ইয়োনাস হেক্টর

ইয়োনাস আরমিন হেক্টর (জন্ম: ২৭ মে ১৯৯০) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব ১. এফসি কোলন এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[3] তিনি তার পেশাদার ক্যারিয়ার ২০০৯ সালে এসভি আয়ার্সমাহারের হয়ে খেলার মাধ্যমে শুরু করেন।

ইয়োনাস হেক্টর
২০১৮ সালে জার্মানির হয়ে ইয়োনাস হেক্টর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়োনাস আরমিন হেক্টর[1]
জন্ম (1990-05-27) ২৭ মে ১৯৯০[1]
জন্ম স্থান সারব্রুকেন, পশ্চিম জার্মানি[2]
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ১. এফসি কোলন
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৮–২০০৯ এসভি আয়ার্সমাহার
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১০ এসভি আয়ার্সমাহার ৩৪ (৯)
২০১০–২০১৩ ১. এফসি কোলন ২ ৬৩ (৫)
২০১২– ১. এফসি কোলন ১৭০ (৬)
জাতীয় দল
২০১৪– জার্মানি ৩৬ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৮ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দলসালউপস্থিতিগোল
জার্মানি
২০১৪
২০১৫
২০১৬১৫
২০১৭১০
২০১৮
সর্বমোট৩৬

আন্তর্জাতিক গোল

স্কোর এবং ফলাফলের কলামে জার্মানির গোল সংখ্যা প্রথম উল্লেখ করা হয়েছে।[4]
নং.তারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.২৯ মার্চ ২০১৬এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ, জার্মানি ইতালি–০৪–১প্রীতি ম্যাচ
২.১১ নভেম্বর ২০১৬সান মারিনো স্টেডিয়াম, সেরাভাল, সান মারিনো সান মারিনো–০৮–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৩.–০

সম্মাননা

ক্লাব

১. এফসি কোলন[4]
  • ২. বুন্দেসলিগা: ২০১৩–১৪

আন্তর্জাতিক

জার্মানি[4]

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "Jonas Hector"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩
  3. "Jonas Hector"kicker.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫
  4. "J.Hector"Soccerway। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:১. এফসি কোলন দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.