নেলসন সেমেদো
নেলসন কাব্রাল সেমেদো (জন্মঃ ১৬ নভেম্বর ১৯৯৩) একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল বার্সেলোনা এবং পর্তুগাল জাতীয় দল এর হয়ে রাইট ব্যাক হিসেবে খেলেন।
![]() পর্তুগালের হয়ে ২০১৭ সালে সেমেদো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নেলসন কাব্রাল সেমেদো | ||
জন্ম | ১৬ নভেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | লিসবন, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষনভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৮–২০১১ | সিন্ত্রেনসে | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১১–২০১২ | সিন্ত্রেনসে | ২৬ | (৫) |
২০১২–২০১৬ | বেনফিকা বি | ৬৩ | (৪) |
২০১২–২০১৩ | → ফাতিমা (ধারে) | ২৯ | (০) |
২০১৫–২০১৭ | বেনফিকা | ৪৩ | (২) |
২০১৭– | বার্সেলোনা | ৫০ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৬ | পর্তুগাল অনুর্ধ্ব-২৩ | ১ | (০) |
২০১৫– | পর্তুগাল | ১০ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
সেমেদোর পেশাদার জীবন শুরু হয় পর্তুগালের ক্লাব সিন্ত্রেনসে তে ২০১১ সালে। ২০১২ সালে তিনি বেনফিকায় যোগ দেন। ২০১২-১৩ মৌসুমে তাকে পর্তুগালের ফাতিমায় ধারে পাঠানো হয়। ২০১৫ সাল থেকে সেমেদো বেনফিকার মূল দলে খেলা শুরু করেন। ২০১৭ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ৫ লক্ষ ইউরোর বিনিময়ে কিনে নেয়।
২০১৫ সালে সার্বিয়া জাতীয় দল এর বিপক্ষে তার পর্তুগাল জাতীয় দল এ অভিষেক হয়। তিনি পর্তুগালের ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭ দলের সদস্য ছিলেন যেখানে পর্তুগাল তৃতীয় স্থান অর্জন করে। তিনি পর্তুগাল দলের হয়ে ২০১৮–১৯ উয়েফা নেশনস লীগ জয় করেন।
পরিসংখ্যান
ক্লাব
- ২৫ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
সিন্ত্রেনসে | ২০১১–১২ | ২৬ | ৫ | ১ | ০ | — | ২৭ | ৫ | |||
ফাতিমা (ধারে) | ২০১২–১৩ | ২৯ | ০ | ২ | ০ | — | ৩১ | ০ | |||
বেনফিকা বি | ২০১৩–১৪ | ১৭ | ০ | — | ১৭ | ০ | |||||
২০১৪–১৫ | ৪২ | ১ | — | ৪২ | ১ | ||||||
২০১৫–১৬ | ৪ | ৩ | — | ৪ | ৩ | ||||||
মোট | ৬৩ | ৪ | — | ৬৩ | ৪ | ||||||
বেনফিকা | ২০১৫–১৬ | ১২ | ১ | ০ | ০ | ৩ | ০ | ৩ | ০ | ১৮ | ১ |
২০১৬–১৭ | ৩১ | ১ | ৪ | ০ | ৮ | ১ | ৩ | ০ | ৪৬ | ২ | |
মোট | ৪৩ | ২ | ৪ | ০ | ১১ | ১ | ৬ | ০ | ৬৪ | ৩ | |
বার্সেলোনা | ২০১৭–১৮ | ২৪ | ০ | ৪ | ০ | ৭ | ০ | ১ | ০ | ৩৬ | ০ |
২০১৮–১৯ | ২৬ | ১ | ৯ | ০ | ১০ | ০ | ১ | ০ | ৪৬ | ১ | |
মোট | ৫০ | ১ | ১৩ | ০ | ১৭ | ০ | ২ | ০ | ৮২ | ১ | |
সর্বমোট | ২১১ | ১৩ | ২০ | ০ | ২৮ | ১ | ৮ | ০ | ২৬৭ | ১৩ |
আন্তর্জাতিক
- ১৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
পর্তুগাল | ২০১৫ | ১ | ০ |
২০১৬ | ০ | ০ | |
২০১৭ | ৭ | ০ | |
২০১৮ | ০ | ০ | |
২০১৯ | ২ | ০ | |
মোট | ১০ | ০ |
অর্জন
ক্লাব
- বেনফিকা
- প্রিমেরা লিগা: ২০১৫–১৬, ২০১৬–১৭
- তাকা দে পর্তুগাল: ২০১৬–১৭
- তাকা দা লিগা: ২০১৫–১৬
- সুপারতাকা কানদিদো দে অলিভিয়েরা: ২০১৬
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৭–১৮, ২০১৮–১৯
- কোপা দেল রে: ২০১৭–১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৮
ব্যক্তিগত
- এলপিএফপি প্রিমেরা লিগা বর্ষসেরা ব্রেকথ্রু প্লেয়ার: ২০১৬–১৭
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৭
- উয়েফা নেশনস লীগ টুর্নামেন্টসেরা দল: ২০১৯
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.