জেবাস্টিয়ান রুডি
জেবাস্টিয়ান রুডি (জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৯০) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়াও তিনি মাঝেমাঝে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবেও খেলেন।
![]() ২০১৭ সালে জেবাস্টিয়ান রুডি | |||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জেবাস্টিয়ান রুডি[1] | ||||||||||||||||||
জন্ম | [1] | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০||||||||||||||||||
জন্ম স্থান | ভিলিঙ্গেন-শেনিঙ্গেন, পশ্চিম জার্মানি | ||||||||||||||||||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[1] | ||||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড়, রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||||
বর্তমান ক্লাব | বায়ার্ন মিউনিখ | ||||||||||||||||||
জার্সি নম্বর | ১৯ | ||||||||||||||||||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||||||||||||||||||
১৯৯৬–২০০১ | এফসি ডিয়েটিঙ্গেন | ||||||||||||||||||
২০০১–২০০৩ | এসভি জিমের্ন | ||||||||||||||||||
২০০৩–২০০৭ | ভিএফবি স্টুটগার্ট | ||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||||||||||||||||||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† | ||||||||||||||||
২০০৭–২০১০ | ভিএফবি স্টুটগার্ট ২ | ৩৭ | (১২) | ||||||||||||||||
২০০৮–২০১০ | ভিএফবি স্টুটগার্ট | ১৫ | (০) | ||||||||||||||||
২০১০–২০১৭ | ১৮৯৯ হোফেনহেইম | ১৯৫ | (১১) | ||||||||||||||||
২০১৭– | বায়ার্ন মিউনিখ | ২২ | (১) | ||||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||||
২০০৭–২০০৮ | জার্মানি অনূর্ধ্ব-১৮ | ৭ | (১) | ||||||||||||||||
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৮ | (২) | ||||||||||||||||
২০০৯–২০১৩ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ২৩ | (৫) | ||||||||||||||||
২০১৪– | জার্মানি | ২৪ | (১) | ||||||||||||||||
সম্মাননা
| |||||||||||||||||||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্লাব ক্যারিয়ার
২০০৩ সালে, রুডি ভিএফবি স্টুটগার্টের যুব একাডেমীতে যোগদান করেন এবং ২০০৭ সালে ভিএফবি স্টুটগার্টের সংরক্ষিত দলের সদস্য হিসেবে তার জ্যেষ্ঠ ক্যারিয়ার শুরু করেন। তিনি উক্ত সময়ে রেজিওনালিগা সুডে খেলেছেন। তিনি ২০০৮ সালের ২রা আগস্ট তারিখে, ১. এফসি ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে নতুন প্রতিষ্ঠিত ৩. লিগার মাধ্যমে পেশাদার অভিষেক করেন।
২০০৮ সালের গ্রীষ্মে, তিনি ভিএফবি স্টুটগার্টের সাথে চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে তিনি ২০১০ সালের ১০ই আগস্ট তারিখে, ডিএফবি-পোকালে উক্ত দলের হয়ে অভিষেক করেন। উক্ত ম্যাচে তারা এফসি হান্সা লুনেবুর্গের বিরুদ্ধে ৫–০ গোলে জয়লাভ করে।
২০১৭ সালের ১৫ই জানুয়ারি তারিখে, তিনি বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি স্বাক্ষর করেন।[2]
তথ্যসূত্র
- "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭।
- "Bayern Munich sign Hoffenheim duo Sebastian Rudy and teammate Niklas Sule"। BBC Sport Football। ১৫ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
- fussballdaten.de-তে Sebastian Rudy (জার্মান)
- জেবাস্টিয়ান রুডি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
টেমপ্লেট:এফসি বায়ার্ন মিউনিখ দল টেমপ্লেট:ফ্রিটজ ওয়াল্টার মেডেল অনূর্ধ্ব-১৮