বের্নড লিনো

বের্নড লিনো (জন্ম: ৪ মার্চ ১৯৯২) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার ক্লাব বায়ার ০৪ লেভারকুজেন এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

বের্নড লিনো
২০১৫ সালে বের্নড লিনো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বের্নড লিনো[1]
জন্ম (1992-03-04) ৪ মার্চ ১৯৯২[1]
জন্ম স্থান বিটিহেইম-বিসিঙ্গেন, জার্মানি
উচ্চতা ১.৯০ মি (৬ ফু ৩ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বায়ার ০৪ লেভারকুজেন
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৮–২০০৩ এসভি গারম্যানিয়া বিটিহেইম
২০০৩–২০০৯ ভিএফবি স্টুটগার্ট
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১১ ভিএফবি স্টুটগার্ট ২ ৫৬ (০)
২০১১– বায়ার ০৪ লেভারকুজেন ২১২ (০)
জাতীয় দল
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-১৭ (০)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১২–২০১৫ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৪ (০)
২০১৫– জার্মানি (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২২ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৮ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৫ সালের অক্টোবর মাসে, ২০১৬ উয়েফা ইউরোর বাছাইপর্বে আয়ারল্যান্ড এবং জর্জিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য লিনো সর্বপ্রথম জার্মানি জাতীয় দলে ডাক পান।[2]

২০১৭ সালে, ফিফা কনফেডারেশন্স কাপে খেলার জন্য তিনি জাতীয় দলে ডাক পান।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
জাতীয় দলসালউপস্থিতিগোল
জার্মানি
২০১৫
২০১৬
২০১৭
সর্বমোট

সম্মাননা

আন্তর্জাতিক

জার্মানি[3]

ব্যক্তিগত জীবন

লিনোর বাবা হচ্ছেন জার্মান-রাশিয়ান বংশোভূত ব্যক্তি।[4]

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "Joachim Low adds Bernd Leno to squad for Euro 2016 double-header"। football.co.uk। ৫ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫
  3. "B. Leno"। Soccerway। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮
  4. http://www.bild.de/sport/fussball/bernd-leno/lehmann-gab-mir-tipps-fuers-leben-19716546.bild.html (German)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.