উইলিয়ান জোসে
উইলিয়ান জোসে দে সৌজা (জন্ম: ২৩ নভেম্বর ১৯৯১), উইলিয়ান জোসে নামেও পরিচিত, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগার স্পেনীয় ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।
![]() ২০১৮ সালে উইলিয়ান জোসে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | উইলিয়ান জোসে দে সৌজা | ||
জন্ম | ২৩ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | পোর্তো কালভো, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রিয়াল সোসিয়েদাদ | ||
জার্সি নম্বর | ১২ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৬–২০০৮ | সিআরবি | ||
২০০৮–২০০৯ | বারুয়েরি | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৯–২০১০ | বারুয়েরি | ২৬ | (৬) |
২০১১–২০১৬ | দেপোর্তিভো মালদোনাদো | ০ | (০) |
২০১১–২০১২ | → সাও পাওলো (ধার) | ২৮ | (১) |
২০১৩ | → গ্রেমিও (ধার) | ০ | (০) |
২০১৩ | → সান্তোস (ধার) | ২৩ | (৫) |
২০১৪ | → রিয়াল মাদ্রিদ বি (ধার) | ১৬ | (৪) |
২০১৪ | → রিয়াল মাদ্রিদ (ধার) | ১ | (০) |
২০১৪–২০১৫ | → জারাগোজা (ধার) | ৩৬ | (১০) |
২০১৫–২০১৬ | → লাস পালমাস (ধার) | ৩০ | (৯) |
২০১৬– | রিয়াল সোসিয়েদাদ | ৫৫ | (২৫) |
জাতীয় দল | |||
২০১১ | ব্রাজিল অনূর্ধ্ব-২০ | ১৫ | (৫) |
|
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১১ সালে, উইলিয়ান জোসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ জয়ী ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন। তিনি প্রতিযোগিতা দুইটিতে যথাক্রমে ২টি এবং ৩টি করে গোল করেছেন।
২০১৮ সালের ১২ই মার্চ তারিখে, রাশিয়া এবং জার্মানির বিরুদ্ধে দুই ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পান।[1]
সম্মাননা
আন্তর্জাতিক
- ব্রাজিল অনূর্ধ্ব-২০
- দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ: ২০১১
- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ২০১১
তথ্যসূত্র
- Convocados para amistosos contra Rússia e Alemanha (Call-ups for friendlies against Russia and Germany); CBF, 12 March 2018 (পর্তুগিজ)
বহিঃসংযোগ
- রিয়াল সোসিয়েদাদে উইলিয়ান জোসে (স্পেনীয়) (ইংরেজি)
- দ্যফাইনালবল.কমে উইলিয়ান জোসে
- সাম্বাফুটে উইলিয়ান জোসে (ইংরেজি)
- উইলিয়ান জোসে প্রোফাইল সকারওয়েতে
টেমপ্লেট:রিয়াল সোসিয়েদাদ দল
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.