এর্নেস্তো ভালভেরদে
এর্নেস্তো ভালভেরদে তেজেদোর (জন্মঃ ৯ ফেব্রুয়ারি ১৯৬৪) একজন সাবেক স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। তিনি বর্তমানে ফুটবল ক্লাব বার্সেলোনার ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
![]() অ্যাথলেতিক বিলবাও ম্যানেজার হিসেবে ২০১৪ সালে ভালভেরদে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এর্নেস্তো ভালভেরদে তেজেদোর | ||
জন্ম | ৯ ফেব্রুয়ারি ১৯৬৪ | ||
জন্ম স্থান | ভিয়ানদার দে লা ভেরা, স্পেন | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
– | সান ইগনাসিও | ||
আলাভেস | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৮৩-১৯৮৫ | আলাভেস | ||
১৯৮৫-১৯৮৬ | সেস্তাও | ৩২ | (৬) |
১৯৮৬-১৯৮৮ | এস্পানিওল | ৭২ | (১৬) |
১৯৮৮-১৯৯০ | বার্সেলোনা | ২২ | (৮) |
১৯৯০-১৯৯৬ | অ্যাথলেতিক বিলবাও | ১৭০ | (৪৪) |
১৯৯৬-১৯৯৭ | মায়োর্কা | ১৮ | (২) |
মোট | ৩২০ | (৭৭) | |
জাতীয় দল | |||
১৯৮৬ | স্পেন অনুর্ধ্ব-২১ | ১ | (০) |
১৯৮৭ | স্পেন অনুর্ধ্ব-২৩ | ১ | (০) |
১৯৯০ | স্পেন | ১ | (১) |
দলসমূহ পরিচালিত | |||
২০০১-২০০২ | অ্যাথলেতিক বিলবাও (সহকারি) | ||
২০০২-২০০৩ | অ্যাথলেতিক বিলবাও বি | ||
২০০৩-২০০৫ | অ্যাথলেতিক বিলবাও | ||
২০০৬-২০০৮ | এস্পানিওল | ||
২০০৮-২০০৯ | অলিম্পিয়াকোস | ||
২০০৯-২০১০ | ভিয়ারিয়াল | ||
২০১০-২০১২ | অলিম্পিয়াকোস | ||
২০১২-২০১৩ | ভ্যালেন্সিয়া | ||
২০১৩-২০১৭ | অ্যাথলেতিক বিলবাও | ||
২০১৭–২০১৯ | বার্সেলোনা | ||
|
লা লিগায় মোট দশ সিজনে তিনি ২৬৮ ম্যাচে ৭৭ গোল করতে সক্ষম হন। ১৪ বছরের পেশাদার জীবনে তিনি মোট ৬টি দলের হয়ে খেলেন যার মধ্যে রয়েছে বার্সেলোনা, অ্যাথলেতিক বিলবাও এবং এস্পানিওল।
ভালভেরদে পরবর্তিতে লম্বা কোচিং জীবনে প্রবেশ করেন যেখানে তিনি উপরিক্ত তিনটি সহ মোট ৭টি দলকে কোচিং করিয়েছেন এবং করাচ্ছেন।
ম্যানেজার হিসবে পরিসংখ্যান
- ৯ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | দেশ | হইতে | পর্যন্ত | রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
খেলা | জয় | ড্র | হার | জয় % | ||||||||
অ্যাথলেতিক বিলবাও বি | ![]() |
৩০ জুন ২০০২ | ৩০ জুন ২০০৩ | ৪৪ | ২২ | ১০ | ১২ | ৫০.০০ | ||||
অ্যাথলেতিক বিলবাও | ![]() |
৩০ জুন ২০০৩ | ২১ জুন ২০০৫ | ৯৩ | ৩৮ | ২৩ | ৩২ | ৪০.৮৬ | ||||
এস্পানিওল | ![]() |
২৬ মে ২০০৬ | ২৮ মে ২০০৮ | ৯৯ | ৩৯ | ২৮ | ৩২ | ৩৯.৩৯ | ||||
অলিম্পিয়াকোস | ![]() |
২৮ মে ২০০৮ | ৮ মে ২০০৯ | ৪৭ | ৩২ | ৬ | ৯ | ৬৮.০৯ | ||||
ভিয়ারিয়াল | ![]() |
২ জুন ২০০৯ | ৩১ জানুয়ারি ২০১০ | ৩২ | ১৩ | ৭ | ১২ | ৪০.৬৩ | ||||
অলিম্পিয়াকোস | ![]() |
৭ অগাস্ট ২০১০ | ৩১ মে ২০১২ | ৮০ | ৬০ | ৭ | ১৩ | ৭৫.০০ | ||||
ভ্যালেন্সিয়া | ![]() |
৩ ডিসেম্বর ২০১২ | ২ জুন ২০১৩ | ৩১ | ১৭ | ৭ | ৭ | ৫৪.৮৪ | ||||
অ্যাথলেতিক বিলবাও | ![]() |
১ জুলাই ২০১৩ | ২৩ মে ২০১৭ | ২১৩ | ১০২ | ৪৫ | ৬৬ | ৪৭.৮৯ | ||||
বার্সেলোনা | ![]() |
২৯ মে ২০১৭ | ৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫ | ৩ | ০ | ২ | ৬০.০০ | ||||
মোট | ৬৪৪ | ৩২৬ | ১৩৩ | ১৮৫ | ৫০.৬২ |
অর্জন
খেলোয়াড় হিসেবে
- বার্সেলোনা
- কোপা দেল রে: ১৯৮৯-৯০
- উয়েফা কাপ উইনার্স কাপ: ১৯৮৮-৮৯
- এস্পানিওল
- উয়েফা কাপ: রানার আপ ১৯৮৭-৮৮
ম্যানেজার হিসেবে
- এস্পানিওল
- উয়েফা কাপ: রানার আপ ২০০৬-০৭
- অলিম্পিয়াকোস
- সুপারলিগ গ্রিস: ২০০৮-০৯, ২০১০-১১, ২০১১-১২
- গ্রিক ফুটবল কাপ: ২০০৮-০৯, ২০১১-১২
- অ্যাথলেতিক বিলবাও
- স্পেনীয় সুপার কাপ: ২০১৫
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৭-১৮, ২০১৮-১৯
- কোপা দেল রে: ২০১৭-১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৮; রানার আপ: ২০১৭
ব্যক্তিগত
- উয়েফা লা লিগা বর্ষসেরা কোচ: ২০১৫-১৬
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.