মাথিয়াস গিন্টের

মাথিয়াস লুকাস গিন্টের (জন্ম: ১৯ জানুয়ারি ১৯৯৪) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি বরুসিয়া মোনশেনগ্লেডবাখ এবং জার্মানি জাতীয় দলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মাথিয়াস গিন্টের
২০১৪ সালে মাথিয়াস গিন্টের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাথিয়াস লুকাস গিন্টের[1]
জন্ম (1994-01-19) ১৯ জানুয়ারি ১৯৯৪[1]
জন্ম স্থান ফ্রেইবুর্গ ইম ভায়েসগাউ, জার্মানি
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বরুসিয়া মোনশেনগ্লেডবাখ
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৮–২০০৫ এসভি মার্খ
২০০৫–২০১২ এসসি ফ্রেইবুর্গ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১২–২০১৪ এসসি ফ্রেইবুর্গ ৭০ (২)
২০১৪–২০১৭ বরুসিয়া ডর্টমুন্ড ৬৭ (৩)
২০১৭– বরুসিয়া মোনশেনগ্লেডবাখ ১৯ (৪)
জাতীয় দল
২০১১–২০১২ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১২–২০১৩ জার্মানি অনূর্ধ্ব-১৯ (১)
২০১৩–২০১৭ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৮ (১)
২০১৬ জার্মানি অলিম্পিক (২)
২০১৪– জার্মানি ১৭ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২১ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১০ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

১০ নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
জাতীয় দলসালউপস্থিতিগোল
জার্মানি
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
সর্বমোট১৭

সম্মাননা

ক্লাব

বরুসিয়া ডর্টমুন্ড[2]
  • ডিএফএল-সুপারকাপ: ২০১৪
  • ডিএফবি-পোকাল: ২০১৬–১৭

আন্তর্জাতিক

জার্মানি[2]

ব্যক্তিগত

  • ফ্রিটজ ওয়াল্টার মেডেল: অনূর্ধ্ব ১৯ স্বর্ণ পদক ২০১৩[3]
  • ফ্রিটজ ওয়াল্টার মেডেল: অনূর্ধ্ব ১৮ স্বর্ণ পদক ২০১২[4]

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "M. Ginter"। Soccerway। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬
  3. "Fritz-Walter-Medaille: Ginter auf Götzes Spuren" (German ভাষায়)। German Football Association। ১৪ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৩
  4. "SC Freiburg: Ginter ist U18-Nachwuchsspieler des Jahres 2012" (German ভাষায়)। Badische Zeitung। ৩০ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২

বহিঃসংযোগ

টেমপ্লেট:বরুসিয়া মোনশেনগ্লেডবাখ দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.