২০১৭ স্পেনীয় সুপার কাপ

২০১৭ স্পেনীয় সুপার কাপ ছিলো পূর্ববর্তী মৌসুমের কোপা দেল রে এবং লা লিগা জয়ীদের মধ্যকার দুই-লেগ বিশিষ্ট বার্ষিক খেলা।

২০১৭ সুপারকোপা দে এস্পানা
ইভেন্টস্পেনীয় সুপার কাপ
সমষ্টিকৃত
প্রথম লেগ
তারিখ১৩ আগস্ট ২০১৭ (2017-08-13)
ভেন্যুক্যাম্প ন্যু, বার্সেলোনা
রেফারিরিকার্ডো দে বুরগোস বেংএতক্সেয়া
দর্শক সংখ্যা৮৯,৫১৪
সেকেন্ড লেগ
তারিখ১৬ আগস্ট ২০১৭ (2017-08-16)
ভেন্যুসান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ
রেফারিহোসে মারিয়া সাঞ্চেজ মার্টিনেজ
দর্শক সংখ্যা৭৫,১৬৭

২০১৬–১৭ লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং ২০১৬–১৭ কোপা দেল রে জয়ী এফসি বার্সেলোনার মধ্যে আগস্ট ২০১৭ তে খেলাটি হয়।২০১২ এর পর এই প্রথম কোনো স্পেনীয় সুপার কাপের আসর এল ক্ল্যাসিকো ছিলো।

রিয়াল মাদ্রিদ সামগ্রিকভাবে ৫-১ গোলে শিরোপা জয়লাভ করে।[1]

১ম লেগ

সারাংশ

বিস্তারিত

বার্সেলোনা১–৩রিয়াল মাদ্রিদ
মেসি  ৭৭' (পেনাল্টি) প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৮৯,৫১৪
রেফারি: রিকার্ডো দে বুরগোস বেংএতক্সেয়া
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ

২য় লেগ

সারাংশ

বিস্তারিত

রিয়াল মাদ্রিদ২–০বার্সেলোনা
  • আসেন্সিও  ৪'
  • বেনজেমা  ৩৯'
প্রতিবেদন
সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৭৫,১৬৭
রেফারি: হোসে মারিয়া সানচেজ মার্টিনেজ
রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা

তথ্যসূত্র

  1. "Real Madrid 2 Barcelona 0 (5-1 on aggregate): Woeful Barca dismissed as Zinedine Zidane's unstoppable side win Super Cup"Telegraph। ১৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.