দেপর্তিভো লা করুনা

রিয়েল ক্লাব দেপর্তিভো দে লা করুনা এস.এ.ডি লা করুনা,গালিসিয়া কেন্দ্রিক স্পেনের একটি ফুটবল ক্লাব।বর্তমানে এটি লা লীগায় খেলছেসেল্টা দে ভিগো হলো তাদের অনেক দিনের প্রধান প্রতিদ্ধন্দী।এই দুই দলের খেলাকে গালিসিয়া ডার্বি বলা হয়।এই ম্যাচের দর্শক জনপ্রিয়তাও অনেক।ক্লাবটি ১৯৪৪ সাল থেকে তাদের নিজস্ব মাঠ রিয়াযরে খেলে আসছে।

দেপর্তিভো লা করুনা
পূর্ণ নামরিয়েল ক্লাব দেপর্তিভো দে লা করুনা এস.এ.ডি
ডাকনামBranquiazuis (নীল-সাদারা)
দেপোরতিভো / দেপোর
Turcos (দ্যা টার্কস)
সুপার দেপোর
Herculinos
প্রতিষ্ঠিত মার্চ ১৯০৬ (1906-03-02)
মাঠআবানকা রিয়াযর
ধারণক্ষমতা৩২,৯১২
চেয়ারম্যানটিনো ফারনান্দেজ
ম্যানেজারপেপে মেল[1]
লীগলা লীগা
২০১৬-১৭১৬ তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ইতিহাস

১৯০২ সালে জোসে মারিও আবালা নামক এককবালক ইংল্যান্ড থেকে এসে এ করুনায় ফুটবল খেলা চালু করে।যা অচিরেই অনেক জনপ্রিয়তা পায়। ১৯০৬ সালে আলা কালভেট জিমনেশিয়ামের সদস্যরা ক্লাবটি গঠন করে।তারপর থেকে ক্লাবটি ফ্রেন্ডলি ও কোপা দেল রে তে অংশ নেয়।তবে ১৯২৮ সালে লীগ পদ্ধতি চালু হলে প্রথম কয়েকবছর লা লীগায় উন্নিত হতে ব্যর্থ হয়।১৯৪১ সালে প্রথম বারের মতো লা লীগায় উঠে।সর্বোচ্চ স্তরে থাকাকালীন সময় ১৯৪৪ সালে নিজেদের স্টেডিয়াম তৈরি করে। তার পরের অনেক বছর তত একটা সাফল্য পায় নি।১৯৪৬-৪৭ মৌসুমে তারা ২য় স্তরে নেমে যায়,তবে পরের বছর আবার ফেরত আসে।তারপরের দশক থেকে উত্থান-পতন চলে।১৯৭৩ সালে ক্লাবটি ২য় স্তরে নেমে যায়,পরবর্তীতে ৩য় স্তরেও।১৯৯১ সালে তারা আবার লা লীগায় ফেরত আসে।২০০০ সালে তাদের ইতিহাসে সবচেয়ে বড় সফলতা আসে যখন তারা প্রথম বারের মতো লা লীগা শিরোপা জয় করে।প্রায় ২০ বছর সর্বোচ্চ পর্যায়ে থাকার পর ২০১০-১১ মৌসুমে তাদের অবনম হয়।তার পরের মৌসুম গুলোতে ক্লাবটি লা লীগা-সেগুন্দা ডিভিশনের মধ্যে ঘুরপাক খেতে খেতে বর্তমানে লা লীগায় আছে।

বর্তমান খেলোয়াড়

৩১ আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো শিমিজলো টাইটন
ইয়ুয়ানফ্রেম
ফার্নান্দো নেভারো
সাউল গার্সিয়া
পেদ্রো মোসকুয়েরা (অধিনায়ক)
রাউল আলবেনতোসা
লুকাস পেরেজ (আর্সেনাল) থেকে লোনে
এম্রে চলাক
ফেড্রিকো কারতাবিয়া
১০ ফ্লোরিন আন্দান
১১ কার্লোস গিল (এস্টন ভিলা) থেকে লোনে
১২ সিডনেই
১৩ গো রুবেন ইভান মার্টিনেজ
১৪ আলেজান্দ্রো আরিবেস
নং অবস্থান খেলোয়াড়
১৫ আদ্রিয়ান লোপেজ (পোর্তো) থেকে লোনে
১৬ লুইজ কার্লোস পিন্টো
১৭ ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ) থেকে লোনে
১৮ জাকারিয়া বাক্কালি (ভ্যালেন্সিয়া) থেকে লোনে
১৯ বোর্জা ভাল্লে
২০ উলেহের্মে ডস সান্তোস
২১ ব্রুনো গামা
২২ বোর্গেস
২৩ জেরার্ড ভ্যালেন্টাইন
২৪ ফাবিয়ান শার
২৫ গো কোস্টেল পান্টিলিমন (ওয়াটফোর্ড) থেকে লোনে
২৭ এদু এক্সপোসিতো
২৮ অস্কার ফ্রান্সিস্কো গার্সিয়া
২৯ ইসমায়েল দিয়াজ

সাফল্য

জাতীয়

বিজয়ী (১): ১৯৯৯-০০
বিজয়ী (২): ১৯৯৪-৯৫, ২০০১-০২
বিজয়ী (৩): ১৯৯৫, ২০০০, ২০০২
বিজয়ী (৫): ১৯৬১-৬২, ১৯৬৩-৬৪, ১৯৬৫-৬৬, ১৯৬৭-৬৮, ২০১১-১২

তথ্যসূত্র

  1. "Official: Pepe Mel new Deportivo coach" (স্পেনীয় ভাষায়)। Eurosport। ২৭ ফেব্রুয়ারি ২০১৭।
  2. "Dorsales en la temporada 2016–2017" (স্পেনীয় ভাষায়)। Deportivo de La Coruña। ৩১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬
  3. Spain – List of Second Division Champions
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.