এনগোলো কঁতে

এনগোলো কঁতে (ফরাসি : [ŋɡolo kɑ̃te]; জন্ম: ২৯ মার্চ ১৯৯১) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব চেলসি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

এনগোলো কঁতে
২০১৮ সালে এনগোলো কঁতে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এন'গোলো কান্তে[1]
জন্ম (1991-03-29) ২৯ মার্চ ১৯৯১[2]
জন্ম স্থান প্যারিস, ফ্রান্স
উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব চেলসি
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৯–২০১০ জেএস সুরেন্সেস
২০১০–২০১২ বুলোগ্নে
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১২–২০১৩ বুলোগ্নে ৩৮ (৩)
২০১৩–২০১৫ কঁন ৭৫ (৪)
২০১৫–২০১৬ লেস্টার সিটি ৩৭ (১)
২০১৬– চেলসি ৬৯ (২)
জাতীয় দল
২০১৬– ফ্রান্স ৩০ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১১ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ইউএস বুলোগ্নের হয়ে খেলার মাধ্যমে কান্তে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে দুই মৌসুমের জন্য স্তাদ মালয়ার্ব কঁনের লীগ ১-এ খেলেন। ২০১৫ সালে, তিনি প্রিমিয়ার লীগ ক্লাব লেস্টার সিটিতে ৫.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এক চুক্তি স্বাক্ষর করেন। যোগদানের পর থেকেই তিনি ক্লাবটির একজন অখণ্ড খেলোয়াড়ে পরিণত হন। তিনি ২০১৫–১৬ মৌসুমে লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লীগ শিরোপা জয়লাভ করতে সাহায্য করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে শুধুমাত্র একটি মৌসুম অতিবাহিত করেন। এর পরবর্তী বছরে, তিনি প্রিমিয়ার লীগের এক ক্লাব চেলসিতে ৩২ মিলিয়ন ইউরোর যোগদান করেন। চেলসিতে যোগদানের প্রথম মৌসুমেই তিনি আবারো প্রিমিয়ার লীগ শিরোপা জয়লাভ করতে সক্ষম হন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি পিএফএ খেলোয়াড়দের বছরের সেরা খেলোয়াড় এবং এফডাব্লিউএ বছরের সেরা ফুটবলারের পুরষ্কার জয়লাভ করেন। ১৯৯২ এবং ১৯৯৩ সালে এরিক কাঁতোয়াঁর পর, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে একজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পরপর দুই প্রিমিয়ার লীগ শিরোপা দুই ক্লাবের হয়ে জয়লাভ করেন।[3]

২০১৬ সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি একই বছরের ২০১৬ উয়েফা ইউরো রানার-আপ ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন।

কর্মজীবন পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ফ্রান্স ২০১৬১৩
২০১৭
২০১৮১০
মোট৩০

আন্তর্জাতিক গোল

স্কোর এবং কলামের তালিকায় ফ্রান্সের গোলসংখান প্রথমে উল্লেখ করা হয়েছে।[4]
#তারিখভেন্যুম্যাচপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.২৯ মার্চ ২০১৬স্তাদ দে ফ্রান্স, সেন্ট-দেনিস, ফ্রান্স রাশিয়া
১–০
৪–২
প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  2. Mark Ogden (৯ ফেব্রুয়ারি ২০১৭)। "Chelsea's N'Golo Kante should be top contender for Footballer of the Year"। ESPN FC। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮
  3. "N'Golo Kanté profile"। National-Football-Teams.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফ্রান্স দল ২০১৬ উয়েফা ইউরো

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.