রিয়াল সোসিয়েদাদ
রিয়াল সোসিয়েদাদ দে ফুটবল এস.এ.ডি. সেন্ট সেবাস্টেন,বাস্ক ভিত্তিক স্পেনএর একটি ফুটবল ক্লাব।১৯০৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বর্তমানে দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল লীগ লা লীগায় খেলছে।আথলেটিকো বিলবাওয়ের সাথে ম্যাচগুলো বাস্ক ডার্বি নামে পরিচিত,যাদেরকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয়।
পূর্ণ নাম | রিয়াল সোসিয়েদাদ দে ফুটবল এস.এ.ডি. | ||
---|---|---|---|
ডাকনাম | Txuriurdin (সাদা কালো) Erreala / La Real (দ্যা রয়েল) | ||
প্রতিষ্ঠিত | ৭ সেপ্টেম্বর ১৯০৯ | ||
মাঠ | আনোয়েতা | ||
ধারণক্ষমতা | ৩২,০০০[1] | ||
চেয়ারম্যান | জোকিন এপিরিবে | ||
ম্যানেজার | ইউসেবিও সাক্রিস্তান | ||
লীগ | লা লীগা | ||
২০১৬-১৭ | ৬ষ্ঠ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ইতিহাস
গত শতকের প্রথম দিকে সেন্ট সাবেস্টানে ফুটবল খেলা জনপ্রিয়তা লাভের প্রেক্ষিতে ১৯০৯ সালে সোসিয়েদাদ দে ফুটবল নামে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।১৯২৮ সালে শুরু হওয়া লা লীগার প্রতিষ্ঠাকালীন সদস্য এটি।১৯৩১ সালে নাম পরিবর্তন করে Donostia Club de Futbol করা হয়।ক্লাবটি মূলত প্রাইমেরা ও সেগুন্দা ডিভিশনের মধ্যে উঠা-নামা করতে থাকে।১৯৩৯-৪০ মৌসুম থেকে নাম আবার পরিবর্তন করে Sociedad de Fútbol করা হয়।১৯৮১-৮২ ও ১৯৮২-৮৩ দুইবার লা লীগা শিরোপা জিতে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দেয়।১৯৮৬-৮৭ মৌসুমে তারা প্রথমবারের মতো কোপা দেল রে জয় করে।২০০৭-০৮ মৌসুমে ৩৮ বছর পর প্রথমবারের মতো অবনমিত হয়।সেগুন্দা ডিভিশনে ৩ বছর থাকার পর ২০১০-১১ মৌসুমে আবার প্রাইমেরা ডিভিশনে ফেরত আসে,যেখানে তারা বর্তমানে বিদ্যমান।
বর্তমান খেলোয়াড়
- ২২ আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
সম্মান/অর্জন
- বিজয়ী (২): ১৯৮০-৮১, ১৯৮১-৮২
- কোপা দেল রে
- বিজয়ী (২): ১৯০৯, ১৯৮৬
- বিজয়ী (১): ১৯৮২
- বিজয়ী (৩): ১৯৪৮-৪৮, ১৯৬৬-৬৭, ২০০৯-১০
তথ্যসূত্র
- "El estadio - Real Sociedad de Fútbol"। Real Sociedad। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৬।
- "Primer equipo" [First team] (Spanish ভাষায়)। Real Sociedad। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।