অ্যাথলেতিক বিলবাও
অ্যাথলেতিক বিলবাও (স্পেনীয়: Athletic Bilbao, স্পেনীয় উচ্চারণ: [aðˈletik ˈkluβ]; যা অ্যাথলেতিক বিলবাও নামেও পরিচিত) স্পেনের বিলবাও ভিত্তিক একটি পেশাদার ফুটবল দল, যা লা লিগায় প্রতিদ্বন্দ্ব্বিতা করে।
![]() | ||||
পূর্ণ নাম | অ্যাথলেতিক ক্লাব বিলবাও[1] | |||
---|---|---|---|---|
ডাকনাম | লস লিওনেস/ লেহোইয়াক (সিংহ) রোজিব্ল্যাঙ্কস/ জুরি-গোরিয়াক (লাল-সাদা) | |||
সংক্ষিপ্ত নাম | ATH (এটিএইচ) | |||
প্রতিষ্ঠিত | ১৮৯৮ | |||
মাঠ | সান ম্যামেস, বিলবাও | |||
ধারণক্ষমতা | ৫৩,২৮৯[2] | |||
চেয়ারম্যান | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লীগ | লা লিগা | |||
২০১৬-১৭ | লা লিগা, ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
১৯২৯ সালে লা লিগা প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্ব্বিতা করছে এবং আটবার বিজয়ী হয়েছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মত তাদেরও কখনও লা লিগা থেকে দ্বিতীয় বিভাগে অবনমন ঘটেনি।
তথ্যসূত্র
- "UEFA EURO 2020 Evaluation Report" (PDF)। Uefa.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে অ্যাথলেতিক ক্লাব বিলবাও সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (বাস্ক) (স্পেনীয়) (ইংরেজি)
- অ্যাথলেতিক ক্লুব রুশ সমর্থক (রুশ)
- লা লিগায় অ্যাথলেতিক বিলবাও (ইংরেজি)(স্পেনীয়)
- Futbolme প্রোফাইল (স্পেনীয়)
- BDFutbol প্রোফাইল
- স্যান ম্যামিস স্টেডিয়াম (স্পেনীয়)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.