উসমান দেম্বেলে

উসমান দেম্বেলে (জন্মঃ ১৫ মে ১৯৯৭) একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল বার্সেলোনা এবং ফ্রান্স জাতীয় দল এর হয়ে উইঙ্গার হিসেবে খেলেন।

উসমান দেম্বেলে
২০১৮ ফিফা বিশ্বকাপফ্রান্স এর হয়ে দেম্বেলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উসমান দেম্বেলে
জন্ম (1997-05-15) ১৫ মে ১৯৯৭
জন্ম স্থান ভারনোঁ, ফ্রান্স
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বার্সেলোনা
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৪-২০০৯ মাদেলিন এভর
২০০৯-২০১০ এভর
২০১০-২০১৫ রেনে
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৪-২০১৫ রেনে টু ২২ (১৩)
২০১৫-২০১৬ রেনে ২৬ (১২)
২০১৬-২০১৭ বরুসিয়া ডর্টমুন্ড ৩২ (৬)
২০১৭– বার্সেলোনা ২০ (৫)
জাতীয় দল
২০১৩-২০১৪ ফ্রান্স অনুর্ধ্ব-১৭ (৪)
২০১৪-২০১৫ ফ্রান্স অনুর্ধ্ব-১৮ (০)
২০১৫ ফ্রান্স অনুর্ধ্ব-১৯ (১)
২০১৬– ফ্রান্স অনুর্ধ্ব-২১ (০)
২০১৬– ফ্রান্স ১৬ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৫ অগাস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৩ অগাস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

দেম্বেলের ফুটবলে হাতেখড়ি হয় মাদেলিন এভর এবং এভর প্রশিক্ষনকেন্দ্রে। ২০১০ সালে তিনি ফরাসি ক্লাব রেনের প্রশিক্ষনকেন্দ্রে ভর্তি হন। ২০১৪ সালে রেনে টু এর হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০১৫ সালে তিনি রেনে মূল দলে জায়গা পান। ২০১৬ সালে দেম্বেলে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এ যোগ দেন। ২০১৭ সালে প্রাথমিক ১০ কোটি ৫০ লক্ষ ইউরো মূল্যে তিনি বার্সেলোনায় যোগ দেন।

দেম্বেলে ফ্রান্সের বয়সভিত্তিক দলে মোট ২০ ম্যাচে ৫ গোল করেছেন। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ফ্রান্স জাতীয় দল এর হয়ে তার অভিষেক হয়। ১৩ জুন ২০১৭ দেম্বেলে ইংল্যান্ড এর বিপক্ষে ফ্রান্সের হয়ে তার প্রথম গোল করেন। তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন।

পরিসংখ্যান

ক্লাব

২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[1][2]
ক্লাব মৌসুম লিগ কাপ চ্যাম্পিয়নস লীগ অন্যান্য মোট
উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল
রেনে টু ২০১৪-১৫ ১৮১৩১৮১৩
২০১৫-১৬
মোট ২২১৩২২১৩
রেনে ২০১৫-১৬ ২৬১২২৯১২
মোট ২৬১২২৯১২
বরুসিয়া ডর্টমুন্ড ২০১৬-১৭ ৩২১০৪৯১০
২০১৭-১৮
মোট ৩২১০৫০১০
বার্সেলোনা ২০১৭-১৮ ১৭২৩
মোট ১৭২৩
সর্বমোট ৯৭৩৪১১১৩১২৪৩৯

আন্তর্জাতিক

৬ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
দলবছরউপস্থিতিগোল
ফ্রান্স ২০১৬
২০১৭
২০১৮
মোট১৬

অর্জন

ক্লাব

বরুসিয়া ডর্টমুন্ড[3]
  • ডিএফবি পোকাল: ২০১৬-১৭
বার্সেলোনা[4]

আন্তর্জাতিক

ব্যক্তিগত

  • ইউএনএফপি লিগ ওয়ান বর্ষসেরা যুব খেলোয়াড়: ২০১৫-১৬
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৬
  • ইউএনএফপি মাস সেরা খেলোয়াড়: মার্চ ২০১৬
  • বুন্দেসলিগা রুকি অফ দ্য সিজন: ২০১৬-১৭
  • বুন্দেসলিগা বর্ষসেরা দল: ২০১৬-১৭
  • ম্যাচসেরা খেলোয়াড়: ২০১৭ ডিএফবি পোকাল ফাইনাল

তথ্যসূত্র

  1. Ousmane Dembele ক্যারিয়ার তথ্য
  2. "France – O. Dembèlé"। Soccerway। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  3. "Ousmane Dembele sinks Bayern Munich as Borussia Dortmund seal dramatic cup win"eurosport.com। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮
  4. "Ousmane Dembélé"FCBarcelona.comFC Barcelona। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  5. McNulty, Phil (১৫ জুলাই ২০১৮)। "France 4–2 Croatia"। BBC। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.