ইয়োনাস হেক্টর
ইয়োনাস আরমিন হেক্টর (জন্ম: ২৭ মে ১৯৯০) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব ১. এফসি কোলন এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[3] তিনি তার পেশাদার ক্যারিয়ার ২০০৯ সালে এসভি আয়ার্সমাহারের হয়ে খেলার মাধ্যমে শুরু করেন।
![]() ২০১৮ সালে জার্মানির হয়ে ইয়োনাস হেক্টর | |||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইয়োনাস আরমিন হেক্টর[1] | ||||||||||||||||||
জন্ম | [1] | ২৭ মে ১৯৯০||||||||||||||||||
জন্ম স্থান | সারব্রুকেন, পশ্চিম জার্মানি[2] | ||||||||||||||||||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[1] | ||||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||||
বর্তমান ক্লাব | ১. এফসি কোলন | ||||||||||||||||||
জার্সি নম্বর | ১৪ | ||||||||||||||||||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||||||||||||||||||
১৯৯৮–২০০৯ | এসভি আয়ার্সমাহার | ||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||||||||||||||||||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† | ||||||||||||||||
২০০৯–২০১০ | এসভি আয়ার্সমাহার | ৩৪ | (৯) | ||||||||||||||||
২০১০–২০১৩ | ১. এফসি কোলন ২ | ৬৩ | (৫) | ||||||||||||||||
২০১২– | ১. এফসি কোলন | ১৭০ | (৬) | ||||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||||
২০১৪– | জার্মানি | ৩৬ | (৩) | ||||||||||||||||
সম্মাননা
| |||||||||||||||||||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
জার্মানি | |||
২০১৪ | ১ | ০ | |
২০১৫ | ৯ | ০ | |
২০১৬ | ১৫ | ৩ | |
২০১৭ | ১০ | ০ | |
২০১৮ | ১ | ০ | |
সর্বমোট | ৩৬ | ৩ |
আন্তর্জাতিক গোল
- স্কোর এবং ফলাফলের কলামে জার্মানির গোল সংখ্যা প্রথম উল্লেখ করা হয়েছে।[4]
নং. | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২৯ মার্চ ২০১৬ | এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ, জার্মানি | ![]() | ৩–০ | ৪–১ | প্রীতি ম্যাচ |
২. | ১১ নভেম্বর ২০১৬ | সান মারিনো স্টেডিয়াম, সেরাভাল, সান মারিনো | ![]() | ৩–০ | ৮–০ | ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
৩. | ৫–০ |
সম্মাননা
তথ্যসূত্র
- "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭।
- "Jonas Hector"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩।
- "Jonas Hector"। kicker.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫।
- "J.Hector"। Soccerway। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইয়োনাস হেক্টর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইয়োনাস হেক্টর প্রোফাইল সকারওয়েতে
- fussballdaten.de-তে Jonas Hector (জার্মান)
টেমপ্লেট:১. এফসি কোলন দল
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.