ফ্লোরিয়াঁ থভাঁ
ফ্লোরিয়াঁ ত্রিস্তান মারিয়ানো থভাঁ (ফরাসি উচ্চারণ: [flɔʁjɑ̃ tovɛ̃]; জন্ম: ২৬ জানুয়ারি ১৯৯৩) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি লীগ ১ ক্লাব মার্সেই এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে ফ্লোরিয়াঁ থভাঁ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্লোরিয়াঁ ত্রিস্তান মারিয়ানো থভাঁ[1] | ||
জন্ম | ২৬ জানুয়ারি ১৯৯৩ | ||
জন্ম স্থান | অরলেঞ্জ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | মার্সেই | ||
জার্সি নম্বর | ২৬ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০০–২০০৫ | ইংরে | ||
২০০৫–২০০৭ | সেন্ট-জিন-দে-লা-রুয়েল | ||
২০০৭–২০০৮ | অরলেঞ্জ | ||
২০০৮–২০১১ | গ্রেনোবল | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১১ | গ্রেনোবল | ৩ | (০) |
২০১১–২০১৩ | বাস্তিয়া | ৪৫ | (১০) |
২০১৩–২০১৫ | মার্সেই | ৬৯ | (১৩) |
২০১৫–২০১৭ | নিউক্যাসেল ইউনাইটেড | ১৩ | (০) |
২০১৬–২০১৭ | → মার্সেই (ধার) | ৫২ | (১৭) |
২০১৭– | মার্সেই | ৩৪ | (২২) |
জাতীয় দল‡ | |||
২০১১ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ২ | (০) |
২০১২–২০১৩ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ১৬ | (৭) |
২০১৩–২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১০ | (৭) |
২০১৭– | ফ্রান্স | ৩ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি ২০১১ সালে, গ্রেনোবল ফুট ৩৮-এর হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর তিনি এসসি বাস্তিয়ায় স্থানান্তর হন যেখানে তিনি লীগ ২-এর শিরোপা জয়লাভ করতে সক্ষম হন এবং এক বছর পর, তিনি উক্ত প্রতিযোগিতায় বছরের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেন। অতঃপর তিনি লীগ ১ ক্লাব মার্সেইয়ে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। এপর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে ১৫০-এর অধিক ম্যাচ খেলেছেন। এর মাঝে তিনি প্রিমিয়ার লীগ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডে খেলেছেন।
থোভিন ফ্রান্স অনূর্ধ্ব-১৮ হতে ফ্রান্স অনূর্ধ্ব-২১ পর্যন্ত দলের হয়ে সর্বমোট ৩০টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ১৪টি গোল করেছেন। তিনি অনূর্ধ্ব-২০ দলের সদস্য থাকাকালীন ২০১৩ সালে, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়লাভ করেন। ২০১৭ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | লীগ কাপ | ইউরোপ | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | উপ. | গোল | ||
গ্রেনোবল | ২০১০–১১[3] | লীগ ২ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | — | 3 | ০ | |
মোট | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ৩ | ০ | |||
বাস্তিয়া | ২০১১–১২ | লীগ ২ | ১৩ | ০ | ২ | ০ | ০ | ০ | — | ১৫ | ০ | |
২০১২–১৩ | লীগ ১ | ৩২ | ১০ | ১ | ০ | ২ | ০ | — | ৩৫ | ১০ | ||
মোট | ৪৫ | ১০ | ৩ | ০ | ২ | ০ | — | ৫০ | ১০ | |||
মার্সেই | ২০১৩–১৪ | লীগ ১ | ৩১ | ৮ | ২ | ১ | ২ | ০ | ৬[lower-alpha 1] | ১ | ৪১ | ১০ |
২০১৪–১৫ | ৩৬ | ৫ | ১ | ০ | ১ | ০ | — | ৩৮ | ৫ | |||
২০১৫–১৬ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ২ | ০ | |||
মোট | ৬৯ | ১৩ | ৩ | ১ | ৩ | ০ | ৬ | ১ | ৮১ | ১৫ | ||
নিউক্যাসেল ইউনাইটেড | ২০১৫–১৬ | প্রিমিয়ার লীগ | ১৩ | ০ | ১ | ০ | ২ | ১ | — | ১৬ | ১ | |
মার্সেই (ধার) | ২০১৫–১৬ | লীগ ১ | ১৪ | ২ | ৪ | ২ | — | ২[lower-alpha 2] | ০ | ২০ | ৪ | |
মার্সেই (ধার) | ২০১৬–১৭ | লীগ ১ | ৩৮ | ১৫ | ৩ | ০ | ২ | ০ | — | ৪৩ | ১৫ | |
মার্সেই | ২০১৭–১৮ | লীগ ১ | ৩৪ | ২২ | ৩ | ০ | ১ | ০ | ১৪[lower-alpha 2] | ৪ | ৫২ | ২৬ |
মার্সেই সর্বমোট | ১৫৫ | ৫২ | ১৩ | ১ | ৬ | ০ | ২২ | ৫ | ১৯৬ | ৬০ | ||
সর্বমোট | ২১৬ | ৬২ | ১৭ | ১ | ১০ | ১ | ২২ | ৫ | ২৬৫ | ৭১ |
- উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উপস্থিতি
- উয়েফা ইউরোপা লীগে উপস্থিতি
তথ্যসূত্র
- "List of players under written contract registered between 01/07/2016 and 31/07/2016" (PDF)। The Football Association। পৃষ্ঠা 33। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬।
- "F. THAUVIN"। Soccerway। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫।
- "Florian Thauvin". Football Database.eu. Retrieved 28 August 2012.
- "Florian Thauvin – national football team player"। EU-Football.info। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ফ্লোরিয়াঁ থভাঁ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ফ্লোরিয়াঁ থভাঁ প্রোফাইল সকারওয়েতে
- টেমপ্লেট:LFP
- ফ্লোরিয়াঁ থভাঁ at L'Équipe Football টেমপ্লেট:Link lang
- ইএসপিএন এফসি-এ ফ্লোরিয়াঁ থভাঁ
- France profile at FFF
টেমপ্লেট:Olympique de Marseille squad