স্পেনীয় সুপার কাপ
স্পেনীয় সুপার কাপ (স্পেনীয়: Supercopa de España) স্পেনীয় ফুটবলের একটি প্রতিযোগীতা, যা লা লিগা এবং কোপা দেল রে-এর বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত হয়।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৮২ |
---|---|
অঞ্চল | ![]() |
দলের সংখ্যা | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | বার্সেলোনা (১৩তম শিরোপা) |
সর্বাধিক সফল দল | বার্সেলোনা (১৩টি শিরোপা) |
টেলিভিশন সম্প্রচারক | এলএ ১ এবং টিভি৩ |
![]() |
ইতিহাস
বর্তমান প্রতিযোগীতাটি চালু হয়েছে ১৯৮২ সালে, তবে ১৯৪০ থেকে ১৯৫৩ এর মধ্যে অন্যান্য কিছু প্রতিযোগীতা লা লিগা এবং কোপা দেল রে বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত হয়।[1]
১৯৪০ সালে এর নাম ছিল কোপা দি ক্যাম্পিওনেস। ১৯৪৫ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা আর অনুষ্ঠিত হয়। এরপর এটি চালু কোপা দি ওরো আর্জেন্টিনা নামে।
১৯৪৭ সালে কোপা ইভা দুয়ার্তে নামে একটি বার্ষিক প্রতিযোগিতা চালু করা হয়।
২০১৮ এর আসরটি দুই লেগের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এক লেগের হয়।[2]
বিজয়ীদের তালিকা
দল | চ্যাম্পিয়ন | রানার-আপ | বিজয় সাল | পরাজয় সাল |
---|---|---|---|---|
বার্সেলোনা | ১৩ | ১০ | ১৯৮৩, ১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৬, ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮ | ১৯৮৫, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০১২, ২০১৫, ২০১৭ |
রিয়াল মাদ্রিদ | ১০ | ৫ | ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৩, ২০০৮, ২০১২, ২০১৭ | ১৯৮২, ১৯৯৫, ২০০৭, ২০১১, ২০১৪ |
দেপর্তিভো লা করুনিয়া | ৩ | - | ১৯৯৫, ২০০০, ২০০২ | – |
আতলেতিকো মাদ্রিদ | ২ | ৪ | ১৯৮৫, ২০১৪ | ১৯৯১, ১৯৯২, ১৯৯৬, ২০১৩ |
অ্যাথলেতিক বিলবাও | ২ | ২ | ১৯৮৪, ২০১৫ | ১৯৮৩, ২০০৯ |
ভ্যালেন্সিয়া | ১ | ৩ | ১৯৯৯ | ২০০২, ২০০৪, ২০০৮ |
সেভিয়া | ১ | ৩ | ২০০৭ | ২০১০, ২০১৬, ২০১৮ |
জারাগোজা | ১ | ২ | ২০০৪ | ১৯৯৪, ২০০১ |
মায়োর্কা | ১ | ১ | ১৯৯৮ | ২০০৩ |
রিয়াল সোসিয়েদাদ | ১ | - | ১৯৮২ | – |
এস্পানিওল | - | ২ | – | ২০০০, ২০০৬ |
রিয়াল বেতিস | - | ১ | – | ২০০৫ |
কোপা ইভা দুয়ার্তে এবং সুপার কাপের পূর্বসুরীদের বিজয়ীদের তালিকা
দল | চ্যাম্পিয়ন | রানার-আপ | বিজয় সাল | পরাজয় সাল |
---|---|---|---|---|
বার্সেলোনা | ৪ | ২ | ১৯৪৫, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৩ | ১৯৪৯, ১৯৫১ |
অ্যাটলেটিকো মাদ্রিদ | ৩ | ১ | ১৯৪০, ১৯৪১–১৯৪৭, ১৯৫১ | ১৯৫০ |
ভ্যালেন্সিয়া | ১ | ২ | ১৯৪৯ | ১৯৭১–১৯৪৭, ১৯৪৭ |
অ্যাথলেতিক বিলবাও | ১ | ১ | ১৯৫০ | ১৯৪৫ |
রিয়াল মাদ্রিদ | ১ | – | ১৯৪৭ | – |
ইস্প্যানিওল | – | ১ | – | ১৯৪০ |
সেভিয়া | – | ১ | – | ১৯৪৮ |
বিজয়ী দলগুলোর মোট শিরোপা (কোপা ইভা দুয়ার্তে এবং অন্যান্য প্রতিযোগিতা সহ)
দল | মোট শিরোপা | স্পেনীয় সুপার কাপ | সুপার কাপের পূর্বসুরী |
---|---|---|---|
বার্সেলোনা | ১৫ | ১১ | ৪ |
রিয়াল মাদ্রিদ | ১০ | ৯ | ১ |
অ্যাটলেটিকো মাদ্রিদ | ৪ | ১ | ৩ |
দেপর্তিভো লা করুনা | ৩ | ৩ | – |
অ্যাথলেতিক বিলবাও | ২ | ১ | ১ |
ভ্যালেন্সিয়া | ২ | ১ | ১ |
রিয়াল সোসিয়েদাদ | ১ | ১ | – |
মায়োর্কা | ১ | ১ | – |
জারাগোজা | ১ | ১ | – |
সেভিয়া | ১ | ১ | – |
শীর্ষ গোলদাতা
অবস্থান | জাতীয়তা | খেলোয়াড় | গোল | দল |
---|---|---|---|---|
১ | ![]() |
লিওনেল মেসি | ১৩ | বার্সেলোনা |
২ | ![]() |
রাউল | ৭ | রিয়াল মাদ্রিদ |
৩ | ![]() |
হ্রিস্টো স্টইচকভ | ৬ | বার্সেলোনা |
![]() |
জিকি বেগিরিস্তেইন | ৬ | বার্সেলোনা, দেপর্তিভো লা করুনা | |
৫ | ![]() |
ফ্রেদেরিক কানৌতে | ৫ | সেভিয়া |
তথ্যসূত্র
- "Spanish Supercup history"। RSSSF। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩।
- McTear, Euan (৯ জুলাই ২০১৮)। "It's official: The Supercopa de Espana will be a one-legged match on August 12"। MARCA। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.