নেতো
নরবের্তো মুরারা নেতো, সাধারণভাবে নেতো নামে পরিচিত (জন্ম: ১৯ জুলাই ১৯৮৯) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব বার্সেলোনার হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
![]() ২০১৯ সালে নেতো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নরবের্তো মুরারা নেতো | ||
জন্ম | ১৯ জুলাই ১৯৮৯ | ||
জন্ম স্থান | আরাশা, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[1] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ১৩ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৭–২০০৯ | আতলেতিকো পারানায়েন্সে | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৯–২০১১ | আতলেতিকো পারানায়েন্সে | ৩৬ | (০) |
২০১১–২০১৫ | ফিওরেন্টিনা | ৭২ | (০) |
২০১৫–২০১৭ | জুভেন্টাস | ১১ | (০) |
২০১৭–২০১৯ | ভ্যালেন্সিয়া | ৬৭ | (০) |
২০১৯– | বার্সেলোনা | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১২ | ব্রাজিল অনূর্ধ্ব-২৩ | ৬ | (০) |
২০১৮– | ব্রাজিল | ১ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
নেতো ২০০৯ সালে আতলেতিকো পারানায়েন্সের যুব প্রকল্পে যুক্ত হন। ২০১১ সালে একই ক্লাবের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি ইতালীয় ক্লাব ফিওরেন্টিনায় যোগ দেন। নেতো ২০১৫ সালে ইতালির অন্যতম জনপ্রিয় ক্লাব জুভেন্টাসে যোগদান করেন, যেখানে তিনি দুইবার ২টি ঘরোয়া শিরোপা (ডাবল) জয়লাভ করেন। তিনি সেসময় জিয়ানলুইজি বুফনের বদলি খেলোয়াড় হিসেবে লীগে খেলতেন, কিন্তু তিনি তাদের ট্রফি জয়ের ম্যাচগুলো খেলেছেন। ২০১৭ সালে তিনি স্পেনীয় ক্লাব ভ্যালেন্সিয়ায় যোগ দেন। ভ্যালেন্সিয়ার হয়ে তিনি ২০১৮-১৯ সালের কোপা দেল রে জয় করেন। ২০১৯ সালে নেতো স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায় যোগদান করেন।
নেতো ২০১২ সালে অলিম্পিক রৌপ্য পদকজয়ী ব্রাজিললিম্পিক দলের সদস্য ছিলেন। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে নেতোর ব্রাজিল জাতীয় দল এ অভিষেক হয়।
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
- ৯ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
আতলেতিকো পারনায়েন্সে | ২০০৯ | ২ | ০ | ০ | ০ | — | — | ২ | ০ | |||
২০১০ | ৩৪ | ০ | ০ | ০ | — | — | ৩৪ | ০ | ||||
মোট | ৩৬ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩৬ | ০ | ||
ফিওরেন্তিনা | ২০১০–১১ | ০ | ০ | ০ | ০ | — | — | ০ | ০ | |||
২০১১–১২ | ২ | ০ | ২ | ০ | — | — | ৪ | ০ | ||||
২০১২–১৩ | ৬ | ০ | ৪ | ০ | — | — | ১০ | ০ | ||||
২০১৩–১৪ | ৩৫ | ০ | ৫ | ০ | ৯ | ০ | — | ৪৯ | ০ | |||
২০১৪–১৫ | ২৯ | ০ | ২ | ০ | ৭ | ০ | — | ৩৮ | ০ | |||
মোট | ৭২ | ০ | ১৩ | ০ | ১৬ | ০ | ০ | ০ | ১০১ | ০ | ||
ইয়ুভেন্তুস | ২০১৫–১৬ | ৩ | ০ | ৫ | ০ | ০ | ০ | ০ | ০ | ৮ | ০ | |
২০০১৬–১৭ | ৮ | ০ | ৫ | ০ | ১ | ০ | ০ | ০ | ১৪ | ০ | ||
মোট | ১১ | ০ | ১০ | ০ | ১ | ০ | ০ | ০ | ২২ | ০ | ||
ভ্যালেন্সিয়া | ২০১৭–১৮ | ৩৩ | ০ | ০ | ০ | — | — | ৩৩ | ০ | |||
২০১৮–১৯ | ৩৪ | ০ | ০ | ০ | ১৩ | ০ | — | ৪৭ | ০ | |||
মোট | ৬৭ | ০ | ০ | ০ | ১৩ | ০ | ০ | ০ | ৮০ | ০ | ||
সর্বমোট | ১৮৬ | ০ | ২৩ | ০ | ২৫ | ০ | ০ | ০ | ২৩৯ | ০ |
সম্মাননা
ক্লাব
- জুভেন্টাস[2]
- সিরি এ: ২০১৫–১৬, ২০১৬–১৭
- কোপা ইতালিয়া: ২০১৫–১৬, ২০১৬–১৭
- সুপারকোপা ইতালিয়ানা: ২০১৫
- ভ্যালেন্সিয়া
- কোপা দেল রে: ২০১৮-১৯
তথ্যসূত্র
- "Neto deixa o Atlético-PR e acerta com a Fiorentina" [Neto leaves Atlético-PR and joins Fiorentina]। Lance! (Portuguese ভাষায়)। জানুয়ারি ৫, ২০১১। এপ্রিল ১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৬, ২০১১।
- "Neto"। Soccerway। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৫।
- "Neto: Medals in Men's Football"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে নেতো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- দ্যফাইনালবল.কমে নেতো
- নেতো প্রোফাইল সকারওয়েতে