ক্রিস্টোফ ক্রেমার

ক্রিস্টোফ ক্রেমার (ইংরেজি: Christoph Kramer; জন্ম: ১৯ ফেব্রুয়ারি ১৯৯১) হলেন একজন জার্মান ফুটবলার; যিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বুন্দেসলিগা[2][3] ক্লাব বরুসিয়া মনসেনগ্লাডব্যাক এবং জার্মানি জাতীয় ফুটবল দল এর হয়ে খেলছেন।

ক্রিস্টোফ ক্রেমার
Christoph Kramer
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্টোফ ক্রেমার[1]
জন্ম (1991-02-19) ১৯ ফেব্রুয়ারি ১৯৯১
জন্ম স্থান সলিনজেন, জার্মানি
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বায়ার ০৪ লেভারকুজেন
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৫–১৯৯৯ বিভি গ্রাফারাথ
১৯৯৯–২০০৬ বায়ার লেভারকুজেন
২০০৬–২০০৮ ফর্তুনা ডুসেলডর্ফ
২০০৮–২০১০ বায়ার ০৪ লেভারকুজেন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০–২০১১ বায়ার লেভারকুজেন ২৭ (০)
২০১১– বায়ার লেভারকুজেন (০)
২০১১–২০১৩ভিএফএল বোসাম (লোন) ৬১ (৪)
২০১৩–বরুসিয়া এম'গ্লাডব্যাক (লোন) ৩৩ (৩)
জাতীয় দল
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১০–২০১২ জার্মানি অনূর্ধ্ব-২০ (১)
২০১৪– জার্মানি (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩:১৭, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অর্জন

আন্তর্জাতিক

জার্মানি

তথ্যসূত্র

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF)। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 16। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪
  2. "Christoph Kramer" (German ভাষায়)। fussballdaten.de। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১১
  3. "Kramer, Christoph" (German ভাষায়)। kicker। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.