তর্জাতিক গোল

৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
#তারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.৮ অক্টোবর ২০১৭ফ্রিটজ-ওয়াল্টার-স্টেডিয়ন, কাইসারস্লাউটের্ন, জার্মানি আজারবাইজান
–১
৫–১
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

সম্মাননা

জার্মানি

ব্যক্তিগত

  • অনূর্ধ্ব-১৯ ফ্রিটজ ওয়াল্টার মেডেল: ২০১২

তথ্যসূত্র

  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  2. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  3. National-Football-Teams.com-এ "আন্টোনিও রুডিগার" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফ্রিটজ ওয়াল্টার মেডেল অনূর্ধ্ব-১৯

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.