সেহুন্দা ডিভিশন

সেগুন্দা ডিভিশন কে লা লীগা ২ ও বলা হয়।এটি স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর।এই স্তর থেকে প্রথম দিকের ৩টি দল লা লীগায় যায় ( ১ টি যায় প্লে অফ খেলে) এবং ওই স্তর থেকে নিচের ৩ টি দল এই স্তরে নেমে যায়।

সেগুন্দা ডিভিশন
দেশস্পেন
কনফেডারেশনউয়েফা
স্থাপিত১৯২৯ (1929)
দলের সংখ্যা২২
স্তর
উন্নতিপ্রাইমেরা ডিভিশন
অবনতিসেগুন্দা ডিভিশন বি
ঘরোয়া কাপকোপা দেল রে
আন্তর্জাতিক কাপউয়েফা ইউরোপা লীগ
( কোপা দেল রে জয়ের দ্বারা)
বর্তমান চ্যাম্পিয়নরায়ো ভায়োকানো (১ম শিরোপা)
সর্বাধিক শিরোপারিয়াল মুর্সিয়া (৯ টি শিরোপা)
টিভি সহযোগীমুভিস্টার+
ওয়েবসাইটlaliga.es
২০১৮–১৯ সেগুন্দা ডিভিশন

ইতিহাস

১৯২৯ সালে সর্বপ্রথম লীগটি চালু করা হয়।

বিন্যাস

বর্তমান নিয়ম অনুসারে ২২ টি দল একে অপরের সাথে হোম-এওয়ে ভিত্তিতে খেলে।তা থেকে ৩ টি দল লা লীগায় খেলার সুযোগ পায়।প্রথম দুটি দল সরাসরি সুযোগ পেলেও ৩ নাম্বার জায়গাটির জন্য ৩-৬ স্থানে থাকা দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ ভিত্তিতে মোকাবেলা করে।নিচের দিকের ৪ টি দল সেগুন্দা ডিভিশন বি তে নেমে যায়।[1]

বিজয়ী দল ও উন্নতি

ক্লাব বিজয়ী উন্নতি বিজয়ী সাল
মুর্সিয়া
১১
১৯-৩৫-৩৬, ১৯৩৯-৪০, ১৯৫৪-৫৫, ১৯৬২-৬৩, ১৯৭২-৭৩, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৫-৮৬, ২০০২-০৩
বেতিস
১২
১৯৩১-৩২, ১৯৪১৪২, ১৯৫৭-৫৮, ১৯৭০-৭১, ১৯৭৩-৭৪, ২০১০-১১, ২০১৪-১৫
দেপর্তিভো লা করুনা
১১
১৯৬১-৬২, ১৯৬৩-৬৪, ১৯৬৫-৬৬, ১৯৬৭-৬৮, ২০১১-১২
স্পোর্টিং গিহন
১৯৪৩-৪৪, ১৯৫০-৫১, ১৯৫৬-৫৭, ১৯৬৯-৭০, ১৯৭৬-৭৭
ওভিয়েদো
১৯৩২-৩৩, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৭১-৭২, ১৯৭৪-৭৫
মালাগা*
১৩
১৯৫১-৫২, ১৯৬৬-৬৭, ১৯৮৭-৮৮, ১৯৯৮-৯৯
আলভেজ
১৯২৯-৩০, ১৯৫৩-৫৪, ১৯৯৭-৯৮, ২০১৫-১৬
সেভিয়া
১৯২৯, ১৯৩৩-৩৪, ১৯৬৮-৬৯, ২০০০-০১
লাস পালমাস
১৯৫৩-৫৪, ১৯৬৩-৬৪, ১৯৮৪-৮৫, ১৯৯৯-২০০০
সেল্টা ভিগো
১১
১৯৩৫-৩৬, ১৯৮১-৮২, ১৯৯১-৯২
হারকিউলস
১৯৩৪-৩৫, ১৯৬৫-৬৬, ১৯৯৫-৯৬
ভাল্লাদোলিদ
১৯৪৭-৪৮, ১৯৫৮-৫৯, ২০০৬-০৭
ওসাসুনা
১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬, ১৯৬০-৬১
রিয়াল সোসিয়েদাদ
১৯৪৮-৪৯, ১৯৬৬-৬৭, ২০০৯-১০
গ্রানাডা
১৯৪০-৪১, ১৯৫৬-৫৭, ১৯৬৭-৬৮
আলকোয়ানো
১৯৪৪-৪৫, ১৯৪৬-৪৭, ১৯৪৯-৫০
রেসিং দে সান্তান্দের
১৯৪৯-৫০, ১৯৫৯-৬০
মালোর্কা
১৯৫৯-৬০, ১৯৬৪-৬৫
লেভান্তে
২০০৩-০৪, ২০১৬-১৭
এলচে
১৯৫৮-৫৯, ২০১২-১৩
কাস্তেলোন
১৯৮০-৮১, ১৯৮৮-৯
সাবাডেল
১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬
মেরিডা
১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭
ভ্যালেন্সিয়া
১৯৩০-৩১, ১৯৮৬-৮৭
পোন্টেভেড্রা
১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫
রিয়াল জায়েন
১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬
জারাগোজা
১৯৭৭-৭৮
কাডিজ
২০০৪-০৫
এস্পানেওল
১৯৯৩-৯৪
তেনেরিফে
১৯৬০-৬১
নিউমেন্সিয়া
২০০৭-০৮
রিক্রিটভো
২০০৫-০৬
কর্ডোবা
১৯৬১-৬২
আতলেটিকো মাদ্রিদ
২০০১-০২
লেইডা
১৯৯২-৯৩
আলবাকেতে বালোম্পি
১৯৯০-৯১
বুরগোস
১৯৮৫-৭৬
এইবার
২০১৩-১৪
জেরেয
২০০৮-০৯
রিয়াল বুরগোস
১৯৮৯-৯০
এডি আলমেরিয়া
১৯৭৮-৭৯
কালচারাল লেওনেসা
১৯৫৪-৫৫
এতলেতিকো টেটুয়ান
১৯৫০-৫১
কাস্তিয়া
১৯৮৩-৮৪

তথ্য সুত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.