ফ্লোরিয়াঁ থভাঁ

ফ্লোরিয়াঁ ত্রিস্তান মারিয়ানো থভাঁ (ফরাসি উচ্চারণ: [flɔʁjɑ̃ tovɛ̃]; জন্ম: ২৬ জানুয়ারি ১৯৯৩) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি লীগ ১ ক্লাব মার্সেই এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফ্লোরিয়াঁ থভাঁ
২০১৫ সালে ফ্লোরিয়াঁ থভাঁ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্লোরিয়াঁ ত্রিস্তান মারিয়ানো থভাঁ[1]
জন্ম (1993-01-26) ২৬ জানুয়ারি ১৯৯৩
জন্ম স্থান অরলেঞ্জ, ফ্রান্স
উচ্চতা ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব মার্সেই
জার্সি নম্বর ২৬
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০০–২০০৫ ইংরে
২০০৫–২০০৭ সেন্ট-জিন-দে-লা-রুয়েল
২০০৭–২০০৮ অরলেঞ্জ
২০০৮–২০১১ গ্রেনোবল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১ গ্রেনোবল (০)
২০১১–২০১৩ বাস্তিয়া ৪৫ (১০)
২০১৩–২০১৫ মার্সেই ৬৯ (১৩)
২০১৫–২০১৭ নিউক্যাসেল ইউনাইটেড ১৩ (০)
২০১৬–২০১৭মার্সেই (ধার) ৫২ (১৭)
২০১৭– মার্সেই ৩৪ (২২)
জাতীয় দল
২০১১ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১২–২০১৩ ফ্রান্স অনূর্ধ্ব-২০ ১৬ (৭)
২০১৩–২০১৪ ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১০ (৭)
২০১৭– ফ্রান্স (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ২০১১ সালে, গ্রেনোবল ফুট ৩৮-এর হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর তিনি এসসি বাস্তিয়ায় স্থানান্তর হন যেখানে তিনি লীগ ২-এর শিরোপা জয়লাভ করতে সক্ষম হন এবং এক বছর পর, তিনি উক্ত প্রতিযোগিতায় বছরের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেন। অতঃপর তিনি লীগ ১ ক্লাব মার্সেইয়ে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। এপর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে ১৫০-এর অধিক ম্যাচ খেলেছেন। এর মাঝে তিনি প্রিমিয়ার লীগ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডে খেলেছেন।

থোভিন ফ্রান্স অনূর্ধ্ব-১৮ হতে ফ্রান্স অনূর্ধ্ব-২১ পর্যন্ত দলের হয়ে সর্বমোট ৩০টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ১৪টি গোল করেছেন। তিনি অনূর্ধ্ব-২০ দলের সদস্য থাকাকালীন ২০১৩ সালে, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়লাভ করেন। ২০১৭ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

১১ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2][3]
ক্লাব, মৌসুম এবং প্রতিযোগী অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
ক্লাব মৌসুম লীগ কাপ লীগ কাপ ইউরোপ মোট
বিভাগউপ.গোল উপ.গোল উপ.গোল উপ.গোল উপ.গোল
গ্রেনোবল ২০১০–১১[3] লীগ ২ 3
মোট
বাস্তিয়া ২০১১–১২ লীগ ২ ১৩১৫
২০১২–১৩ লীগ ১ ৩২১০৩৫১০
মোট ৪৫১০৫০১০
মার্সেই ২০১৩–১৪ লীগ ১ ৩১[lower-alpha 1]৪১১০
২০১৪–১৫ ৩৬৩৮
২০১৫–১৬
মোট ৬৯১৩৮১১৫
নিউক্যাসেল ইউনাইটেড ২০১৫–১৬ প্রিমিয়ার লীগ ১৩১৬
মার্সেই (ধার) ২০১৫–১৬ লীগ ১ ১৪[lower-alpha 2]২০
মার্সেই (ধার) ২০১৬–১৭ লীগ ১ ৩৮১৫৪৩১৫
মার্সেই ২০১৭–১৮ লীগ ১ ৩৪২২১৪[lower-alpha 2]৫২২৬
মার্সেই সর্বমোট ১৫৫৫২১৩২২১৯৬৬০
সর্বমোট ২১৬৬২১৭১০২২২৬৫৭১
  1. উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উপস্থিতি
  2. উয়েফা ইউরোপা লীগে উপস্থিতি

আন্তর্জাতিক

২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]

|+ জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা |- !জাতীয় দল!!সাল!!উপস্থিতি !!গোল |- |rowspan=2|ফ্রান্স |২০১৭||২||০ |- |২০১৮||১||০ |- ! colspan=2|মোট!!৩!!০ |}

তথ্যসূত্র

  1. "List of players under written contract registered between 01/07/2016 and 31/07/2016" (PDF)। The Football Association। পৃষ্ঠা 33। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬
  2. "F. THAUVIN"। Soccerway। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫
  3. "Florian Thauvin". Football Database.eu. Retrieved 28 August 2012.
  4. "Florian Thauvin – national football team player"। EU-Football.info। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:Olympique de Marseille squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.