অ্যাথলেতিক বিলবাও

অ্যাথলেতিক বিলবাও (স্পেনীয়: Athletic Bilbao, স্পেনীয় উচ্চারণ: [aðˈletik ˈkluβ]; যা অ্যাথলেতিক বিলবাও নামেও পরিচিত) স্পেনের বিলবাও ভিত্তিক একটি পেশাদার ফুটবল দল, যা লা লিগায় প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

অ্যাথলেতিক ক্লাব বিলবাও
পূর্ণ নামঅ্যাথলেতিক ক্লাব বিলবাও[1]
ডাকনামলস লিওনেস/ লেহোইয়াক (সিংহ)
রোজিব্ল্যাঙ্কস/ জুরি-গোরিয়াক
(লাল-সাদা)
সংক্ষিপ্ত নামATH (এটিএইচ)
প্রতিষ্ঠিত১৮৯৮ (1898)
মাঠসান ম্যামেস, বিলবাও
ধারণক্ষমতা৫৩,২৮৯[2]
চেয়ারম্যান জসু উরুতিয়া
ম্যানেজার হোসে এঞ্জেল জিগান্ডা
লীগলা লিগা
২০১৬-১৭লা লিগা, ৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

১৯২৯ সালে লা লিগা প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্ব্বিতা করছে এবং আটবার বিজয়ী হয়েছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মত তাদেরও কখনও লা লিগা থেকে দ্বিতীয় বিভাগে অবনমন ঘটেনি।

তথ্যসূত্র

  1. "UEFA EURO 2020 Evaluation Report" (PDF)Uefa.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.