করেন্তিনো তোলিসো
করেন্তিনো তোলিসো (জন্ম: ৩ আগস্ট ১৯৯৪) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৫ সালে করেন্তিনো তোলিসো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | করেন্তিনো তোলিসো | ||
জন্ম | ৩ আগস্ট ১৯৯৪ | ||
জন্ম স্থান | তারারে, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ২৪ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০০–২০০৪ | স্তাদ আমপ্লেপুসিয়েন | ||
২০০৪–২০০৭ | এফসি পেস দে লা'ব্রেসলে | ||
২০০৭–২০১৩ | লিয়োন | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১২–২০১৪ | লিয়োন বি | ৩০ | (১) |
২০১৩–২০১৭ | লিয়োন | ১১৬ | (২১) |
২০১৭– | বায়ার্ন মিউনিখ | ২৬ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১ | (০) |
২০১৩–২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০১৪–২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১৯ | (৬) |
২০১৭– | ফ্রান্স | ৬ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তোলিসো লিয়োন হতে ফুটবল খেলার শিক্ষা সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালে ক্লাবটির হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং তিনি ক্লাবটির হয়ে সর্বমোট ১৬০টি ম্যাচে খেলেছেন এবং ২৯টি গোল করেছেন। তিনি ২০১৭ সালে, ৪১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেন, এটি একটি জার্মান ক্লাবের জন্য স্থানান্তর রেকর্ড
২০১৭ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। এরপূর্বে তিনি ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
সম্মাননা
ব্যক্তিগত
- উয়েফা ইউরোপা লীগ মৌসুমের সেরা দল: ২০১৬–১৭[4]
তথ্যসূত্র
- "Corentin Tolisso – national football team player"। EU-Football.info। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে করেন্তিনো তোলিসো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- France profile at FFF
- টেমপ্লেট:Leqstat
- করেন্তিনো তোলিসো – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
টেমপ্লেট:FC Bayern Munich squad
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.